ETV Bharat / state

4 মাস পর কবর খুঁড়ে দেহ পাঠানো হল ময়নাতদন্তে - The body was exhumed after 4 months for autopsy for the interest of investigation

খবর ছড়িয়ে পড়তেই কবরখানায় মানুষের ভিড় জমে যায় । স্থানীয় সূত্রে জানা গেছে, চার মাস আগে বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার হয় বছর পঞ্চাশের আসেম শেখের দেহ । পুলিশে কিছু না জানিয়ে সেদিনই তার দেহ গ্রামের কবরস্থানে কবর দেওয়া হয় ।

The body was exhumed after 4 months for autopsy for the interest of investigation
তদন্তের স্বার্থে 4 মাস পর কবর খুঁড়ে দেহ পাঠানো হল ময়নাতদন্তে
author img

By

Published : Nov 5, 2020, 7:28 PM IST

বহরমপুর, 5 নভেম্বর : চার মাস পর কবর থেকে মরদেহ তুলে পাঠানো হল ময়নাতদন্তের জন্য ৷ মৃতের ছেলের খুনের অভিযোগের ভিত্তিতেই আজ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহ কবর খুঁড়ে তোলা হয় ।

খবর ছড়িয়ে পড়তেই কবরখানায় মানুষের ভিড় জমে যায় । স্থানীয় সূত্রে জানা গেছে, চার মাস আগে বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার হয় বছর পঞ্চাশের আসেম শেখের দেহ । পুলিশে কিছু না জানিয়ে সেদিনই তার দেহ গ্রামের কবরস্থানে কবর দেওয়া হয় । এর কিছুদিন পর মৃতের ছেলে আব্বাকে খুনের অভিযোগ করে নিজের চাচার বিরুদ্ধে । সে অভিযোগ জানায়, সম্পত্তি বিবাদের জেরেই চাবা তার আব্বাকে পরিকল্পিতভাবে খুন করেছে ৷ মুর্শিদাবাদ থানায় এই অভিযোগ দায়ের করে সে ।

গতকাল লালবাগ মহকুমা আদালতের বিচারক মরদেহ তুলে ময়নাতদন্তের নির্দেশ দেন । সেইমতো আজ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আসেম শেখের দেহ কবর থেকে তুলে ময়নাতদন্তে পাঠানো হয়েছে । গ্রামবাসীসহ মৃতের পরিবার ঘটনার সত্যতা জানতে মুখিয়ে রয়েছে ময়না তদন্তের রিপোর্টের দিকে । ঘটনার তদন্ত চালাচ্ছে মুর্শিদাবাদ পুলিশ ৷

বহরমপুর, 5 নভেম্বর : চার মাস পর কবর থেকে মরদেহ তুলে পাঠানো হল ময়নাতদন্তের জন্য ৷ মৃতের ছেলের খুনের অভিযোগের ভিত্তিতেই আজ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহ কবর খুঁড়ে তোলা হয় ।

খবর ছড়িয়ে পড়তেই কবরখানায় মানুষের ভিড় জমে যায় । স্থানীয় সূত্রে জানা গেছে, চার মাস আগে বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার হয় বছর পঞ্চাশের আসেম শেখের দেহ । পুলিশে কিছু না জানিয়ে সেদিনই তার দেহ গ্রামের কবরস্থানে কবর দেওয়া হয় । এর কিছুদিন পর মৃতের ছেলে আব্বাকে খুনের অভিযোগ করে নিজের চাচার বিরুদ্ধে । সে অভিযোগ জানায়, সম্পত্তি বিবাদের জেরেই চাবা তার আব্বাকে পরিকল্পিতভাবে খুন করেছে ৷ মুর্শিদাবাদ থানায় এই অভিযোগ দায়ের করে সে ।

গতকাল লালবাগ মহকুমা আদালতের বিচারক মরদেহ তুলে ময়নাতদন্তের নির্দেশ দেন । সেইমতো আজ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আসেম শেখের দেহ কবর থেকে তুলে ময়নাতদন্তে পাঠানো হয়েছে । গ্রামবাসীসহ মৃতের পরিবার ঘটনার সত্যতা জানতে মুখিয়ে রয়েছে ময়না তদন্তের রিপোর্টের দিকে । ঘটনার তদন্ত চালাচ্ছে মুর্শিদাবাদ পুলিশ ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.