ETV Bharat / state

জমি বিবাদের জের, আক্রান্ত বিশেষভাবে সক্ষম নাবালক ভাইবোন

জমিবিবাদের জের ৷ বিশেষভাবে সক্ষম নাবালক ভাইবোনকে মারধর প্রতিবেশীর ৷ মুর্শিদাবাদের পাতেন্দার ঘটনায় তদন্ত শুরু করেছে বড়ঞা থানার পুলিশ৷

WB-MSD-01-ATTACKED HANDICAP-WB10008
জমি বিবাদের জের, আক্রান্ত বিশেষভাবে সক্ষম নাবালক ভাইবোন
author img

By

Published : Feb 21, 2021, 4:10 PM IST

মুর্শিদাবাদ, 21 ফেব্রুয়ারি: জমি জায়গা সংক্রান্ত বিবাদের জেরে বিশেষভাবে সক্ষম নাবালক ভাইবোনকে মারধরের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার পাতেন্দা গ্রামে। পুলিশ আক্রান্তদের প্রথমে বড়ঞা প্রাথমিক হাসপাতালে ভর্তি করে ৷ পরে অবস্থার অবনতি হলে তাঁদের কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

স্থানীয় সূত্রে খবর, 15 বছর আগে এলাকারই বাসিন্দা আফরোজা বেগম প্রতিবেশীর কাছে একটি জায়গা কিনেছিলেন ৷ কিন্তু তার কোনও নথি তৈরি করা হয়নি ৷ অভিযোগ, এই সুযোগেই ওই প্রতিবেশী বিক্রি করে দেওয়া জমি ফের দখলের চেষ্টা করেন ৷ প্রতিবাদ করায় মার খেতে হয় আফরোজার 17 বছরের মেয়ে পায়েল খাতুন এবং 14 বছরের ছেলে ইয়ারুল শেখকে ৷ তারা দুই ভাইবোনই দৃষ্টিশক্তিহীন ৷

আরও পড়ুন: শান্তিপুরে জমি বিবাদের জেরে আক্রান্ত একই পরিবারের 5 জন

অফরোজা বেগমের অভিযোগ, এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্যকে জানিয়েও কোনও সহযোগিতা মেলেনি ৷ তবে বড়ঞা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

মুর্শিদাবাদ, 21 ফেব্রুয়ারি: জমি জায়গা সংক্রান্ত বিবাদের জেরে বিশেষভাবে সক্ষম নাবালক ভাইবোনকে মারধরের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার পাতেন্দা গ্রামে। পুলিশ আক্রান্তদের প্রথমে বড়ঞা প্রাথমিক হাসপাতালে ভর্তি করে ৷ পরে অবস্থার অবনতি হলে তাঁদের কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

স্থানীয় সূত্রে খবর, 15 বছর আগে এলাকারই বাসিন্দা আফরোজা বেগম প্রতিবেশীর কাছে একটি জায়গা কিনেছিলেন ৷ কিন্তু তার কোনও নথি তৈরি করা হয়নি ৷ অভিযোগ, এই সুযোগেই ওই প্রতিবেশী বিক্রি করে দেওয়া জমি ফের দখলের চেষ্টা করেন ৷ প্রতিবাদ করায় মার খেতে হয় আফরোজার 17 বছরের মেয়ে পায়েল খাতুন এবং 14 বছরের ছেলে ইয়ারুল শেখকে ৷ তারা দুই ভাইবোনই দৃষ্টিশক্তিহীন ৷

আরও পড়ুন: শান্তিপুরে জমি বিবাদের জেরে আক্রান্ত একই পরিবারের 5 জন

অফরোজা বেগমের অভিযোগ, এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্যকে জানিয়েও কোনও সহযোগিতা মেলেনি ৷ তবে বড়ঞা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.