ETV Bharat / state

Silver Coins Recovered in Murshisdabad : মাটি খুঁড়তে গিয়ে মিলল প্রাচীন রৌপ্যমুদ্রা, কলসি ভর্তি মুদ্রা নিয়ে পালালেন শ্রমিকরা

author img

By

Published : Jun 7, 2022, 4:08 PM IST

Updated : Jun 7, 2022, 8:54 PM IST

পরিশ্রুত পাইপ লাইনের কাজে মাটি খুঁড়তে গিয়ে সন্ধান মিলল প্রচুর প্রাচীন রৌপ্যমুদ্রার (silver coins recover while digging soil in Murshidabad Jiaganj)। তবে মাটির তলা থেকে কতগুলি মুদ্রা উদ্ধার হয়েছে এখনও জানা যায়নি। সোমবার রাত পর্যন্ত মাটি কাটার কাজে নিযুক্ত শ্রমিকদের কাছ থেকে 22টি মুদ্রা বাজেয়াপ্ত করেছে পুলিশ। বর্তমানে পুলিশি তদন্ত জারি রয়েছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পৌরসভার আমুইপাড়ায়।

Silver Coins Recover
মুর্শিদাবাদে মাটি খুঁড়তে গিয়ে উদ্ধার প্রচুর প্রাচীন রৌপ্যমুদ্রা

জিয়াগঞ্জ, 7 জুন : মুর্শিদাবাদের মাটি খুঁড়লেই ইতিহাসের হদিশ মিলবে। এমন এক লোককথা আবারও একবার প্রমাণিত হল। মাটির তলা থেকে সন্ধান পাওয়া গেল প্রাচীন রূপোর মুদ্রার (silver coins recover while digging soil in Murshidabad Jiaganj)। পৌরসভার উদ্যোগে পরিশ্রুত পানীয় জল প্রকল্পের মাটি খোঁড়ার কাজ চলছিল আমুইপাড়া কালিবাড়ি এলাকায়।

সেখান থেকেই পাওয়া যায় দ্বিতীয় শাহ আলমের আমলের মুদ্রা। মাটির তলা থেকে মুদ্রা মিলতেই তড়িতড়ি সেগুলি হাতিয়ে কাজ ছেড়ে পালায় শ্রমিকরা। বোঝা যায়নি কতগুলি মুদ্রা তাঁরা পেয়েছেন। অন্যদিকে, মুদ্রা উদ্ধারের ঘটনা বিদ্যুতের বেগে ছড়িয়ে পড়ে ওই এলাকায়। কিন্তু প্রতিবেশী জড়ো হয়েও কেউ কোনও মুদ্রার হদিশ পাননি। মাটি ঘেঁটে সবাই হতাশ হয়ে ফিরে যায়। পাশাপাশি ঠিকাদার সংস্থার নিযুক্ত শ্রমিকদেরও কোনও হদিশ মেলে না।

মুর্শিদাবাদ জেলা সংগ্রহশালার কিউরেটের মৌসুমি বন্দ্যোপাধ্যায় বলেন, "মুদ্রাগুলি দ্বিতীয় শাহ আলমের আমলের। আনুমানিক 1712 থেকে 1720 সালের মধ্যে মুর্শিদাবাদের মিন্ট থেকে তৈরি।" মৌসুমীদেবীর বক্তব্য, মুদ্রাগুলির প্রত্নতাত্ত্বিক গুরুত্ব অনেক। কিন্তু যাঁরা পেয়েছেন তাঁদের কাছে ধাতব মূল্য ছাড়া আর কোনও গুরুত্ব নেই। এর আগেও সাগরদিঘির এক ঢিপি থেকে কয়েকশো প্রাচীন মুদ্রা মিলেছিল।

