ETV Bharat / state

Bomb recovered : কান্দিতে বাড়িতে মিলল 6টি বোমা, ফাঁসানোর অভিযোগ

বাড়ির ভিতরে মজুত করা বালির তলায় ছ'টি বোমা রেখে গিয়েছিল কেউ বা কারা ৷ খবর পেয়ে পুলিশ এসে উদ্ধার করে সেগুলি ৷ আটক করা হয়েছে বাড়ির মালিককে ৷

author img

By

Published : Aug 8, 2021, 4:25 PM IST

বোমা পাহারায় পুলিশ
বোমা পাহারায় পুলিশ

কান্দি, 8 অগস্ট : বাড়ির ভিতরে বালি চাপা দিয়ে রাখা ছিল 6টি বোমা ৷ শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বুলেট শেখের বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে বোমাগুলি উদ্ধার করে কান্দি থানার পুলিশ । তাঁকে আটক করেছে পুলিশ ৷

কান্দি থানার অন্তর্গত আন্দুলিয়া গ্রাম পঞ্চায়েতের শ্বাসপাড়া এলাকায় থাকেন বুলেট শেখ ৷ বোমাগুলিকে নিরাপদ স্থানে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করতে মুর্শিদাবাদ জেলা পুলিশের বোম ডিসপোজাল স্কোয়াডকে খবর দেয় কান্দি থানার পুলিশ ৷

আরও পড়ুন : Bomb Recover : বাঁশবাগানে দুই ব্যাগ ভর্তি বোমা উদ্ধার, আতঙ্কিত সামশেরগঞ্জবাসী

তবে ধৃত বুলেট শেখের পরিবারের দাবি, তিনি ওই বোমা মজুত করে রাখেননি। কেউ বা কারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁদের ফাঁসানোর চেষ্টা করেছে । বুলেট শেখ কর্মসূত্রে ভিন রাজ্যে থাকতেন ৷ করোনার জন্যে বাড়ি ফিরে এসেছিলেন । তাঁর স্ত্রী ফিরদৌসের দাবি, সম্প্রতি তাঁর স্বামী একটি জমি কিনেছিলেন ৷ তা নিয়ে বিবাদ চলছিল ৷ তাই শত্রুপক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই বোমাগুলি রেখে গিয়েছে ৷

বুলেটের স্ত্রীর অভিযোগ, তাঁরা যখন ঘুমোচ্ছিলেন, সেই সময় পুলিশ এসে তাঁদের ডেকে তুলে ঘটনাটি জানায় ৷ আর পুলিশ একেবারে তাঁদের ঘরের ভিতর ঢুকে গিয়েছিল ৷ তাঁরা বার বার জানান যে, বোমা রাখতে হলে, তা নিজের বাড়িতে কেউ কেন রাখবে ? কিন্তু সে কথায় কান না দিয়ে তুলে নিয়ে যায় তাঁর স্বামীকে ৷

কান্দি, 8 অগস্ট : বাড়ির ভিতরে বালি চাপা দিয়ে রাখা ছিল 6টি বোমা ৷ শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বুলেট শেখের বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে বোমাগুলি উদ্ধার করে কান্দি থানার পুলিশ । তাঁকে আটক করেছে পুলিশ ৷

কান্দি থানার অন্তর্গত আন্দুলিয়া গ্রাম পঞ্চায়েতের শ্বাসপাড়া এলাকায় থাকেন বুলেট শেখ ৷ বোমাগুলিকে নিরাপদ স্থানে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করতে মুর্শিদাবাদ জেলা পুলিশের বোম ডিসপোজাল স্কোয়াডকে খবর দেয় কান্দি থানার পুলিশ ৷

আরও পড়ুন : Bomb Recover : বাঁশবাগানে দুই ব্যাগ ভর্তি বোমা উদ্ধার, আতঙ্কিত সামশেরগঞ্জবাসী

তবে ধৃত বুলেট শেখের পরিবারের দাবি, তিনি ওই বোমা মজুত করে রাখেননি। কেউ বা কারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁদের ফাঁসানোর চেষ্টা করেছে । বুলেট শেখ কর্মসূত্রে ভিন রাজ্যে থাকতেন ৷ করোনার জন্যে বাড়ি ফিরে এসেছিলেন । তাঁর স্ত্রী ফিরদৌসের দাবি, সম্প্রতি তাঁর স্বামী একটি জমি কিনেছিলেন ৷ তা নিয়ে বিবাদ চলছিল ৷ তাই শত্রুপক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই বোমাগুলি রেখে গিয়েছে ৷

বুলেটের স্ত্রীর অভিযোগ, তাঁরা যখন ঘুমোচ্ছিলেন, সেই সময় পুলিশ এসে তাঁদের ডেকে তুলে ঘটনাটি জানায় ৷ আর পুলিশ একেবারে তাঁদের ঘরের ভিতর ঢুকে গিয়েছিল ৷ তাঁরা বার বার জানান যে, বোমা রাখতে হলে, তা নিজের বাড়িতে কেউ কেন রাখবে ? কিন্তু সে কথায় কান না দিয়ে তুলে নিয়ে যায় তাঁর স্বামীকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.