বহরমপুর, 24 নভেম্বর : বহরমপুরে BJP-র OBC মোর্চার রাজ্য সভাপতির আকস্মিক মৃত্যু ৷ সোমবার রাতে নিজের বাসভবনে মৃত্যু হয় OBC মোর্চার নেতা সুভাষ মণ্ডলের ৷ বয়স হয়েছিল 53 বছর ৷
পরিবার সূত্রে খবর, কয়েকদিন ধরে ফুসফুসের সমস্য়ায় ভুগছিলেন তিনি ৷ তাঁর চিকিৎসা চলছিল ৷ পাশাপাশি কোরোনায় আক্রান্তও হয়েছিলেন তিনি ৷ পরে যদিও কোরোনা রিপোর্ট নেগেটিভ আসে ৷ তাই পরিবার ও চিকিৎসকদের দাবি, কোরোনায় নয় তাঁর মৃত্যু হয়েছে ফুসফুসের সমস্যাজনিত কারণেই ৷
মঙ্গলবার সকাল সাড়ে নটা নাগাদ তাঁর দেহ আনা হয় BJP-র বহরমপুর সদর কার্যালয়ে ৷ সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানান BJP-র নেতা-কর্মীরা ৷ কয়েক মাস আগেই তাঁকে BJP-র OBC মোর্চার সভাপতি নির্বাচন করা হয়েছিল ৷ বহরমপুরেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় ৷