ETV Bharat / state

ইসলামপুরে সোলার লাইট বসানোকে কেন্দ্র করে চলল গুলি , জখম 3 - Islampur shootout

সম্প্রতি , টেঁকারাইপুর নতুন পাড়ার তেমাথা মোড়ে পঞ্চায়েতের মাধ্যমে সোলার লাইট বসানো হয় । মোটরবাইক গ্যারেজের মালিক ওই লাইটটির মুখ নিজের দোকানের দিকে ঘুরিয়ে নেয় বলে অভিযোগ । এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয় । চলে গুলিও । ওই দোকানের মালিক গুলি চালিয়েছে বলে অভিযোগ ।

Shootout at Islampur
ছবিটির প্রতীকী
author img

By

Published : Dec 12, 2020, 11:32 AM IST

ইসলামপুর , 12 ডিসেম্বর : সোলার লাইট বসানোকে কেন্দ্র করে গুলি চলল ইসলামপুরে । ঘটনায় জখম হয়েছে তিনজন । জখম তিনজনের নাম মিজান শেখ, পিয়ারুল শেখ ও রাকিবুল ইসলাম । ইসলামপুর থানার টেঁকারাইপুরের ঘটনা । জখম তিনজনকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে । দু'জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক । ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায় । গতকাল রাতেই ওই এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট ।

সম্প্রতি , টেঁকারাইপুর নতুন পাড়ার তেমাথা মোড়ে পঞ্চায়েতের মাধ্যমে সোলার লাইট বসানো হয় । অভিযোগ , শুক্রবার সন্ধে নাগাদ ওই লাইটের মুখ নিজের দোকানের দিকে ঘুরিয়ে নেয় মোটর বাইকের গ্যারেজ মালিক মাসিদুল ইসলাম । আলোর অভিমুখ ঘুরিয়ে নেওয়ায় অন্ধকার হয়ে যায় জনবহুল মোড়টি । এরপরেই লাইট সরানোর প্রতিবাদ করে গ্রামের বাসিন্দারা । তা নিয়ে রাত্রি পর্যন্ত দু'পক্ষের মধ্যে বচসা চলতে থাকে ।

আরও পড়ুন , বেলঘরিয়ায় যুবককে গুলি, কারণ ঘিরে ধোঁয়াশা


পরে পুলিশ এসে লাইটটিকে আগের অবস্থানে বসানোর নির্দেশ দেয় । কিন্তু পুলিশ চলে যাওয়ার পরই এলোপাথাড়ি গুলি চালানো হয় বলে অভিযোগ । ঘটনায় জখম তিনজনকে প্রথমে ইসলামপুর হাসপাতালে ও পরে তাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় । গুলি চালানোর অভিযোগ উঠেছে মাসিদূল ইসলাম , তার বাবা সফিকুল ইসলাম ও দাদা হাসান আলির বিরুদ্ধে । অভিযুক্তরা পলাতক । তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ ।

আরও পড়ুন , ভরদুপুরে শুটআউট ইছাপুরে, জখম দুই

ইসলামপুর , 12 ডিসেম্বর : সোলার লাইট বসানোকে কেন্দ্র করে গুলি চলল ইসলামপুরে । ঘটনায় জখম হয়েছে তিনজন । জখম তিনজনের নাম মিজান শেখ, পিয়ারুল শেখ ও রাকিবুল ইসলাম । ইসলামপুর থানার টেঁকারাইপুরের ঘটনা । জখম তিনজনকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে । দু'জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক । ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায় । গতকাল রাতেই ওই এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট ।

সম্প্রতি , টেঁকারাইপুর নতুন পাড়ার তেমাথা মোড়ে পঞ্চায়েতের মাধ্যমে সোলার লাইট বসানো হয় । অভিযোগ , শুক্রবার সন্ধে নাগাদ ওই লাইটের মুখ নিজের দোকানের দিকে ঘুরিয়ে নেয় মোটর বাইকের গ্যারেজ মালিক মাসিদুল ইসলাম । আলোর অভিমুখ ঘুরিয়ে নেওয়ায় অন্ধকার হয়ে যায় জনবহুল মোড়টি । এরপরেই লাইট সরানোর প্রতিবাদ করে গ্রামের বাসিন্দারা । তা নিয়ে রাত্রি পর্যন্ত দু'পক্ষের মধ্যে বচসা চলতে থাকে ।

আরও পড়ুন , বেলঘরিয়ায় যুবককে গুলি, কারণ ঘিরে ধোঁয়াশা


পরে পুলিশ এসে লাইটটিকে আগের অবস্থানে বসানোর নির্দেশ দেয় । কিন্তু পুলিশ চলে যাওয়ার পরই এলোপাথাড়ি গুলি চালানো হয় বলে অভিযোগ । ঘটনায় জখম তিনজনকে প্রথমে ইসলামপুর হাসপাতালে ও পরে তাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় । গুলি চালানোর অভিযোগ উঠেছে মাসিদূল ইসলাম , তার বাবা সফিকুল ইসলাম ও দাদা হাসান আলির বিরুদ্ধে । অভিযুক্তরা পলাতক । তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ ।

আরও পড়ুন , ভরদুপুরে শুটআউট ইছাপুরে, জখম দুই

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.