ETV Bharat / state

মুর্শিদাবাদ হাসপাতালে রোগীমৃত্যু, চিকিৎসকদের উপর চড়াও আত্মীয়রা - patient death

চিকৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর আভিযোগ । মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ভাঙচুর করল রোগীর পরিজনেরা । পুলিশ গিয়ে পরিস্থিতি সামলায় ।

মুর্শিদাবাদ মেডিকেল কলেজ
author img

By

Published : Jun 15, 2019, 8:35 PM IST

বহরমপুর, 15 জুন : চিকিৎসায় গাফিলতির অভিযোগে ভাঙচুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজে । আজ দুপুরে চাঁদনি হারা বিবি নামে বছর পঞ্চাশের এক রোগীর মৃত্যু হয় । অভিযোগ এরপর ওই রোগীর আত্মীয়রা হাসপাতালে ঢুকে ভাঙচুর চালায় । চড়াও হয় চিকিৎসকদের উপর । তাদের অভিযোগ চিকিৎসকদের গাফিলতিতেই রোগীর মৃত্যু হয়েছে ।

চাঁদনির বাড়ি বহরমপুর থানার ন'পাড়ায় । আজ দুপুরে তার শ্বাসকষ্ট শুরু হয় । ভরতি করা হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে । পরিবারের অভিযোগ, শ্বাসকষ্ট হলেও চাঁদনি বিবিকে অক্সিজেন দেওয়া হয়নি । কোনও নার্স বা ডাক্তার দেখতেও আসেননি । এরপরই মৃত্যু হয় তাঁর ।

চাঁদনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই রোগীর পরিজনরা হাসপাতালের ভিতরে ঢুকে ভাঙচুর শুরু করে । কর্তব্যরত চিকিৎসকদের উপর চড়াও হয় । খবর পেয়ে পুলিশ গিয়ে রোগীর আত্মীয়দের আটকায় ।

হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য চিকিৎসায় গাফিলতির অভিযোগ মানতে চায়নি । এদিকে, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।

বহরমপুর, 15 জুন : চিকিৎসায় গাফিলতির অভিযোগে ভাঙচুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজে । আজ দুপুরে চাঁদনি হারা বিবি নামে বছর পঞ্চাশের এক রোগীর মৃত্যু হয় । অভিযোগ এরপর ওই রোগীর আত্মীয়রা হাসপাতালে ঢুকে ভাঙচুর চালায় । চড়াও হয় চিকিৎসকদের উপর । তাদের অভিযোগ চিকিৎসকদের গাফিলতিতেই রোগীর মৃত্যু হয়েছে ।

চাঁদনির বাড়ি বহরমপুর থানার ন'পাড়ায় । আজ দুপুরে তার শ্বাসকষ্ট শুরু হয় । ভরতি করা হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে । পরিবারের অভিযোগ, শ্বাসকষ্ট হলেও চাঁদনি বিবিকে অক্সিজেন দেওয়া হয়নি । কোনও নার্স বা ডাক্তার দেখতেও আসেননি । এরপরই মৃত্যু হয় তাঁর ।

চাঁদনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই রোগীর পরিজনরা হাসপাতালের ভিতরে ঢুকে ভাঙচুর শুরু করে । কর্তব্যরত চিকিৎসকদের উপর চড়াও হয় । খবর পেয়ে পুলিশ গিয়ে রোগীর আত্মীয়দের আটকায় ।

হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য চিকিৎসায় গাফিলতির অভিযোগ মানতে চায়নি । এদিকে, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।

sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.