ETV Bharat / state

জৈব পদ্ধতিতে চাষ করে দিশা দেখাচ্ছেন মৌসুমি

সংসারের হাল ফেরাতে শুরু করেছিলেন কৃষিকাজ ৷ এরপর জৈব পদ্ধতিতে চাষ করে কৃষিকাজে আইকন হয়ে উঠেছেন দৌলতাবাদের মৌসুমি

ছবি
ছবি
author img

By

Published : Mar 8, 2020, 4:52 PM IST

Updated : Mar 9, 2020, 2:36 AM IST

দৌলতাবাদ , 8 মার্চ : চাকরির অপেক্ষা করেননি তিনি ৷ সংসারের হাল ফেরাতে, করেছেন জৈব পদ্ধতিতে কৃষিকাজ ৷ যে কারণে পেয়েছেন রাজ্য ও কেন্দ্রীয় সরকারের তরফে একাধিক পুরস্কার ।

দৌলতাবাদের ছয় ঘড়ি গ্রামের মৌসুমি বিশ্বাস ৷ সদ্য স্নাতকোত্তর পাশ করে বাড়ি ফিরেছেন । দুর্ঘটনায় বড় দাদার মৃত্যুর পর সংসারের ভার পড়েছিল মৌসুমির কাঁধে । চাকরির জন্য অপেক্ষা না করে সংসারের হাল কাঁধে তুলে নিয়ে ঝাঁপিয়ে পড়েন কৃষিকাজে ।

সেসময় অনেকেই তাঁর এই পদক্ষেপকে বিদ্রুপ করেছিলেন। কিন্তু, পিছিয়ে আসেননি মৌসুমি । মানসিক জোর আর অদম্য ইচ্ছেশক্তিকে কাজে লাগিয়ে একের পর এক তাক লাগিয়ে দিতে থাকলেন সকলকে । প্রথমদিকে রাসায়নিক এবং কীটনাশকের ব্যবহার করলেও, এখন মৌসুমি পরিবেশবান্ধব জৈব প্রক্রিয়ায় চাষাবাদ করছেন । কলার বাগান, পানের বরজ এখন তাঁর স্বপ্নের স্বর্গ । মেহনত করে ফলাচ্ছেন ফসল । হাল ফিরিয়েছেন সংসারের ।

জৈব পদ্ধতিতে চাষ করে দিশা দেখাচ্ছেন মৌসুমি

ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার মৌসুমিকে একাধিক সম্মানে ভূষিত করেছে । পেয়েছেন "কৃষকরত্ন", "মাটির সম্মান", "কৃষি রত্ন", "কৃষির রবি" একাধিক পুরস্কার । সম্প্রতি গুজরাতের আহমেদাবাদে কৃষি প্রদর্শনী সম্মেলনে ডাক পেয়েছেন তিনি ৷ রাজ্যের মানুষের কাছে তিনি এখন আইকন ৷ আধুনিক পদ্ধতিতে কৃষিকাজ করে দিশা দেখাচ্ছেন অনেককে । মহিলাদের পাশাপাশি পুরুষরাও তাঁর কাছে কৃষি প্রশিক্ষণ নেন।

আগামী দিনে মৌসুমি তাঁর অভিজ্ঞতার ভাণ্ডার ছড়িয়ে দিতে চান দেশ-বিদেশে ।

দৌলতাবাদ , 8 মার্চ : চাকরির অপেক্ষা করেননি তিনি ৷ সংসারের হাল ফেরাতে, করেছেন জৈব পদ্ধতিতে কৃষিকাজ ৷ যে কারণে পেয়েছেন রাজ্য ও কেন্দ্রীয় সরকারের তরফে একাধিক পুরস্কার ।

দৌলতাবাদের ছয় ঘড়ি গ্রামের মৌসুমি বিশ্বাস ৷ সদ্য স্নাতকোত্তর পাশ করে বাড়ি ফিরেছেন । দুর্ঘটনায় বড় দাদার মৃত্যুর পর সংসারের ভার পড়েছিল মৌসুমির কাঁধে । চাকরির জন্য অপেক্ষা না করে সংসারের হাল কাঁধে তুলে নিয়ে ঝাঁপিয়ে পড়েন কৃষিকাজে ।

সেসময় অনেকেই তাঁর এই পদক্ষেপকে বিদ্রুপ করেছিলেন। কিন্তু, পিছিয়ে আসেননি মৌসুমি । মানসিক জোর আর অদম্য ইচ্ছেশক্তিকে কাজে লাগিয়ে একের পর এক তাক লাগিয়ে দিতে থাকলেন সকলকে । প্রথমদিকে রাসায়নিক এবং কীটনাশকের ব্যবহার করলেও, এখন মৌসুমি পরিবেশবান্ধব জৈব প্রক্রিয়ায় চাষাবাদ করছেন । কলার বাগান, পানের বরজ এখন তাঁর স্বপ্নের স্বর্গ । মেহনত করে ফলাচ্ছেন ফসল । হাল ফিরিয়েছেন সংসারের ।

জৈব পদ্ধতিতে চাষ করে দিশা দেখাচ্ছেন মৌসুমি

ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার মৌসুমিকে একাধিক সম্মানে ভূষিত করেছে । পেয়েছেন "কৃষকরত্ন", "মাটির সম্মান", "কৃষি রত্ন", "কৃষির রবি" একাধিক পুরস্কার । সম্প্রতি গুজরাতের আহমেদাবাদে কৃষি প্রদর্শনী সম্মেলনে ডাক পেয়েছেন তিনি ৷ রাজ্যের মানুষের কাছে তিনি এখন আইকন ৷ আধুনিক পদ্ধতিতে কৃষিকাজ করে দিশা দেখাচ্ছেন অনেককে । মহিলাদের পাশাপাশি পুরুষরাও তাঁর কাছে কৃষি প্রশিক্ষণ নেন।

আগামী দিনে মৌসুমি তাঁর অভিজ্ঞতার ভাণ্ডার ছড়িয়ে দিতে চান দেশ-বিদেশে ।

Last Updated : Mar 9, 2020, 2:36 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.