ETV Bharat / state

হাসপাতালের শয্যায় নিশ্চিত ঘুম পথ কুকুরের ! - মুর্শিদাবাদ

হাসপাতালের শয্যায় নিশ্চিত ঘুম পথ কুকুরের ! এই ছবি মুর্শিদাবাদের বড়ঞা গ্রামীণ হাসপাতালের ৷ কর্তৃপক্ষের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ রোগী ও তাঁদের পরিবারের ৷

wb-msd- road dog-st patient bed-01-wb10031
হাসপাতালের শয্যায় নিশ্চিত ঘুম পথ কুকুরের !
author img

By

Published : Mar 1, 2021, 8:36 PM IST

মুর্শিদাবাদ, 1 মার্চ: রোগীদের জন্য বরাদ্দ শয্যায় নিশ্চিন্তে ঘুমোচ্ছে পথ কুকুর ! এই ছবি ধরা পড়ল মুর্শিদাবাদের বড়ঞা গ্রামীণ হাসপাতালে ৷

রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগের অবস্থা যে কতটা শোচনীয়, তারই প্রমাণ মিলল মুর্শিদাবাদের বড়ঞা গ্রামীণ হাসপাতালে ৷ একদিকে শয্যার অভাবে মুমূর্ষু রোগীকে ফিরিয়ে দেয় একের পর এক সরকারি হাসপাতাল, অন্যদিকে রোগীর জন্য বরাদ্দ শয্য়াতেই নিশ্চিন্তে ঘুমোয় পথ কুকুর ৷ অভিযোগ, সব জেনেও নির্বিকার বড়ঞা গ্রামীণ হাসপাতাল কর্তৃপক্ষ ৷ বিকল্প উপায় না থাকায় এই অব্য়বস্থার সঙ্গেই মানিয়ে নিতে বাধ্য হচ্ছেন রোগী ও তাঁদের আত্মীয়রা ৷

আরও পড়ুন: স্বাস্থ্যসাথীর রোগীকে ফেরালে বাতিল হতে পারে হাসপাতালের লাইসেন্স, নোটিস স্বাস্থ্য দফতরের

স্থানীয় সূত্রে খবর, বড়ঞা গ্রামীণ হাসপাতালে শয্যা রয়েছে মোট 50 টি ৷ কিন্তু, হাসপাতালের ভিতরের অবস্থা অত্যন্ত শোচনীয় ৷ অপরিষ্কার পরিবেশেই চলে চিকিৎসা ৷ নেই নিরাপত্তার কোনও ঘেরাটোপ ৷ সকলের চোখের সামনে দিয়েই হাসপাতালের দোতলায় উঠে পড়ে পথ কুকুর ৷ এমনকি, অপারেশন থিয়েটারের সামনেও সারমেয়দের অনায়াস যাতায়াত লেগেই থাকে ৷ প্রসূতি বিভাগের অবস্থাও তথৈবচ ৷

এলাকাবাসীর অভিযোগ, এই অব্য়বস্থা নতুন কিছু নয় ৷ বছরের পর বছর ধরে এভাবেই চলছে ৷ তবে হাসপাতালের শয্যায় কুকুর ঘুমোনোর ছবি ভাইরাল হতেই সমালোচনার ঝড় উঠেছে। কিন্তু তাতে সমস্য়ার সমাধান আদৌ হবে কি না, সেই প্রশ্ন থাকছেই ৷

মুর্শিদাবাদ, 1 মার্চ: রোগীদের জন্য বরাদ্দ শয্যায় নিশ্চিন্তে ঘুমোচ্ছে পথ কুকুর ! এই ছবি ধরা পড়ল মুর্শিদাবাদের বড়ঞা গ্রামীণ হাসপাতালে ৷

রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগের অবস্থা যে কতটা শোচনীয়, তারই প্রমাণ মিলল মুর্শিদাবাদের বড়ঞা গ্রামীণ হাসপাতালে ৷ একদিকে শয্যার অভাবে মুমূর্ষু রোগীকে ফিরিয়ে দেয় একের পর এক সরকারি হাসপাতাল, অন্যদিকে রোগীর জন্য বরাদ্দ শয্য়াতেই নিশ্চিন্তে ঘুমোয় পথ কুকুর ৷ অভিযোগ, সব জেনেও নির্বিকার বড়ঞা গ্রামীণ হাসপাতাল কর্তৃপক্ষ ৷ বিকল্প উপায় না থাকায় এই অব্য়বস্থার সঙ্গেই মানিয়ে নিতে বাধ্য হচ্ছেন রোগী ও তাঁদের আত্মীয়রা ৷

আরও পড়ুন: স্বাস্থ্যসাথীর রোগীকে ফেরালে বাতিল হতে পারে হাসপাতালের লাইসেন্স, নোটিস স্বাস্থ্য দফতরের

স্থানীয় সূত্রে খবর, বড়ঞা গ্রামীণ হাসপাতালে শয্যা রয়েছে মোট 50 টি ৷ কিন্তু, হাসপাতালের ভিতরের অবস্থা অত্যন্ত শোচনীয় ৷ অপরিষ্কার পরিবেশেই চলে চিকিৎসা ৷ নেই নিরাপত্তার কোনও ঘেরাটোপ ৷ সকলের চোখের সামনে দিয়েই হাসপাতালের দোতলায় উঠে পড়ে পথ কুকুর ৷ এমনকি, অপারেশন থিয়েটারের সামনেও সারমেয়দের অনায়াস যাতায়াত লেগেই থাকে ৷ প্রসূতি বিভাগের অবস্থাও তথৈবচ ৷

এলাকাবাসীর অভিযোগ, এই অব্য়বস্থা নতুন কিছু নয় ৷ বছরের পর বছর ধরে এভাবেই চলছে ৷ তবে হাসপাতালের শয্যায় কুকুর ঘুমোনোর ছবি ভাইরাল হতেই সমালোচনার ঝড় উঠেছে। কিন্তু তাতে সমস্য়ার সমাধান আদৌ হবে কি না, সেই প্রশ্ন থাকছেই ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.