ETV Bharat / state

পোষ্য ছাগল বিক্রির টাকা দুস্থদের দান চা বিক্রেতার - suti

পরিবারে তেমন আর্থিক স্বচ্ছলতা নেই । তবুও লকডাউনে দুস্থদের অসহায় অবস্থা দেখে আর্থিক সাহায্যের উদ্যোগ নিলেন সুতির এক চা বিক্রেতা । পোষ্য ছাগল বিক্রি করে সেই টাকা দান করলেন দুস্থদের মধ্যে ।

goat
কোরবানির ছাগল
author img

By

Published : Apr 11, 2020, 12:40 PM IST

সুতি, 11 এপ্রিল: কোরবানির পোষ্য ছাগল বিক্রির সমস্ত টাকা দুস্থদের হাতে তুলে দিলেন চা বিক্রেতা । সুতির বহুতলি এলাকার বাসিন্দা চাঁদু খাঁ ছাগল বিক্রির পুরো টাকাটাই এলাকার দুস্থদের মধ্যে বিলি করে দেন । তাঁর এই উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে স্থানীয়দের ।

সংসারে তেমন আর্থিক স্বচ্ছলতা নেই । এলাকায় একটি চায়ের দোকান রয়েছে । সেখানকার উপার্জন থেকেই সংসার চলে চাঁদুর । পাশাপাশি ছাগল পোষার শখ রয়েছে তাঁর । কোরবানির জন্য দু'টো ছাগল পুষেছিলেন । কিন্তু লকডাউনে এলাকার বহু দুস্থ মানুষের অসহায় অবস্থা তাঁর নজর এড়ায়নি । সেইসব মানুষকে সাহায্যের কথা মাথায় আসে তাঁর । ছাগল দু'টো বিক্রি করে যে টাকা পাবেন তা-ই দুস্থদের মধ্যে বিলি করবেন বলে ঠিক করেন । সেইমতো গতকাল ছাগল দু'টো বিক্রি করে 35 হাজার টাকা পান । পুরোটাই দান করেন এলাকার দুস্থদের ।

প্রথমে পরিবারের আপত্তি থাকলেও পরে তাঁর সিদ্ধান্তই মান্যতা পায় । তাঁর এই প্রচেষ্টাকে কুর্নিশ জানিয়েছেন স্থানীয়রা । তাঁকে দেখে অনেকেই সাহায্য দানে এগিয়ে আসার অনুপ্রেরণা পাবেন বলে মনে করছেন সকলে ।

সুতি, 11 এপ্রিল: কোরবানির পোষ্য ছাগল বিক্রির সমস্ত টাকা দুস্থদের হাতে তুলে দিলেন চা বিক্রেতা । সুতির বহুতলি এলাকার বাসিন্দা চাঁদু খাঁ ছাগল বিক্রির পুরো টাকাটাই এলাকার দুস্থদের মধ্যে বিলি করে দেন । তাঁর এই উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে স্থানীয়দের ।

সংসারে তেমন আর্থিক স্বচ্ছলতা নেই । এলাকায় একটি চায়ের দোকান রয়েছে । সেখানকার উপার্জন থেকেই সংসার চলে চাঁদুর । পাশাপাশি ছাগল পোষার শখ রয়েছে তাঁর । কোরবানির জন্য দু'টো ছাগল পুষেছিলেন । কিন্তু লকডাউনে এলাকার বহু দুস্থ মানুষের অসহায় অবস্থা তাঁর নজর এড়ায়নি । সেইসব মানুষকে সাহায্যের কথা মাথায় আসে তাঁর । ছাগল দু'টো বিক্রি করে যে টাকা পাবেন তা-ই দুস্থদের মধ্যে বিলি করবেন বলে ঠিক করেন । সেইমতো গতকাল ছাগল দু'টো বিক্রি করে 35 হাজার টাকা পান । পুরোটাই দান করেন এলাকার দুস্থদের ।

প্রথমে পরিবারের আপত্তি থাকলেও পরে তাঁর সিদ্ধান্তই মান্যতা পায় । তাঁর এই প্রচেষ্টাকে কুর্নিশ জানিয়েছেন স্থানীয়রা । তাঁকে দেখে অনেকেই সাহায্য দানে এগিয়ে আসার অনুপ্রেরণা পাবেন বলে মনে করছেন সকলে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.