ETV Bharat / state

ভাগীরথীতে পড়ল গাড়ি ! মুর্শিদাবাদে নৌকা পারাপারের সময় নদীতে ডুবে মৃত 3 - car drown in Bhagirathi river

Car Drown in River: নৌকায় গাড়ি তুলে নদী পারাপারের সময় দুর্ঘটনা ৷ ভাগীরথীর জলে পড়ে তলিয়ে গেল গাড়ি। মৃত 3 ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 30, 2023, 1:03 PM IST

Updated : Nov 30, 2023, 3:51 PM IST

নৌকা পারাপারের সময় নদীতে ডুবে মৃত 3

মুর্শিদাবাদ, 30 নভেম্বর: নদীতে গাড়ি পড়ে 3 জনের মৃত্যু। নৌকায় করে গাড়ি পারপার করতে গিয়ে দুর্ঘটনা ৷ নৌকায় পারাপারের সময় ভাগীরথীর জলে তলিয়ে যায় গাড়িটি । বৃহস্পতিবার সকাল ন‘টা নাগাদ মুর্শিদাবাদের লালবাগে সদরঘাটে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। গাড়িটিতে চালক-সহ 7 জন যাত্রী ছিলেন । তার মধ্যে 4জনকে উদ্ধার করা গেলও বাকিরা তলিয়ে যান গাড়ি-সহ ৷ পরে নদী থেকে 3 জনের দেহ উদ্ধার করা হয় ।

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় মুর্শিদাবাদ থানার পুলিশ ৷ দুর্ঘটনার পরই উদ্ধার কাজে হাত লাগান নদীতীরে থাকা মাঝিরা ৷ গাড়ির জানালা দিয়ে চারজনকে উদ্ধার করা গেলেও, প্রায় দু’ঘণ্টা পর মৃত অবস্থায় 3জনকে উদ্ধার করেন মাঝিরা ৷ জানা গিয়েছে, গাড়িতে থাকা সকলেই নদী পেরিয়ে কীরিটেশ্বরী যাচ্ছিলেন ৷

প্রত্যক্ষদর্শী রিঙ্কু গড়াই বলেন, "সকাল বেলার ব্যস্ত সময়ে নৌকতে প্রচুর ভিড় থাকে ৷ তার মধ্যেও গাড়িটি তোলা হয়েছিল ৷ যাত্রীদের ভারে নৌকাটির একদিক প্রায় হেলে গিয়েছিল ৷ সেই সময়েই গাড়িটি গড়িয়ে নদীতে পড়ে যায় ৷ খেয়াঘাটে উপস্থিত মাঝিরা কোনওরকমে 4 জনকে জীবিত অবস্থায় উদ্ধার করলেও ৷ তিন জন তলিয়ে যান ৷"

দুর্ঘটনার পরেই খেয়া পারাপার কর্তাদের উপর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষ । তাদের অভিযোগ, যাত্রী নিরাপত্তার তোয়াক্কা না করেই খেয়া পারাপার হয় সদরঘাটে ৷ এটাই প্রথম নয় এর আগেও এই নদীতে গাড়ি পড়ে গিয়েছিল নৌকা থেকে ৷ যদিও তখন কেউ হতাহত হয়নি ৷ তবে অতীতে গাড়ি তলিয়ে মৃত্যু ঘটনায় দু’জনের মত্যু হয়েছে ৷ প্রাশসনের পক্ষ থেকে এই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি ৷

আরও পড়ুন:

  1. মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত দুই ভাই
  2. ভাইকে বাঁচাতে গিয়ে জলে ডুবে মৃত্যু দিদির
  3. বিহারের সোন নদীতে জলে ডুবে মৃত্যু চার শিশুর

নৌকা পারাপারের সময় নদীতে ডুবে মৃত 3

মুর্শিদাবাদ, 30 নভেম্বর: নদীতে গাড়ি পড়ে 3 জনের মৃত্যু। নৌকায় করে গাড়ি পারপার করতে গিয়ে দুর্ঘটনা ৷ নৌকায় পারাপারের সময় ভাগীরথীর জলে তলিয়ে যায় গাড়িটি । বৃহস্পতিবার সকাল ন‘টা নাগাদ মুর্শিদাবাদের লালবাগে সদরঘাটে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। গাড়িটিতে চালক-সহ 7 জন যাত্রী ছিলেন । তার মধ্যে 4জনকে উদ্ধার করা গেলও বাকিরা তলিয়ে যান গাড়ি-সহ ৷ পরে নদী থেকে 3 জনের দেহ উদ্ধার করা হয় ।

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় মুর্শিদাবাদ থানার পুলিশ ৷ দুর্ঘটনার পরই উদ্ধার কাজে হাত লাগান নদীতীরে থাকা মাঝিরা ৷ গাড়ির জানালা দিয়ে চারজনকে উদ্ধার করা গেলেও, প্রায় দু’ঘণ্টা পর মৃত অবস্থায় 3জনকে উদ্ধার করেন মাঝিরা ৷ জানা গিয়েছে, গাড়িতে থাকা সকলেই নদী পেরিয়ে কীরিটেশ্বরী যাচ্ছিলেন ৷

প্রত্যক্ষদর্শী রিঙ্কু গড়াই বলেন, "সকাল বেলার ব্যস্ত সময়ে নৌকতে প্রচুর ভিড় থাকে ৷ তার মধ্যেও গাড়িটি তোলা হয়েছিল ৷ যাত্রীদের ভারে নৌকাটির একদিক প্রায় হেলে গিয়েছিল ৷ সেই সময়েই গাড়িটি গড়িয়ে নদীতে পড়ে যায় ৷ খেয়াঘাটে উপস্থিত মাঝিরা কোনওরকমে 4 জনকে জীবিত অবস্থায় উদ্ধার করলেও ৷ তিন জন তলিয়ে যান ৷"

দুর্ঘটনার পরেই খেয়া পারাপার কর্তাদের উপর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষ । তাদের অভিযোগ, যাত্রী নিরাপত্তার তোয়াক্কা না করেই খেয়া পারাপার হয় সদরঘাটে ৷ এটাই প্রথম নয় এর আগেও এই নদীতে গাড়ি পড়ে গিয়েছিল নৌকা থেকে ৷ যদিও তখন কেউ হতাহত হয়নি ৷ তবে অতীতে গাড়ি তলিয়ে মৃত্যু ঘটনায় দু’জনের মত্যু হয়েছে ৷ প্রাশসনের পক্ষ থেকে এই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি ৷

আরও পড়ুন:

  1. মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত দুই ভাই
  2. ভাইকে বাঁচাতে গিয়ে জলে ডুবে মৃত্যু দিদির
  3. বিহারের সোন নদীতে জলে ডুবে মৃত্যু চার শিশুর
Last Updated : Nov 30, 2023, 3:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.