সন্ধান মেলা কলসি ভর্তি প্রাচীন রৌপ্যমুদ্রা নিয়ে পালালেন শ্রমিকরা

আরও পড়ুন : মুড়ির ঠোঙার মতো দেখতে, চাঁচলে অদ্ভুতদর্শন বোমা উদ্ধার

মুর্শিদাবাদের সাগরদিঘিতেই ভারতবর্ষের প্রথম মুদ্রা তৈরি হত বলে ইতিহাসে উল্লেখিত। নবাব আমলে মুর্শিদাবাদই ছিল স্বর্ণ, রৌপ্য মুদ্রার মিন্ট। তদন্তে নেমে জিয়াগঞ্জ থানার পুলিশ সোমবার রাত পর্যন্ত 22টি মুদ্রা উদ্ধার করতে পেরেছে। স্থানীয়দের দাবি, পিতলের কলসি ভরতি মুদ্রা নিয়ে পালান শ্রমিকরা। কলসিতে শতাধিক মুদ্রা ছিল বলে অনুমান স্থানীয়দের। সেই মুদ্রা উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

জিয়াগঞ্জ, 7 জুন : মুর্শিদাবাদের মাটি খুঁড়লেই ইতিহাসের হদিশ মিলবে। এমন এক লোককথা আবারও একবার প্রমাণিত হল। মাটির তলা থেকে সন্ধান পাওয়া গেল প্রাচীন রূপোর মুদ্রার (silver coins recover while digging soil in Murshidabad Jiaganj)। পৌরসভার উদ্যোগে পরিশ্রুত পানীয় জল প্রকল্পের মাটি খোঁড়ার কাজ চলছিল আমুইপাড়া কালিবাড়ি এলাকায়।

সেখান থেকেই পাওয়া যায় দ্বিতীয় শাহ আলমের আমলের মুদ্রা। মাটির তলা থেকে মুদ্রা মিলতেই তড়িতড়ি সেগুলি হাতিয়ে কাজ ছেড়ে পালায় শ্রমিকরা। বোঝা যায়নি কতগুলি মুদ্রা তাঁরা পেয়েছেন। অন্যদিকে, মুদ্রা উদ্ধারের ঘটনা বিদ্যুতের বেগে ছড়িয়ে পড়ে ওই এলাকায়। কিন্তু প্রতিবেশী জড়ো হয়েও কেউ কোনও মুদ্রার হদিশ পাননি। মাটি ঘেঁটে সবাই হতাশ হয়ে ফিরে যায়। পাশাপাশি ঠিকাদার সংস্থার নিযুক্ত শ্রমিকদেরও কোনও হদিশ মেলে না।

মুর্শিদাবাদ জেলা সংগ্রহশালার কিউরেটের মৌসুমি বন্দ্যোপাধ্যায় বলেন, "মুদ্রাগুলি দ্বিতীয় শাহ আলমের আমলের। আনুমানিক 1712 থেকে 1720 সালের মধ্যে মুর্শিদাবাদের মিন্ট থেকে তৈরি।" মৌসুমীদেবীর বক্তব্য, মুদ্রাগুলির প্রত্নতাত্ত্বিক গুরুত্ব অনেক। কিন্তু যাঁরা পেয়েছেন তাঁদের কাছে ধাতব মূল্য ছাড়া আর কোনও গুরুত্ব নেই। এর আগেও সাগরদিঘির এক ঢিপি থেকে কয়েকশো প্রাচীন মুদ্রা মিলেছিল।

সন্ধান মেলা কলসি ভর্তি প্রাচীন রৌপ্যমুদ্রা নিয়ে পালালেন শ্রমিকরা

আরও পড়ুন : মুড়ির ঠোঙার মতো দেখতে, চাঁচলে অদ্ভুতদর্শন বোমা উদ্ধার

মুর্শিদাবাদের সাগরদিঘিতেই ভারতবর্ষের প্রথম মুদ্রা তৈরি হত বলে ইতিহাসে উল্লেখিত। নবাব আমলে মুর্শিদাবাদই ছিল স্বর্ণ, রৌপ্য মুদ্রার মিন্ট। তদন্তে নেমে জিয়াগঞ্জ থানার পুলিশ সোমবার রাত পর্যন্ত 22টি মুদ্রা উদ্ধার করতে পেরেছে। স্থানীয়দের দাবি, পিতলের কলসি ভরতি মুদ্রা নিয়ে পালান শ্রমিকরা। কলসিতে শতাধিক মুদ্রা ছিল বলে অনুমান স্থানীয়দের। সেই মুদ্রা উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Last Updated : Jun 7, 2022, 8:54 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.