ETV Bharat / state

Co-operative Election: কৃষি সমবায় নির্বাচনে চলল গুলি, উত্তপ্ত মুর্শিদাবাদের নওদা - সমবায় নির্বাচনে গুলি চালানোর অভিযোগ

বৃহস্পতিবার ছিল বহরমপুরের নওদা ব্লকের চাঁদপুর সমবায় নির্বাচন (Cooperative Election) ৷ আর এই সমবায় নির্বাচনকে কেন্দ্র করে চলল গুলি-বোমা (Shootout and Bombing Over Cooperative Election) ৷ এই গুলি চলার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। অভিযোগ উঠেছে বিরোধীদের ভোট দানে বাধা দেওয়া হচ্ছে ৷ এ নিয়ে সকাল থেকে দফায় দফায় বিরোধীদের সঙ্গে ঝামেলা শুরু হয়। দুই পক্ষের সংঘর্ষের ছবি সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হয়েছেন সংবাদ মাধ্যমের দুই প্রতিনিধিও।

Cooperative Election
নির্বাচন এলাকায় পুলিশ বাহিনী
author img

By

Published : Dec 29, 2022, 4:29 PM IST

বহরমপুরের নওদা ব্লকের চাঁদপুর সমবায় নির্বাচনে চলল গুলি-বোমা

বহরমপুর, 29 ডিসেম্বর: এবার সমবায় নির্বাচনেও গুলি চালানোর অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে (Shootout and Bombing Over Cooperative Election) । পঞ্চায়েত নির্বাচনের মহড়া বলেই মনে করছেন অনেকে। নওদা ব্লকের চাঁদপুর সমবায় নির্বাচনকে (Cooperative Election) কেন্দ্র করে সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। বিরোধীদের ভোট দানে বাধা দেওয়া হয় বলে অভিযোগ।

মূলত বুথ দখলকে কেন্দ্র করেই এই ঝামেলা ৷ সকাল থেকেই ভোটগ্রহণ শুরু হতেই বিরোধী এজেন্টদের ভোটগ্রহণ কেন্দ্র থেকে জোর করে বের করে দেওয়া হয় ৷ এ থেকেই সূত্রপাত ৷ বিরোধীদের বাঁশ লাঠি নিয়ে মারার জন্য তাড়া করারও অভিযোগ ওঠে শাসকদলের (TMC) বিরুদ্ধে ৷ সকাল থেকে দফায় দফায় বিরোধীদের সঙ্গে ঝামেলা শুরু হয়। দুই পক্ষের সংঘর্ষের ছবি সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হয়েছেন সংবাদ মাধ্যমের দুই প্রতিনিধিও। স্থানীয় ব্লক তৃণমূল সভাপতির নেতৃত্বেই সাংবাদিকদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। নওদা থানায় আক্রান্ত সাংবাদ মাধ্যমেই দুই প্রতিনিধি লিখিত অভিযোগও দায়ের করেছেন।

আরও পড়ুন: সমবায় নির্বাচনে রণক্ষেত্র নন্দীগ্রামের ডেকুটিয়া, আহত বহু

অন্যদিকে দিন যত গড়ায় উত্তেজনার পারদ ততই চড়তে শুরু করে। একসময় উত্তেজনা চরম সীমায় পৌঁছয়। গুলি চালানোর অভিযোগ উঠেছে শাসক দল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও গুলি চলার কথা অস্বীকার করেছে পুলিশ। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি তথা কংগ্রেস নেতা মোশারফ হোসেন মণ্ডল বলেন, "পুলিশকে সামনে রেখে বুথ দখল করেই ভোট করছিল তৃণমূল। বিরোধীরা প্রতিরোধ করতে গিয়েই সংঘর্ষ বাঁধে। এই নওদা এলাকা তৃণমূলের হলেও অর্থাৎ এলাকার সাংসদ যিনি তিনি শাসক দলের তা এখন শক্তি হারাচ্ছে ৷ পঞ্চায়েত ভোটের আগে এলাকা দখল করার জন্য সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে ৷" তৃণমূল সাংসদ তথা জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান আবু তাহের খান বলেন, "বিরোধীরা পরাজয়ের আশঙ্কায় ভোট বাঞ্চালের চেষ্টা করছে। সাধারণ মানুষের প্রশ্ন উঠতে শুরু করেছে, কৃষি সমবায় নির্বাচনে এই হলে পঞ্চায়েত নির্বাচনে কী হবে ?"

