ETV Bharat / state

কিশোরীর বিয়ে বন্ধ করল পুলিশ

নবম শ্রেণির পড়ুয়ার সঙ্গে বিয়ে ঠিক হয় ডোমকলের বাসিন্দা আজিজ মিঞার ৷ খবর পৌঁছাতেই বিয়ের আসরে হাজির হন হরিহর পাড়ার OC ৷ প্রথমে অবশ্য পুলিশের সঙ্গে বচসা বেধে যায় পরিবারের লোকেদের ৷

Murshidabad
হরিহরপাড়া
author img

By

Published : Nov 20, 2020, 9:30 PM IST

হরিহরপাড়া, 20 নভেম্বর : চারিদিকে আত্মীয় পরিজনের আনাগোনা ৷ গমগম করে হিন্দি গান বাজছে ডিজে সাউন্ড সিস্টেমে ৷ ভূরি ভোজের আয়োজন সবেমাত্র জমে উঠেছে ৷ এমন সময় বিয়ের আসরে হাজির OC ৷ অভিযোগ, কিশোরীর বিয়ে দিচ্ছে বাড়ির লোকেরা ৷ এরপরেই বিয়ের আসর থেকে উদ্ধার করা হয় কিশোরীকে ৷ এমনই ঘটনার সাক্ষী থাকল মুর্শিদাবাদের হরিহরপাড়া ৷

জানা গিয়েছে, নবম শ্রেণির ওই কিশোরীর সঙ্গে বিয়ে ঠিক হয় ডোমকলের বাসিন্দা আজিজ মিঞার ৷ খবর পৌঁছাতেই বিয়ের আসরে হাজির হন হরিহর পাড়ার OC ৷ প্রথমে অবশ্য পুলিশের সঙ্গে বচসা বেঁধে যায় পরিবারের লোকেদের ৷ পরে পুলিশ প্রশাসন বোঝানোতে বিয়ে স্থগিত করতে রাজি হন পরিবারের লোকেরা ৷ এমনকী মেয়ের বাড়ির লোকেদের দিয়ে মুচলেকা লিখিয়ে নেওয়া হয় যে, 18 বছর পূর্ণ না হলে মেয়ের বিয়ে দেবেন না তাঁরা ৷ যদিও ঘটনার পরই বিয়ের আসর থেকে পালিয়ে যান আজিজ মিঞা ৷

হরিহরপাড়া, 20 নভেম্বর : চারিদিকে আত্মীয় পরিজনের আনাগোনা ৷ গমগম করে হিন্দি গান বাজছে ডিজে সাউন্ড সিস্টেমে ৷ ভূরি ভোজের আয়োজন সবেমাত্র জমে উঠেছে ৷ এমন সময় বিয়ের আসরে হাজির OC ৷ অভিযোগ, কিশোরীর বিয়ে দিচ্ছে বাড়ির লোকেরা ৷ এরপরেই বিয়ের আসর থেকে উদ্ধার করা হয় কিশোরীকে ৷ এমনই ঘটনার সাক্ষী থাকল মুর্শিদাবাদের হরিহরপাড়া ৷

জানা গিয়েছে, নবম শ্রেণির ওই কিশোরীর সঙ্গে বিয়ে ঠিক হয় ডোমকলের বাসিন্দা আজিজ মিঞার ৷ খবর পৌঁছাতেই বিয়ের আসরে হাজির হন হরিহর পাড়ার OC ৷ প্রথমে অবশ্য পুলিশের সঙ্গে বচসা বেঁধে যায় পরিবারের লোকেদের ৷ পরে পুলিশ প্রশাসন বোঝানোতে বিয়ে স্থগিত করতে রাজি হন পরিবারের লোকেরা ৷ এমনকী মেয়ের বাড়ির লোকেদের দিয়ে মুচলেকা লিখিয়ে নেওয়া হয় যে, 18 বছর পূর্ণ না হলে মেয়ের বিয়ে দেবেন না তাঁরা ৷ যদিও ঘটনার পরই বিয়ের আসর থেকে পালিয়ে যান আজিজ মিঞা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.