ETV Bharat / state

কালবৈশাখি-শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মুর্শিদাবাদের 3টি ব্লক - শিলাবৃষ্টি মুর্শিদাবাদ

গতকাল বহরমপুর , বেলডাঙা, নবগ্রামে কালবৈশাখির সঙ্গে শিলাবৃষ্টি হয় । যার কারণে ব্যাপক ক্ষতি হয়েছে আম ও ফসলের ।

ছবি
ছবি
author img

By

Published : Apr 12, 2020, 8:59 AM IST

Updated : Apr 12, 2020, 11:40 AM IST

বহরমপুর, 12 এপ্রিল : কালবৈশাখি ও শিলাবৃষ্টির দাপটে বহরমপুর শহর সহ মুর্শিদাবাদের তিনটি ব্লক ক্ষতির মুখে পড়লেন চাষিরা । গতকাল ঝড়ের দাপটে বেশ কয়েকটি গাছ ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে রাস্তায় । ঝড়ের পর হয় শিলাবৃষ্টি । যে কারণে ব্যাপক ক্ষতি হয়েছে আম ও ফসলের । চলে বেশ কিছুক্ষণ ভারী বৃষ্টিও । যার জেরে শহরের বেশ কিছু এলাকায় জলও জমতে দেখা গিয়েছে । বহরমপুর শহর ছাড়া কালবৈশাখির প্রভাব ছিল নবগ্রাম , বেলডাঙা এলাকাতেও ।


এই সময় বোরো ধান ঘরে ওঠার মুখে । তবে কালবৈশাখি আর শিলাবৃষ্টির যৌথ দাপটে কার্যত পাকা ধান নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে । ধান চাষিদের পাশাপাশি শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন জেলার আম চাষিরাও । ঝড়ের দাপটে যেমন আম ঝড়ে গিয়েছে, পাশাপাশি শিলাবৃষ্টির জেরে আমের গায়ে কালো ছোপ পড়তে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা ।

গত সন্ধেয় বহরমপুর, নবগ্রাম, বেলডাঙা এলাকায় শুরু হয় ঝড়ের তাণ্ডব । ফলে, শহরের বহু গাছ ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে রাস্তায় । ঝড়ের পরেই শুরু হয় শিলাবৃষ্টি । মিনিট পনেরোর শিলাবৃষ্টি আম ও বোরো ধানে ক্ষতিকারক প্রভাব ফেলেছে । বোরো ধানে সবথেকে বেশি ক্ষতি হয়েছে নবগ্রাম ব্লকে । শুরু হয় ভারী বৃষ্টিও । তাতে মাঠে থাকা কাঁচা সবজির ক্ষতির থেকে বেশি উপকার হয়েছে ।

বহরমপুর, 12 এপ্রিল : কালবৈশাখি ও শিলাবৃষ্টির দাপটে বহরমপুর শহর সহ মুর্শিদাবাদের তিনটি ব্লক ক্ষতির মুখে পড়লেন চাষিরা । গতকাল ঝড়ের দাপটে বেশ কয়েকটি গাছ ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে রাস্তায় । ঝড়ের পর হয় শিলাবৃষ্টি । যে কারণে ব্যাপক ক্ষতি হয়েছে আম ও ফসলের । চলে বেশ কিছুক্ষণ ভারী বৃষ্টিও । যার জেরে শহরের বেশ কিছু এলাকায় জলও জমতে দেখা গিয়েছে । বহরমপুর শহর ছাড়া কালবৈশাখির প্রভাব ছিল নবগ্রাম , বেলডাঙা এলাকাতেও ।


এই সময় বোরো ধান ঘরে ওঠার মুখে । তবে কালবৈশাখি আর শিলাবৃষ্টির যৌথ দাপটে কার্যত পাকা ধান নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে । ধান চাষিদের পাশাপাশি শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন জেলার আম চাষিরাও । ঝড়ের দাপটে যেমন আম ঝড়ে গিয়েছে, পাশাপাশি শিলাবৃষ্টির জেরে আমের গায়ে কালো ছোপ পড়তে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা ।

গত সন্ধেয় বহরমপুর, নবগ্রাম, বেলডাঙা এলাকায় শুরু হয় ঝড়ের তাণ্ডব । ফলে, শহরের বহু গাছ ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে রাস্তায় । ঝড়ের পরেই শুরু হয় শিলাবৃষ্টি । মিনিট পনেরোর শিলাবৃষ্টি আম ও বোরো ধানে ক্ষতিকারক প্রভাব ফেলেছে । বোরো ধানে সবথেকে বেশি ক্ষতি হয়েছে নবগ্রাম ব্লকে । শুরু হয় ভারী বৃষ্টিও । তাতে মাঠে থাকা কাঁচা সবজির ক্ষতির থেকে বেশি উপকার হয়েছে ।

Last Updated : Apr 12, 2020, 11:40 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.