ETV Bharat / state

মদ-গাঁজার আসর, বন্ধ হল সরকারি কোয়ারান্টাইন সেন্টার - মুর্শিদাবাদ

কোয়ারান্টাইন সেন্টারে চলছিল মদ, গাঁজার আসর । শেষে বন্ধই করে দেওয়া হল সেন্টার ।

ছবি
ছবি
author img

By

Published : Apr 10, 2020, 11:37 AM IST

সামশেরগঞ্জ ,10 এপ্রিল : সরকারি কোয়ারান্টাইন সেন্টারে চলছিল মদ, গাঁজা, জুয়ার আসর । পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর যে প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল । তাই পাঁচ দিনের মধ্যেই কোয়ারান্টাইন সেন্টারটি বন্ধ করতে বাধ্য হল প্রশাসন । উঠিয়ে দেওয়া হল সামশেরগঞ্জের কাঞ্চনতলা হাই স্কুলের সেন্টারটি । ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান সুবল সাহা বলেন, " স্কুলের সম্পত্তি নষ্ট করে ছাদে চলছিল মদ গাঁজার আসর। কীভাবে মদ গাঁজা ভিতরে ঢুকত আমরা বুঝতে পারিনি ।"

ভিন রাজ্য থেকে ফিরে আসা সামশেরগঞ্জ ব্লকের দুই গ্রামের 200 জন শ্রমিককে গত 5 এপ্রিল কাঞ্চনতলা হাই স্কুলে কোয়ারান্টাইন সেন্টার খুলে সেখানে রাখা হয় । সেই শ্রমিকদের স্কুলে 14 দিন রাখার ব্যবস্থা করা হয়েছিল । নজরদারির জন্য সেখানে মোতায়েন করা হয়েছিল সিভিক ভলেন্টিয়ার । কিন্তু প্রশাসনের চোখের আড়ালে কোয়ারান্টাইন সেন্টারে ঘুরপথে ঢুকছিল মদ, গাঁজা । শ্রমিকরা স্কুলের ছাদের তালা ভেঙে বসাচ্ছিল মদ,গাঁজার ও তাসের আড্ডা । মদ্যপানের মধ্যে মারপিটও চলছিল রাতদিন ।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতেই তুলে দেওয়া হল স্কুলের কোয়ারান্টাইন সেন্টার । এরপর ওই শ্রমিকদের বাড়িতে ফেরত নিয়ে আসায় নতুন করে গ্রামে আতঙ্ক ছড়িয়েছে । যদিও এলাকার মানুষ এটাকে প্রশাসনিক ব্যর্থতা বলেই মনে করছেন।

সামশেরগঞ্জ ,10 এপ্রিল : সরকারি কোয়ারান্টাইন সেন্টারে চলছিল মদ, গাঁজা, জুয়ার আসর । পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর যে প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল । তাই পাঁচ দিনের মধ্যেই কোয়ারান্টাইন সেন্টারটি বন্ধ করতে বাধ্য হল প্রশাসন । উঠিয়ে দেওয়া হল সামশেরগঞ্জের কাঞ্চনতলা হাই স্কুলের সেন্টারটি । ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান সুবল সাহা বলেন, " স্কুলের সম্পত্তি নষ্ট করে ছাদে চলছিল মদ গাঁজার আসর। কীভাবে মদ গাঁজা ভিতরে ঢুকত আমরা বুঝতে পারিনি ।"

ভিন রাজ্য থেকে ফিরে আসা সামশেরগঞ্জ ব্লকের দুই গ্রামের 200 জন শ্রমিককে গত 5 এপ্রিল কাঞ্চনতলা হাই স্কুলে কোয়ারান্টাইন সেন্টার খুলে সেখানে রাখা হয় । সেই শ্রমিকদের স্কুলে 14 দিন রাখার ব্যবস্থা করা হয়েছিল । নজরদারির জন্য সেখানে মোতায়েন করা হয়েছিল সিভিক ভলেন্টিয়ার । কিন্তু প্রশাসনের চোখের আড়ালে কোয়ারান্টাইন সেন্টারে ঘুরপথে ঢুকছিল মদ, গাঁজা । শ্রমিকরা স্কুলের ছাদের তালা ভেঙে বসাচ্ছিল মদ,গাঁজার ও তাসের আড্ডা । মদ্যপানের মধ্যে মারপিটও চলছিল রাতদিন ।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতেই তুলে দেওয়া হল স্কুলের কোয়ারান্টাইন সেন্টার । এরপর ওই শ্রমিকদের বাড়িতে ফেরত নিয়ে আসায় নতুন করে গ্রামে আতঙ্ক ছড়িয়েছে । যদিও এলাকার মানুষ এটাকে প্রশাসনিক ব্যর্থতা বলেই মনে করছেন।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.