আরও পড়ুন: পূর্ব মেদিনীপুরে দুই সমবায় সমিতির নির্বাচনে শাসক-বিরোধীর ফল 1-1

বহরমপুরের নওদা ব্লকের চাঁদপুর সমবায় নির্বাচনে চলল গুলি-বোমা

বহরমপুর, 29 ডিসেম্বর: এবার সমবায় নির্বাচনেও গুলি চালানোর অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে (Shootout and Bombing Over Cooperative Election) । পঞ্চায়েত নির্বাচনের মহড়া বলেই মনে করছেন অনেকে। নওদা ব্লকের চাঁদপুর সমবায় নির্বাচনকে (Cooperative Election) কেন্দ্র করে সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। বিরোধীদের ভোট দানে বাধা দেওয়া হয় বলে অভিযোগ।

মূলত বুথ দখলকে কেন্দ্র করেই এই ঝামেলা ৷ সকাল থেকেই ভোটগ্রহণ শুরু হতেই বিরোধী এজেন্টদের ভোটগ্রহণ কেন্দ্র থেকে জোর করে বের করে দেওয়া হয় ৷ এ থেকেই সূত্রপাত ৷ বিরোধীদের বাঁশ লাঠি নিয়ে মারার জন্য তাড়া করারও অভিযোগ ওঠে শাসকদলের (TMC) বিরুদ্ধে ৷ সকাল থেকে দফায় দফায় বিরোধীদের সঙ্গে ঝামেলা শুরু হয়। দুই পক্ষের সংঘর্ষের ছবি সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হয়েছেন সংবাদ মাধ্যমের দুই প্রতিনিধিও। স্থানীয় ব্লক তৃণমূল সভাপতির নেতৃত্বেই সাংবাদিকদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। নওদা থানায় আক্রান্ত সাংবাদ মাধ্যমেই দুই প্রতিনিধি লিখিত অভিযোগও দায়ের করেছেন।

আরও পড়ুন: সমবায় নির্বাচনে রণক্ষেত্র নন্দীগ্রামের ডেকুটিয়া, আহত বহু

অন্যদিকে দিন যত গড়ায় উত্তেজনার পারদ ততই চড়তে শুরু করে। একসময় উত্তেজনা চরম সীমায় পৌঁছয়। গুলি চালানোর অভিযোগ উঠেছে শাসক দল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও গুলি চলার কথা অস্বীকার করেছে পুলিশ। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি তথা কংগ্রেস নেতা মোশারফ হোসেন মণ্ডল বলেন, "পুলিশকে সামনে রেখে বুথ দখল করেই ভোট করছিল তৃণমূল। বিরোধীরা প্রতিরোধ করতে গিয়েই সংঘর্ষ বাঁধে। এই নওদা এলাকা তৃণমূলের হলেও অর্থাৎ এলাকার সাংসদ যিনি তিনি শাসক দলের তা এখন শক্তি হারাচ্ছে ৷ পঞ্চায়েত ভোটের আগে এলাকা দখল করার জন্য সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে ৷" তৃণমূল সাংসদ তথা জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান আবু তাহের খান বলেন, "বিরোধীরা পরাজয়ের আশঙ্কায় ভোট বাঞ্চালের চেষ্টা করছে। সাধারণ মানুষের প্রশ্ন উঠতে শুরু করেছে, কৃষি সমবায় নির্বাচনে এই হলে পঞ্চায়েত নির্বাচনে কী হবে ?"

আরও পড়ুন: পূর্ব মেদিনীপুরে দুই সমবায় সমিতির নির্বাচনে শাসক-বিরোধীর ফল 1-1

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.