ETV Bharat / state

চুক্তি সাক্ষরের এক বছর পরেও মুর্শিদাবাদে এগোয়নি প্রস্তাবিত ই-বাস নির্মাণ প্রকল্প - ই বাস নির্মাণ প্রকল্প

মুর্শিদাবাদের রেজিনগর শিল্পতালুকে ই-বাস তৈরির কারখানা হওয়ার কথা থাকলেও, আজও তা বাস্তবায়িত হয়নি ৷ এই নিয়ে আশাহত জেলা শিল্পমহল ৷

ETV Bharat
ফাইল ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 21, 2023, 9:30 PM IST

মুর্শিদাবাদ, 21 নভেম্বর: গত বছরের বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের মঞ্চ থেকে মুর্শিদাবাদে ই-বাস তৈরির কারখানার জন্য মৌ স্বাক্ষরিত হয়েছিল। কিন্তু সুবিধামতো জায়গা থাকা সত্ত্বেও সেই কারখানা তৈরির কোনও অগ্রগতি আজও হয়নি । ফলে আজ পর্যন্ত একটি ই-বাসও তৈরি হয়েনি সেখানে । ফলে জেলার শিল্প ও কর্মসংস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট অফ চেম্বার্সের পদাধিকারীরা।

মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট অফ চেম্পার্সের সভাপতি শেখর মারুঠী বলেন,"জেলা প্রশাসনিক বৈঠকে আমরা মুখ্যমন্ত্রীর কাছে প্রস্তাব দিয়েছিলাম । বিজনেস সামিটে মৌ স্বাক্ষরিত হওয়ায় আমরা আশার আলো দেখছিলাম । কিন্তু তা কার্যকর না হওয়ায় আমরা হতাশ । ক্ষুদ্র ও বৃহৎ শিল্প করখানা তৈরি থেকে পিছিয়ে রয়েছে মুর্শিদাবাদ । রেজিনগরে 187 একর জায়গায় শিল্পতালুক গড়ার পরিকল্পনা নিয়েছিল রাজ্য সরকার । রাজ্যে সরকার বদলের পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেজিনগর শিল্পতালুকের উদ্বোধন করে শিল্পোদ্যোগীদের শিল্প গড়ার ডাক দেন । কিন্তু আজ পর্যন্ত বিদ্যুৎ বন্টন দফতর সংস্থা ছাড়া আর কেউ এগিয়ে আসেনি। মাত্র 31 শতাংশ জমি হস্তান্তর হয়েছে।"

এই শিল্প তালুকে ই-বাস ফ্যাক্টরির উদ্যোগ নিয়েছিল রাজ্য সরকার। সেই মর্মে ইলেকট্রিক বাস সার্ভিস কম্পানি ই-মোবিলিটি প্রাইভেট লিমিটেডের সঙ্গে চুক্ষি স্বাক্ষর হয় গত বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে। কথা ছিল 3 হাজার 500 কোটি টাকা বিনিয়গ করবে ওই কোম্পানি। চাহিদা অনুযায়ী প্রতি বছরে দেড় হাজার ই-বাস তৈরির লক্ষ্যমাত্রা থাকবে। এরফলে জেলায় প্রায় দেড় হাজার কর্মসংস্থান হবে বলেই আশা করা হয়েছিল। এক বছর পর ফের বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট শুরু হয়েছে। কিন্তু রেজিনগরে ই-বাস তৈরি এখনও অন্ধকারে রয়েছে । আজও একটি বাস তৈরি হয়নি। এই নিয়ে বিরোধীরা একসুরে টিপ্পনি কাটতে শুরু করেছেন।

দক্ষিণ মুর্শিদাবাদ জেলা বিজেপির সাংগঠনিক সভাপতি শাখারভ সরকার বলেন, "বিজনেস সামিটের নামে পিকনিক হয়। কাজের কাজ কিছুই হয় না।" কংগ্রেস নেতা তথা প্রাক্তন বিধায়ক মনোজ চক্রবর্তীর কটাক্ষ, কয়েক বছর ধরে লক্ষ লক্ষ টাকা বিনিয়গের গল্প শোনাচ্ছেন মুখ্যমন্ত্রী । আজ পর্যন্ত তা কার্যকর হতে দেখিনি। মুর্শিদাবাদেই মুখ থুবড়ে পড়ে রয়েছে ই-বাস তৈরির পরিকল্পনা । ডিস্ট্রিক্ট চেম্বার্স অফ কমার্সের সম্পাদক স্বপন ভট্টাচার্যর কথায়, অনেক আশায় বুক বেঁধেছিল সকলে, মুর্শিদাবাদে প্রচুর কর্মসংস্থান হবে বলে। সব আশা থিতিয়ে গিয়েছে গত এক বছরে । কাজের কাজ কিছুই হয়নি ।

