ETV Bharat / state

ডোমকলে তাজা বোমা উদ্ধার - মুর্শিদাবাদ

আজ ডোমকল থানার পুলিশ এলাকায় তল্লাশি অভিযান চালায় ৷ সেই তল্লাশিতেই ওই বাঁশ বাগান থেকে দু’টি জার ভরতি সকেট বোমা উদ্ধার হয় ৷

soket bomb recover from domkol in murshidabad
ডোমকলে তাজা বোমা উদ্ধারে চাঞ্চল্য
author img

By

Published : Feb 2, 2021, 3:30 PM IST

মুর্শিদাবাদ, 2 ফেব্রুয়ারি : ডোমকলে হাই মাদ্রাসা স্কুল সংলগ্ন বাঁশ বাগান থেকে দু’টি জার ভরতি তাজা বোমা উদ্ধার হল ৷ ড্রাম দু’টিতে অন্তত 40টি তাজা বোমা রয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের ৷ মুর্শিদাবাদের ডোমকল থানার 9 নম্বর গড়াইমারি পঞ্চায়েতের শাহাদিয়ারের ঘটনা ৷ উদ্ধার হয়েছে বোমা তৈরির সরঞ্জামও ৷

আজ ডোমকল থানার পুলিশ এলাকায় তল্লাশি অভিযান চালায় ৷ সেই তল্লাশিতেই ওই বাঁশ বাগান থেকে দু’টি জার ভরতি সকেট বোমা উদ্ধার হয় ৷ সেই সঙ্গে বোমা তৈরির সরঞ্জামও উদ্ধার হয়েছে ৷ পুলিশের অনুমান, গতরাতেই ওই বোমাগুলি তৈরি করে মজুত করেছিল দুষ্কৃতীরা ৷

আরও পড়ুন : বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে জখম শিশু

বোমাগুলি উদ্ধার করে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷ সেগুলিকে নিষ্ক্রিয় করতে বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে ৷

মুর্শিদাবাদ, 2 ফেব্রুয়ারি : ডোমকলে হাই মাদ্রাসা স্কুল সংলগ্ন বাঁশ বাগান থেকে দু’টি জার ভরতি তাজা বোমা উদ্ধার হল ৷ ড্রাম দু’টিতে অন্তত 40টি তাজা বোমা রয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের ৷ মুর্শিদাবাদের ডোমকল থানার 9 নম্বর গড়াইমারি পঞ্চায়েতের শাহাদিয়ারের ঘটনা ৷ উদ্ধার হয়েছে বোমা তৈরির সরঞ্জামও ৷

আজ ডোমকল থানার পুলিশ এলাকায় তল্লাশি অভিযান চালায় ৷ সেই তল্লাশিতেই ওই বাঁশ বাগান থেকে দু’টি জার ভরতি সকেট বোমা উদ্ধার হয় ৷ সেই সঙ্গে বোমা তৈরির সরঞ্জামও উদ্ধার হয়েছে ৷ পুলিশের অনুমান, গতরাতেই ওই বোমাগুলি তৈরি করে মজুত করেছিল দুষ্কৃতীরা ৷

আরও পড়ুন : বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে জখম শিশু

বোমাগুলি উদ্ধার করে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷ সেগুলিকে নিষ্ক্রিয় করতে বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.