সাগরদিঘি, 1 মার্চ: গত ডিসেম্বরে তৃণমূল বিধায়ক সুব্রত সাহার মৃত্যুর পর দু'মাসের মধ্যেই উপনির্বাচন সম্পন্ন হয়েছে মুর্শিদাবাদের সাগরদিঘিতে ৷ 27 ফেব্রুয়ারি নির্বাচনের পর আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার সেই উপনির্বাচনের ফলপ্রকাশ (Sagardighi Bye Election result to announce tomorrow) ৷ তবে ফলপ্রকাশের আগে আগাম জয়ের উল্লাস কংগ্রেস শিবিরে ৷ দিনভর ঘুমিয়ে ক্লান্তি দূর করে মঙ্গলবার রাতে কার্যালয়ে দলীর সমর্থকদের নিয়ে খোশমেজাজে কাটান কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস (Biron Biswas)। 78 শতাংশ ভোটদান আর মুসলিম ভোটেই জয়ের অংক কষছে কংগ্রেস।
অন্যদিকে আত্মবিশ্বাসী ঘাসফুল শিবিরও ৷ শাসক শিবির আবার মহিলা ভোটকে হাতিয়ার করে স্বপ্ন দেখছে জয়ের। ঘাসফুল শিবিরের দাবি, লক্ষ্মীর ভান্ডারকে হাতিয়ার করেই নির্বাচনের বৈতরণী পার করবে তারা। যদিও জয়ের অংকে কংগ্রেস-বিজেপির গোপন আঁতাত উদ্বেগ বাড়িয়েছে তৃণমূল শিবিরে। তবে জয়ের আশা ছেড়ে নিজেদের দ্বিতীয়স্থানে রেখেছে গেরুয়া শিবির। রাজনৈতিক দলগুলি ভোট কাটাকুটি-সহ নানা পারমুটেশন-কম্বিনেশন নিয়ে যেভাবেই জয়ের অংক কষুক না কেন, রাজনৈতিক বিশ্লেষকরা অধীরকেই এগিয়ে রাখছেন সাগরদিঘি উপনির্বাচনে। তাদের দাবি, সাগরদিঘি উপনির্বাচনের সৌজন্যে মুর্শিদাবাদে খাতা খুলছে কংগ্রেস।
তবে জয় যারই হোক, জয়ের ব্যবধান 5 হাজার ছাড়াবে না। অবাধ শান্তিপূর্ণ ভোট হয়েছে এবার সাগরদিঘিতে। সাধারণ ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পেরেছেন। সেই কৃতিত্ব যদিও গিয়েছে কেন্দ্রীয় বাহিনীর পকেটে। এই উপনির্বাচনে সরকার বদলের কোন অংক কাজ করেনি। তাই একুশের নির্বাচন অপেক্ষা বেশি ভোটদান শাসক শিবিরকে রীতিমতো ভাবাচ্ছে। বুধবার বহরমপুর সাংবাদিক বৈঠক করে অধীর চৌধুরী বলেন, "মানুষ তৃণমূলের সন্ত্রাস, নৈরাজ্য, হিংসা খুনোখুনির বিরুদ্ধে ভোট দিয়েছে ধর্মনিরপেক্ষ তৃতীয় শক্তিকে। সাগরদিঘি কেন্দ্রে 64 শতাংশ মুসলিম ভোট। আর এবার একমাত্র মুসলিম মুখ কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস।" অধীরবাবুর দাবি, মুসলিমরা তৃণমূলের দিক থেকে মুখ ফেরাতে শুরু করেছে। আবার রাজনৈতিক মহলের একাংশের দাবি, 2021 সালে এই কেন্দ্রে দ্বিতীয়স্থানে ছিলেন বিজেপি প্রার্থী মাফুজা খাতুন। দিলীপ সাহাকে প্রার্থী করে হিন্দু ভোট ভাগাভাগি হওয়ায় বিজেপির সঙ্গে কংগ্রেসের গোপন আঁতাত আরও জোরালো হচ্ছে।
আরও পড়ুন: সাগরদিঘি মডেলেই পঞ্চায়েত নির্বাচন চাইছে কংগ্রেস
একুশের নির্বাচনে বিজেপির সংখ্যালঘু ভোট ব্যাংকও এবার কংগ্রেসের দিকেই ঢলেছে। তবে জয়ের আশা টিকিয়ে রেখে ভোট গণণা না-হওয়া পর্যন্ত কর্মীদের গণনা কেন্দ্র না-ছাড়ার কড়া নির্দেশ দিয়েছে তৃণমূল। তৃণমূলের তরফে দেবাশিস বন্দ্যোপাধ্যায় প্রার্থী হওয়ার পর প্রয়াত সুব্রত সাহার অনুগামীদের সমর্থনের হাওয়া বিপক্ষে বইতে শুরু করে। বিপথু সেই হাওয়াকে আর বাগে আনতে পারেনি তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের তুরুপের তাস এখন মহিলা ভোট। সোমবার এক লক্ষ 85 হাজার 12টি ভোট পড়েছে সাগরদিঘি উপনির্বাচনে ৷ তারমধ্যে মহিলা ভোটের সংখ্যা 99 হাজার 458 ।
তৃণমূল নেতৃত্বের দাবি, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পই আমাদের উতরে দেবে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায় বলেন, "মুখ্যমন্ত্রীর উন্নয়ন দেখেই মানুষ ঘরের বাইরে বেরিয়ে ভোট দিয়েছেন। জয় আমাদেরই হবে। অন্যদিকে বিজেপির জেলা সভাপতি শাখারভ সরকার বলেন, "আমরা জয়ের আশা করি না। তবে দ্বিতীয়স্থান আমাদের।"