আরও পড়ুন:

  1. আসছেন মুকেশ আম্বানি, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন শুরুর আগেই 7600 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব
  2. মঙ্গলে শুরু বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন, বুধে লক্ষ্ণীলাভের আশায় বাংলা

মুর্শিদাবাদ, 21 নভেম্বর: গত বছরের বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের মঞ্চ থেকে মুর্শিদাবাদে ই-বাস তৈরির কারখানার জন্য মৌ স্বাক্ষরিত হয়েছিল। কিন্তু সুবিধামতো জায়গা থাকা সত্ত্বেও সেই কারখানা তৈরির কোনও অগ্রগতি আজও হয়নি । ফলে আজ পর্যন্ত একটি ই-বাসও তৈরি হয়েনি সেখানে । ফলে জেলার শিল্প ও কর্মসংস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট অফ চেম্বার্সের পদাধিকারীরা।

মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট অফ চেম্পার্সের সভাপতি শেখর মারুঠী বলেন,"জেলা প্রশাসনিক বৈঠকে আমরা মুখ্যমন্ত্রীর কাছে প্রস্তাব দিয়েছিলাম । বিজনেস সামিটে মৌ স্বাক্ষরিত হওয়ায় আমরা আশার আলো দেখছিলাম । কিন্তু তা কার্যকর না হওয়ায় আমরা হতাশ । ক্ষুদ্র ও বৃহৎ শিল্প করখানা তৈরি থেকে পিছিয়ে রয়েছে মুর্শিদাবাদ । রেজিনগরে 187 একর জায়গায় শিল্পতালুক গড়ার পরিকল্পনা নিয়েছিল রাজ্য সরকার । রাজ্যে সরকার বদলের পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেজিনগর শিল্পতালুকের উদ্বোধন করে শিল্পোদ্যোগীদের শিল্প গড়ার ডাক দেন । কিন্তু আজ পর্যন্ত বিদ্যুৎ বন্টন দফতর সংস্থা ছাড়া আর কেউ এগিয়ে আসেনি। মাত্র 31 শতাংশ জমি হস্তান্তর হয়েছে।"

এই শিল্প তালুকে ই-বাস ফ্যাক্টরির উদ্যোগ নিয়েছিল রাজ্য সরকার। সেই মর্মে ইলেকট্রিক বাস সার্ভিস কম্পানি ই-মোবিলিটি প্রাইভেট লিমিটেডের সঙ্গে চুক্ষি স্বাক্ষর হয় গত বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে। কথা ছিল 3 হাজার 500 কোটি টাকা বিনিয়গ করবে ওই কোম্পানি। চাহিদা অনুযায়ী প্রতি বছরে দেড় হাজার ই-বাস তৈরির লক্ষ্যমাত্রা থাকবে। এরফলে জেলায় প্রায় দেড় হাজার কর্মসংস্থান হবে বলেই আশা করা হয়েছিল। এক বছর পর ফের বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট শুরু হয়েছে। কিন্তু রেজিনগরে ই-বাস তৈরি এখনও অন্ধকারে রয়েছে । আজও একটি বাস তৈরি হয়নি। এই নিয়ে বিরোধীরা একসুরে টিপ্পনি কাটতে শুরু করেছেন।

দক্ষিণ মুর্শিদাবাদ জেলা বিজেপির সাংগঠনিক সভাপতি শাখারভ সরকার বলেন, "বিজনেস সামিটের নামে পিকনিক হয়। কাজের কাজ কিছুই হয় না।" কংগ্রেস নেতা তথা প্রাক্তন বিধায়ক মনোজ চক্রবর্তীর কটাক্ষ, কয়েক বছর ধরে লক্ষ লক্ষ টাকা বিনিয়গের গল্প শোনাচ্ছেন মুখ্যমন্ত্রী । আজ পর্যন্ত তা কার্যকর হতে দেখিনি। মুর্শিদাবাদেই মুখ থুবড়ে পড়ে রয়েছে ই-বাস তৈরির পরিকল্পনা । ডিস্ট্রিক্ট চেম্বার্স অফ কমার্সের সম্পাদক স্বপন ভট্টাচার্যর কথায়, অনেক আশায় বুক বেঁধেছিল সকলে, মুর্শিদাবাদে প্রচুর কর্মসংস্থান হবে বলে। সব আশা থিতিয়ে গিয়েছে গত এক বছরে । কাজের কাজ কিছুই হয়নি ।

আরও পড়ুন:

  1. আসছেন মুকেশ আম্বানি, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন শুরুর আগেই 7600 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব
  2. মঙ্গলে শুরু বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন, বুধে লক্ষ্ণীলাভের আশায় বাংলা
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.