ETV Bharat / entertainment

'আজ দু'জনার দু'টি পথ...'- চলতি বছর ঘর ভেঙেছে যেসব তারকাদের - CELEBRITY SEPARATES IN 2024

ফিরে দেখা 2024- চলতি বছর বিনোদন ইন্ডাস্ট্রিতে অনেক তারকার পথ আলাদা হয়ে গিয়েছে ৷ এআর রহমান-সায়রা বানু থেকে বাংলার জিতু-নবনীতা, ঘর ভেঙেছে যেসব সেলেবদের ৷

Etv Bharat
চলতি বছর ঘর ভেঙেছে যেসব তারকাদের (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : 3 hours ago

হায়দরাবাদ, 16 ডিসেম্বর: কাউন্ট ডাউন শুরু হতে চলেছে ৷ পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছর 2025 সালকে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছেন সকলে ৷ 2024 সালে একাধিক সম্পর্কে এসেছে দূরত্ব ৷ বিচ্ছেদও হয়েছে ৷ মিউজিক লেজেন্ড এআর রহমান থেকে দক্ষিণী তারকা ধনুশ বা বাংলার জিতু কমল-নবনীতা, চলতি বছর কোন কোন তারকার ঘর ভেঙেছে, দেখে নেওয়া যাক একনজরে ৷

এআর রহমান-সায়রা বানু

অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এআর রহমানের বিবাহ বিচ্ছেদের খবরে চমকে যায় দেশ তথা বিশ্ব ৷ 29 বছরের একসঙ্গে পথ চলা থমকে যায় নভেম্বরে ৷ সোশাল মিডিয়ায় নিজেদের বিচ্ছেদের কথা ঘোষণা করেন রহমান ৷ 1995 সালে সায়রা বানুর সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন রহমান ৷ খাতিজা, রহিমা ও আমিন নামে তিন সন্তান রয়েছে তাঁদের ৷ ভারতীয় বিনোদন জগতে রহমানের বিচ্ছেদের খবর হতবাক করে সকলকে ৷

ধনুশ ও ঐশ্বর্য রজনীকান্ত

দক্ষিণী তারকা ধনুশ ও ঐশ্বর্য রজনীকান্ত অনেকদিন ধরেই আলাদা থাকছিলেন ৷ 18 বছরের বিবাহিত জীবনের ইতি ঘটে চলতি বছর ৷ যদিও 2022 সালেই তাঁরা বিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন ৷ আনুষ্ঠানিক বিচ্ছেদ হয় চলতি বছর ৷ 2004 সালে ধনুশের সঙ্গে বিয়ে হয় রজনীকান্তের মেয়ে ঐশ্বর্যর ৷ আইনি বিচ্ছেদের পর সোশাল মিডিয়ায় দুজনেই পোস্ট করেন ৷ পাশাপাশি, জানান স্বামী-স্ত্রী হিসাবে আলাদা হলেও দুই সন্তানের বাবা-মা হিসাবে তাঁরা তাঁদের দায়িত্ব পালন করে যাবেন ৷

এষা দেওল-ভারত তখতানি

2024 সালের শুরুতেই ঘর ভাঙার খবর আসে ৷ হেমা মালিনী ও ধর্মেন্দ্রর মেয়ে এষা দেওল বিয়ে করেছিলেন দীর্ঘদিনের বন্ধু তথা ব্যবসায়ী ভারতকে ৷ দীর্ঘ 11 বছরের সাংসারিক জীবনে ইতি ঘটে চলতি বছরের শুরুতেই ৷ তাঁদের দুটি মেয়ে আছে রাধ্যা ও মিরায়া ৷

হার্দিক পাণ্ডিয়া- নাতাসা স্ট্যানকোভিচ

বিচ্ছেদ ঘোষণায় খবরের শিরোনামে আসেন ক্রিকেট তারকা হার্দিক পাণ্ডিয়া ও নাতাসার নাম ৷ চলতি বছর জুলাই মাসে তাঁরা একে অপরের থেকে আলাদা থাকার কথা ঘোষণা করেন ৷ 2020 সালে হার্দিক-নাতাসা বিয়ের বন্ধনে আবদ্ধ হন ৷ তাঁদের আগাস্ত্যা নামে এক পুত্র সন্তান রয়েছে ৷

নীলাঞ্জনা-যীশু সেনগুপ্ত

বলিউডের পাশাপাশি, বাংলা সিনেমা জগতেও বিচ্ছেদের খবর সামনে আসে ৷ যার মধ্যে শিরোনামে আসে নীলাঞ্জনা ও যীশু সেনগুপ্তর আলাদা থাকার খবর ৷ আসলে নীলাঞ্জনার একটা পোস্ট ও নামের থেকে সেনগুপ্ত পদবি সরিয়ে দেওয়ায় বিচ্ছেদ জল্পনা জোরালো হয় ৷ তবে এই বিষয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি কেউই ৷

জিতু কমল আর নবনীতা দাস

জুন মাসে টেলিভিশন তারকা নবনীতা দাসের এক পোস্টে চমকে যান অনুরাগীরা ৷ নবনীতা দাস জানান, অভিনেতা জিতু কমলের সঙ্গে এক ছাদের নীচে আর থাকবেন না ৷ তারপর এই খবর নিয়ে বেশ আলোচনা চলে ৷ দুই তারকা আলাদা থাকার সিদ্ধান্ত নেন ৷ আদালতে নাকি মিউচুয়াল ডিভোর্সের আবেদনও করা হয়ে গিয়েছে।

