ETV Bharat / state

SSC Corruption Case : এসএসসি নিয়োগ দুর্নীতির জেরে এবার চাকরি খোয়ালেন মুর্শিদাবাদের সিদ্দিক গাজি

এসএসসি দুর্নীতি মামলায় বেআইনি নিয়োগের অভিযোগে চাকরি খোয়ালেন আরও এক শিক্ষক (School Teacher from Murshidabad Lost His Job in SSC Corruption Case) ৷ মন্ত্রী কন্যার পর এ বার মুর্শিদাবাদের সলুয়াডাঙা উচ্চবিদ্যালয়ের অংকের শিক্ষক সিদ্দিক গাজির চাকরি গেল ৷ দু’মাস আগে কলকাতা হাইকোর্টের নির্দেশে তাঁকে নোটিস পাঠিয়েছিল এসএসসি ৷

School Teacher from Murshidabad Lost His Job in SSC Corruption Case
School Teacher from Murshidabad Lost His Job in SSC Corruption Case
author img

By

Published : Jun 7, 2022, 3:55 PM IST

হরিহরপাড়া (মুর্শিদাবাদ), 7 জুন : এসএসসি দুর্নীতি মামলায় শিক্ষা প্রতিমন্ত্রীর মেয়ে অঙ্কিতার পর চাকরি খোয়ালেন মুর্শিদাবাদের সিদ্দিক গাজি (School Teacher from Murshidabad Lost His Job in SSC Corruption Case) ৷ হাইকোর্টের নির্দেশে হরিহরপাড়া থানার সলুয়াডাঙা উচ্চবিদ্যালয়ের অংকের শিক্ষক সিদ্দিক গাজিকে চাকরি থেকে বরখাস্ত করা হল ৷ 2021 এর শুরুতে সলুয়াডাঙা উচ্চবিদ্যালয়ে অংকের শিক্ষক পদে যোগ দিয়েছিলেন তিনি ৷ মাস দু’য়েক আগেই এসএসসি কর্তৃপক্ষের তরফে তাঁকে নোটিস ধরানো হয়েছিল ৷ আর এ দিন হাইকোর্টের নির্দেশে চাকরি থেকে বরখাস্ত হলেন সিদ্দিক গাজি ৷

এসএসসি দুর্নীতি মামলায় বেআইনি নিয়োগ এবং স্বজনপোষণের অভিযোগে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে স্কুল শিক্ষিকার চাকরি থেকে বরখাস্ত হয়েছেন ৷ এমনকি বেতনের সমস্ত টাকা তাঁকে মিটিয়ে দেওয়ারও নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ একইভাবে সিদ্দিক গাজির বিরুদ্ধে নিয়ম বহির্ভূত নিয়োগের অভিযোগে, মামলা দায়ের করেছিলেন অনুপ গুপ্ত নামে এক চাকরিপ্রার্থী ৷ অভিযোগ মেধাতালিকায় 200 নম্বরে ছিলেন অনুপ গুপ্ত ৷ কিন্তু, 275 নম্বরে ছিলেন সিদ্দিক গাজি ৷ তা সত্ত্বেও সিদ্দিক গাজি চাকরির নিয়োগপত্র পেয়েছেন ৷

এর পরেই অনুপ গুপ্ত আদালতে মামলা করেন ৷ সেই মামলার শুনানিতে সব নথি খতিয়ে দেখে বিচারপতি সিদ্দিক গাজিকে বরখাস্তের নোটিস পাঠিয়েছিল ৷ তার পরে এ দিন চাকরি ছাড়তে হল সিদ্দিক গাজিকে ৷ জানা গিয়েছে, 2021 সালের মার্চ মাসে সলুয়াডাঙা উচ্চবিদ্যালিয়ে অংকের শিক্ষক হিসাবে যোগ দেন সিদ্দিক ৷ ওই স্কুলের শিক্ষক মুস্তফা কামাল বলেন, ‘‘যথেষ্ট ছাত্র দরদি শিক্ষক ছিলেন ৷ টিচার্স রুমে সকলে যখন গল্গে ব্যস্ত থাকতেন, তখনও উনি ছাত্রদের খাতার কারেকশনে ব্যস্ত থাকতেন ৷ খুবই মিশুকে এবং শান্ত স্বভাবের ছিলেন সিদ্দিক গাজি ৷’’

এসএসসি নিয়োগ দুর্নীতির জেরে এবার চাকরি খোয়ালেন মুর্শিদাবাদের সিদ্দিক গাজি

আরও পড়ুন : Ankita Adhikarys job terminated: পরেশ-কন্যা অঙ্কিতার স্কুলে প্রবেশে নিষেধাজ্ঞা হাইকোর্টের, ফেরত দিতে হবে বেতন

