ETV Bharat / state

মুর্শিদাবাদে কোরোনায় আক্রান্ত আরও 7 - কোরোনা আক্রান্ত

মুর্শিদাবাদে কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে । আজ আরও সাতজনের সোয়াব রিপোর্ট পজ়িটিভ এসেছে । ফলে, কোরোনায় আক্রান্তের সংখ্যা হল 116 জন।

corona cases in murshidabad
মুর্শিদাবাদে কোরোনা আক্রান্ত
author img

By

Published : Jun 6, 2020, 5:33 PM IST

বহরমপুর, 6 জুন : মুর্শিদাবাদ জেলায় কোরোনায় আক্রান্ত আরও সাত। শনিবার তাঁদের কোরোনা রিপোর্ট পজ়িটিভ এসেছে । আক্রান্তদের মাতৃসদন কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে । এঁদের মধ্যে দুজন সুতি ব্লকের । বাকিদের মধ্যে বেলডাঙা-1 ও 2, সামশেরগঞ্জ, নবগ্রাম ও জলঙ্গি ব্লকে একজন করে রয়েছেন। এই নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 116 জন। মৃত্যু হয়েছে দুজনের।

পরিযায়ী শ্রমিকরা জেলায় আসার পর কোরোনা আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে । এনিয়ে প্রশাসনিক মহলে চিন্তার ছাপ স্পষ্ট । পরিযায়ী শ্রমিকরা আসার সময় তাঁদের থার্মাল স্ক্রিনিংয়ের পর ছেড়ে দেওয়া হয় । পরে তঁদের অনেকের কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসছে । সাতজন কোরোনা আক্রান্ত এতদিন বাড়িতেই ছিলেন । ফলে বাড়ির সদস্যদেরও সংক্রমণের সম্ভাবনা থাকছে ।

গত দু'দিন মুর্শিদাবাদে একজন করে কোরোনায় আক্রান্ত হয়েছিলেন। আজ একলাফে আক্রান্ত হয়েছেন সাতজন। এই আক্রান্তদের মধ্যে চারজন কেরালায় কাজ করতেন। সুতি ব্লকের দুই আক্রান্ত মহারাষ্ট্র থেকে সম্প্রতি ফিরেছেন। শনিবার কোরোনায় আক্রান্তদের গ্রামগুলি সিল করে দেওয়া হয়। আক্রান্তদের পরিবারের সদস্যদের লালারস পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে । প্রত্যেক গ্রামে নজরদারিও বাড়ানো হয়েছে।

বহরমপুর, 6 জুন : মুর্শিদাবাদ জেলায় কোরোনায় আক্রান্ত আরও সাত। শনিবার তাঁদের কোরোনা রিপোর্ট পজ়িটিভ এসেছে । আক্রান্তদের মাতৃসদন কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে । এঁদের মধ্যে দুজন সুতি ব্লকের । বাকিদের মধ্যে বেলডাঙা-1 ও 2, সামশেরগঞ্জ, নবগ্রাম ও জলঙ্গি ব্লকে একজন করে রয়েছেন। এই নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 116 জন। মৃত্যু হয়েছে দুজনের।

পরিযায়ী শ্রমিকরা জেলায় আসার পর কোরোনা আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে । এনিয়ে প্রশাসনিক মহলে চিন্তার ছাপ স্পষ্ট । পরিযায়ী শ্রমিকরা আসার সময় তাঁদের থার্মাল স্ক্রিনিংয়ের পর ছেড়ে দেওয়া হয় । পরে তঁদের অনেকের কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসছে । সাতজন কোরোনা আক্রান্ত এতদিন বাড়িতেই ছিলেন । ফলে বাড়ির সদস্যদেরও সংক্রমণের সম্ভাবনা থাকছে ।

গত দু'দিন মুর্শিদাবাদে একজন করে কোরোনায় আক্রান্ত হয়েছিলেন। আজ একলাফে আক্রান্ত হয়েছেন সাতজন। এই আক্রান্তদের মধ্যে চারজন কেরালায় কাজ করতেন। সুতি ব্লকের দুই আক্রান্ত মহারাষ্ট্র থেকে সম্প্রতি ফিরেছেন। শনিবার কোরোনায় আক্রান্তদের গ্রামগুলি সিল করে দেওয়া হয়। আক্রান্তদের পরিবারের সদস্যদের লালারস পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে । প্রত্যেক গ্রামে নজরদারিও বাড়ানো হয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.