আসলে, বিনোদন দুনিয়ায় এই সকল তারকার প্রোফাইল হাই ৷ ফলে চলতি বছর এই সকল সেলেব্রিটিদের বিচ্ছেদের খবর বা আলাদা থাকার খবর সামনে আসতে হইচই পড়ে যায় বিনোদন ইন্ডাস্ট্রিতে ৷

হায়দরাবাদ, 16 ডিসেম্বর: কাউন্ট ডাউন শুরু হতে চলেছে ৷ পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছর 2025 সালকে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছেন সকলে ৷ 2024 সালে একাধিক সম্পর্কে এসেছে দূরত্ব ৷ বিচ্ছেদও হয়েছে ৷ মিউজিক লেজেন্ড এআর রহমান থেকে দক্ষিণী তারকা ধনুশ বা বাংলার জিতু কমল-নবনীতা, চলতি বছর কোন কোন তারকার ঘর ভেঙেছে, দেখে নেওয়া যাক একনজরে ৷

এআর রহমান-সায়রা বানু

অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এআর রহমানের বিবাহ বিচ্ছেদের খবরে চমকে যায় দেশ তথা বিশ্ব ৷ 29 বছরের একসঙ্গে পথ চলা থমকে যায় নভেম্বরে ৷ সোশাল মিডিয়ায় নিজেদের বিচ্ছেদের কথা ঘোষণা করেন রহমান ৷ 1995 সালে সায়রা বানুর সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন রহমান ৷ খাতিজা, রহিমা ও আমিন নামে তিন সন্তান রয়েছে তাঁদের ৷ ভারতীয় বিনোদন জগতে রহমানের বিচ্ছেদের খবর হতবাক করে সকলকে ৷

ধনুশ ও ঐশ্বর্য রজনীকান্ত

দক্ষিণী তারকা ধনুশ ও ঐশ্বর্য রজনীকান্ত অনেকদিন ধরেই আলাদা থাকছিলেন ৷ 18 বছরের বিবাহিত জীবনের ইতি ঘটে চলতি বছর ৷ যদিও 2022 সালেই তাঁরা বিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন ৷ আনুষ্ঠানিক বিচ্ছেদ হয় চলতি বছর ৷ 2004 সালে ধনুশের সঙ্গে বিয়ে হয় রজনীকান্তের মেয়ে ঐশ্বর্যর ৷ আইনি বিচ্ছেদের পর সোশাল মিডিয়ায় দুজনেই পোস্ট করেন ৷ পাশাপাশি, জানান স্বামী-স্ত্রী হিসাবে আলাদা হলেও দুই সন্তানের বাবা-মা হিসাবে তাঁরা তাঁদের দায়িত্ব পালন করে যাবেন ৷

এষা দেওল-ভারত তখতানি

2024 সালের শুরুতেই ঘর ভাঙার খবর আসে ৷ হেমা মালিনী ও ধর্মেন্দ্রর মেয়ে এষা দেওল বিয়ে করেছিলেন দীর্ঘদিনের বন্ধু তথা ব্যবসায়ী ভারতকে ৷ দীর্ঘ 11 বছরের সাংসারিক জীবনে ইতি ঘটে চলতি বছরের শুরুতেই ৷ তাঁদের দুটি মেয়ে আছে রাধ্যা ও মিরায়া ৷

হার্দিক পাণ্ডিয়া- নাতাসা স্ট্যানকোভিচ

বিচ্ছেদ ঘোষণায় খবরের শিরোনামে আসেন ক্রিকেট তারকা হার্দিক পাণ্ডিয়া ও নাতাসার নাম ৷ চলতি বছর জুলাই মাসে তাঁরা একে অপরের থেকে আলাদা থাকার কথা ঘোষণা করেন ৷ 2020 সালে হার্দিক-নাতাসা বিয়ের বন্ধনে আবদ্ধ হন ৷ তাঁদের আগাস্ত্যা নামে এক পুত্র সন্তান রয়েছে ৷

নীলাঞ্জনা-যীশু সেনগুপ্ত

বলিউডের পাশাপাশি, বাংলা সিনেমা জগতেও বিচ্ছেদের খবর সামনে আসে ৷ যার মধ্যে শিরোনামে আসে নীলাঞ্জনা ও যীশু সেনগুপ্তর আলাদা থাকার খবর ৷ আসলে নীলাঞ্জনার একটা পোস্ট ও নামের থেকে সেনগুপ্ত পদবি সরিয়ে দেওয়ায় বিচ্ছেদ জল্পনা জোরালো হয় ৷ তবে এই বিষয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি কেউই ৷

জিতু কমল আর নবনীতা দাস

জুন মাসে টেলিভিশন তারকা নবনীতা দাসের এক পোস্টে চমকে যান অনুরাগীরা ৷ নবনীতা দাস জানান, অভিনেতা জিতু কমলের সঙ্গে এক ছাদের নীচে আর থাকবেন না ৷ তারপর এই খবর নিয়ে বেশ আলোচনা চলে ৷ দুই তারকা আলাদা থাকার সিদ্ধান্ত নেন ৷ আদালতে নাকি মিউচুয়াল ডিভোর্সের আবেদনও করা হয়ে গিয়েছে।

আসলে, বিনোদন দুনিয়ায় এই সকল তারকার প্রোফাইল হাই ৷ ফলে চলতি বছর এই সকল সেলেব্রিটিদের বিচ্ছেদের খবর বা আলাদা থাকার খবর সামনে আসতে হইচই পড়ে যায় বিনোদন ইন্ডাস্ট্রিতে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.