মুস্তফা কামাল জানান, দু’মাস আগে এসএসসি-র তরফে নোটিস পাঠানো হয়েছিল ৷ কিন্তু, চাকরি যাবে তা তাঁরা জানতেন না ৷ বনগাঁর বাসিন্দা সিদ্দিক গাজির নিয়োগে কোনও প্রভাবশালীর হাত ছিল কি না ? তা জানা যায়নি ৷ তবে বহিষ্কৃত শিক্ষকের সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও তিনি উত্তর দেননি ৷ অপরপ্রান্ত থেকে এক মহিলা কন্ঠ বারবার জানিয়েছেন, উনি বিশ্রাম করছেন ৷ কথা বলতে পারবেন না ৷

হরিহরপাড়া (মুর্শিদাবাদ), 7 জুন : এসএসসি দুর্নীতি মামলায় শিক্ষা প্রতিমন্ত্রীর মেয়ে অঙ্কিতার পর চাকরি খোয়ালেন মুর্শিদাবাদের সিদ্দিক গাজি (School Teacher from Murshidabad Lost His Job in SSC Corruption Case) ৷ হাইকোর্টের নির্দেশে হরিহরপাড়া থানার সলুয়াডাঙা উচ্চবিদ্যালয়ের অংকের শিক্ষক সিদ্দিক গাজিকে চাকরি থেকে বরখাস্ত করা হল ৷ 2021 এর শুরুতে সলুয়াডাঙা উচ্চবিদ্যালয়ে অংকের শিক্ষক পদে যোগ দিয়েছিলেন তিনি ৷ মাস দু’য়েক আগেই এসএসসি কর্তৃপক্ষের তরফে তাঁকে নোটিস ধরানো হয়েছিল ৷ আর এ দিন হাইকোর্টের নির্দেশে চাকরি থেকে বরখাস্ত হলেন সিদ্দিক গাজি ৷

এসএসসি দুর্নীতি মামলায় বেআইনি নিয়োগ এবং স্বজনপোষণের অভিযোগে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে স্কুল শিক্ষিকার চাকরি থেকে বরখাস্ত হয়েছেন ৷ এমনকি বেতনের সমস্ত টাকা তাঁকে মিটিয়ে দেওয়ারও নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ একইভাবে সিদ্দিক গাজির বিরুদ্ধে নিয়ম বহির্ভূত নিয়োগের অভিযোগে, মামলা দায়ের করেছিলেন অনুপ গুপ্ত নামে এক চাকরিপ্রার্থী ৷ অভিযোগ মেধাতালিকায় 200 নম্বরে ছিলেন অনুপ গুপ্ত ৷ কিন্তু, 275 নম্বরে ছিলেন সিদ্দিক গাজি ৷ তা সত্ত্বেও সিদ্দিক গাজি চাকরির নিয়োগপত্র পেয়েছেন ৷

এর পরেই অনুপ গুপ্ত আদালতে মামলা করেন ৷ সেই মামলার শুনানিতে সব নথি খতিয়ে দেখে বিচারপতি সিদ্দিক গাজিকে বরখাস্তের নোটিস পাঠিয়েছিল ৷ তার পরে এ দিন চাকরি ছাড়তে হল সিদ্দিক গাজিকে ৷ জানা গিয়েছে, 2021 সালের মার্চ মাসে সলুয়াডাঙা উচ্চবিদ্যালিয়ে অংকের শিক্ষক হিসাবে যোগ দেন সিদ্দিক ৷ ওই স্কুলের শিক্ষক মুস্তফা কামাল বলেন, ‘‘যথেষ্ট ছাত্র দরদি শিক্ষক ছিলেন ৷ টিচার্স রুমে সকলে যখন গল্গে ব্যস্ত থাকতেন, তখনও উনি ছাত্রদের খাতার কারেকশনে ব্যস্ত থাকতেন ৷ খুবই মিশুকে এবং শান্ত স্বভাবের ছিলেন সিদ্দিক গাজি ৷’’

এসএসসি নিয়োগ দুর্নীতির জেরে এবার চাকরি খোয়ালেন মুর্শিদাবাদের সিদ্দিক গাজি

আরও পড়ুন : Ankita Adhikarys job terminated: পরেশ-কন্যা অঙ্কিতার স্কুলে প্রবেশে নিষেধাজ্ঞা হাইকোর্টের, ফেরত দিতে হবে বেতন

মুস্তফা কামাল জানান, দু’মাস আগে এসএসসি-র তরফে নোটিস পাঠানো হয়েছিল ৷ কিন্তু, চাকরি যাবে তা তাঁরা জানতেন না ৷ বনগাঁর বাসিন্দা সিদ্দিক গাজির নিয়োগে কোনও প্রভাবশালীর হাত ছিল কি না ? তা জানা যায়নি ৷ তবে বহিষ্কৃত শিক্ষকের সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও তিনি উত্তর দেননি ৷ অপরপ্রান্ত থেকে এক মহিলা কন্ঠ বারবার জানিয়েছেন, উনি বিশ্রাম করছেন ৷ কথা বলতে পারবেন না ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.