ETV Bharat / state

ভারত-বাংলাদেশের জিরো পয়েন্টে দেড় লাখ টাকা ফেনসিডিল উদ্ধার

author img

By

Published : Feb 6, 2021, 3:52 PM IST

জিরো পয়েন্ট থেকে উদ্ধার বিপুল ফেনসিডিল । তবে পাচারকারীরা পলাতক ।

ভারত-বাংলাদেশের জিরো পয়েন্টে দেড় লাখ টাকা ফেনসিডিল উদ্ধার
ভারত-বাংলাদেশের জিরো পয়েন্টে দেড় লাখ টাকা ফেনসিডিল উদ্ধার

জলঙ্গি, 6 ফেব্রুয়ারি : ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে উদ্ধার হল প্রচুর ফেনসিডিল । গতরাতে 740 বোতল ফেনসিডিল উদ্ধার । পাচারকারীরা পদ্মায় ঝাঁপ দিয়ে পালিয়ে যায় । ভারত-বাংলাদেশ সীমান্তের রাজানগর বিওপি (বর্ডার আউট পোস্ট) এলাকা থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার হয়েছে ।

আরও পড়ুন : ফেনসিডিল পাচারে ধৃত বাংলাদেশি

গতরাতে বিএসএফের 117 নম্বর ব্যাটেলিয়ান রাজানগরের বিওপিতে পাহারা দিচ্ছিল । সেই সময় তিনজনকে সীমান্তের কাছাকাছি ঘুরতে দেখা যায় । তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় বিএসএফ ধাওয়া করে । তাদের সঙ্গে আনা ফেনসিডিল রেখে পালিয়ে যায় পাচারকারীরা । তিন জন ভারত-বাংলাদেশের সীমান্তের জিরো পয়েন্টে পদ্মায় ঝাঁপ দিয়ে পালিয়ে যায় । পুলিশ সূত্রে জানা গেছে, এই বিপুল পরিমাণ ফেনসিডিলের বাজার দর প্রায় দেড় লাখ টাকা ।

জলঙ্গি, 6 ফেব্রুয়ারি : ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে উদ্ধার হল প্রচুর ফেনসিডিল । গতরাতে 740 বোতল ফেনসিডিল উদ্ধার । পাচারকারীরা পদ্মায় ঝাঁপ দিয়ে পালিয়ে যায় । ভারত-বাংলাদেশ সীমান্তের রাজানগর বিওপি (বর্ডার আউট পোস্ট) এলাকা থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার হয়েছে ।

আরও পড়ুন : ফেনসিডিল পাচারে ধৃত বাংলাদেশি

গতরাতে বিএসএফের 117 নম্বর ব্যাটেলিয়ান রাজানগরের বিওপিতে পাহারা দিচ্ছিল । সেই সময় তিনজনকে সীমান্তের কাছাকাছি ঘুরতে দেখা যায় । তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় বিএসএফ ধাওয়া করে । তাদের সঙ্গে আনা ফেনসিডিল রেখে পালিয়ে যায় পাচারকারীরা । তিন জন ভারত-বাংলাদেশের সীমান্তের জিরো পয়েন্টে পদ্মায় ঝাঁপ দিয়ে পালিয়ে যায় । পুলিশ সূত্রে জানা গেছে, এই বিপুল পরিমাণ ফেনসিডিলের বাজার দর প্রায় দেড় লাখ টাকা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.