ETV Bharat / state

Arrest : বাংলাদেশ পাচারের আগে নিষিদ্ধ ফেনসিডিল-সহ গ্রেফতার চার

author img

By

Published : Sep 27, 2021, 7:34 PM IST

ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে 450 বোতল নিষিদ্ধ কাফ সিরাপ । ধৃত চার পাচারকারীর মধ্যে দু’জনের বাড়ি ভগবানগোলা থানার গোপালপুর । বাকি দু’জন চরলবনগোলা এলাকার বাসিন্দা ।

police arrest 4 accused with banned cough syrup
বাংলাদেশ পাচারের আগে নিষিদ্ধ ফেন্সিডিল-সহ গ্রেফতার চার

ভগবানগোলা, 27 সেপ্টেম্বর : বাংলাদেশ পাচারের আগে নিষিদ্ধ ফেনসিডিল-সহ চারজনকে গ্রেফতার করল ভগবানগোলা থানার পুলিশ । ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে 450 বোতল নিষিদ্ধ কাফ সিরাপ । রবিবার রাতে ভগবানগোলা থানার পুলিশ ভারত-বাংলাদেশ সীমান্তের কুপকান্দি মোড়ে তাদের গ্রেফতার করে । আজ, সোমবার ধৃতদের বহরমপুরে এনডিপিএস আদালতে হাজির করা হয়েছে ।

আরও পড়ুন : Samshergange Election: সামশেরগঞ্জে তৃণমূল বুথ সভাপতির বাড়িতে বোমাবাজি

জানা গিয়েছে যে ভারতে 100 মিলি কাশির সিরাপের দাম মাত্র 80 থেকে 100 টাকা । বাংলাদেশে সেটাই বিক্রি হয় সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো টাকায় । ফলে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তবর্তী গ্রামের ছোট থেকে বড়, এমনকী মহিলারাও ফেনসিডিল পাচারের সঙ্গে যুক্ত বলে অভিযোগ । তাই প্রায়ই সীমান্তবর্তী এলাকায় বেআইনি ফেনসিডিল উদ্ধার হয় ৷ রবিবারও তাই হল ৷

রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে নাকা চেকিং বসায় পুলিশ । গভীর রাতে একটি গাড়ি থেকে 450 বোতল নিষিদ্ধ কাশির সিরাপ বাজেয়াপ্ত করে পুলিশ । ধৃত চার পাচারকারীর মধ্যে দু’জনের বাড়ি ভগবানগোলা থানার গোপালপুরে । বাকি দু’জন চরলবনগোলা এলাকার বাসিন্দা । ধৃতদের নাম হালিম শেখ, সাবেদ আলি , মিরাজুল শেখ ও রকি শেখ ।

আরও পড়ুন : Fake Aadhar : প্রচুর ভুয়ো আধার সিম কার্ড-সহ গ্রেফতার তিন

পুলিশ সূত্রে খবর, ধৃতদের আজ, সোমবার বহরমপুর এনডিপিএস কোর্টে সাত দিনের পুলিশি হেফাজতে আবেদন চেয়ে পাঠানো হয়েছে । পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত ৷ তবে কতদিনের হেফাজত তা জানা যায়নি ৷

ভগবানগোলা, 27 সেপ্টেম্বর : বাংলাদেশ পাচারের আগে নিষিদ্ধ ফেনসিডিল-সহ চারজনকে গ্রেফতার করল ভগবানগোলা থানার পুলিশ । ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে 450 বোতল নিষিদ্ধ কাফ সিরাপ । রবিবার রাতে ভগবানগোলা থানার পুলিশ ভারত-বাংলাদেশ সীমান্তের কুপকান্দি মোড়ে তাদের গ্রেফতার করে । আজ, সোমবার ধৃতদের বহরমপুরে এনডিপিএস আদালতে হাজির করা হয়েছে ।

আরও পড়ুন : Samshergange Election: সামশেরগঞ্জে তৃণমূল বুথ সভাপতির বাড়িতে বোমাবাজি

জানা গিয়েছে যে ভারতে 100 মিলি কাশির সিরাপের দাম মাত্র 80 থেকে 100 টাকা । বাংলাদেশে সেটাই বিক্রি হয় সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো টাকায় । ফলে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তবর্তী গ্রামের ছোট থেকে বড়, এমনকী মহিলারাও ফেনসিডিল পাচারের সঙ্গে যুক্ত বলে অভিযোগ । তাই প্রায়ই সীমান্তবর্তী এলাকায় বেআইনি ফেনসিডিল উদ্ধার হয় ৷ রবিবারও তাই হল ৷

রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে নাকা চেকিং বসায় পুলিশ । গভীর রাতে একটি গাড়ি থেকে 450 বোতল নিষিদ্ধ কাশির সিরাপ বাজেয়াপ্ত করে পুলিশ । ধৃত চার পাচারকারীর মধ্যে দু’জনের বাড়ি ভগবানগোলা থানার গোপালপুরে । বাকি দু’জন চরলবনগোলা এলাকার বাসিন্দা । ধৃতদের নাম হালিম শেখ, সাবেদ আলি , মিরাজুল শেখ ও রকি শেখ ।

আরও পড়ুন : Fake Aadhar : প্রচুর ভুয়ো আধার সিম কার্ড-সহ গ্রেফতার তিন

পুলিশ সূত্রে খবর, ধৃতদের আজ, সোমবার বহরমপুর এনডিপিএস কোর্টে সাত দিনের পুলিশি হেফাজতে আবেদন চেয়ে পাঠানো হয়েছে । পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত ৷ তবে কতদিনের হেফাজত তা জানা যায়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.