ETV Bharat / state

ডোমকলে স্থানীয় তৃণমূল নেতাকে কুপিয়ে খুন - DOMKAL

ডোমকলে কুপিয়ে খুন করা হল এক তৃণমূল নেতাকে। মৃতের নাম আফতাব শেখ(৪৫)। তিনি ডোমকল পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ। জখম সাবির শেখ নামে আরও এক তৃণমূল কর্মী।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Mar 19, 2019, 4:12 AM IST

ডোমকল, ১৯ মার্চ : কুপিয়ে খুন করা হল এক তৃণমূল নেতাকে। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের কুচিয়ামোড়া গ্রামে। মৃতের নাম আফতাব শেখ(৪৫)। তিনি ডোমকল পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ। সাবির শেখ নামে আরও এক তৃণমূল কর্মী গুরুতর জখম। তাঁকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভরতি করা হয়েছে।

গতকাল সন্ধ্যায় সাহাদিয়ার স্কুলে লোকসভা নির্বাচন সংক্রান্ত সভা ছিল। সভা সেরে একই মোটরবাইকে বাড়ি ফিরছিলেন আফতাব ও সাবির। গ্রামে ঢোকার আগে মোল্লাপাড়ায় সামনের দিক থেকে একটি মারুতি ভ্যান মোটরবাইকে ধাক্কা মারে। ধাক্কার চোটে মাটিতে পড়ে যান দুজন। অভিযোগ, এরপর হঠাৎই কয়েকজন দুষ্কৃতী আফতাব ও সাবিরের উপরে হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে। বোমাবাজিও চলে। ঘটনাস্থানেই মৃত্যু হয় আবতাব শেখের। জখম অবস্থায় কোনও রকমে পালিয়ে প্রাণে বাঁচে গড়াইমারি ৯ নম্বর পঞ্চায়েতের উপপ্রধান সাবির শেখ। স্থানীয়রা তাঁকে ডোমকল মহকুমা হাসপাতালে নিয়ে যায়। পরে তাঁকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ও হাসপাতলে রেফার করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সাবির শেখ দুষ্কৃতীদের শনাক্ত করতে পেরেছেন বলে জানতে পারা গিয়েছে। এলাকায় চরম উত্তেজনা রয়েছে। কংগ্রেস ও CPI(M)-র দিকে অভিযোগের আঙুল উঠেছে। ডোমকল পৌরসভার চেয়ারম্যান ও জেলা তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি সৌমিক হোসেন বলেন, "কংগ্রেস ও CPI(M) খুনের রাজনীতি শুরু করে তৃণমূলকে দমাতে চাইছে। খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।"

ডোমকল, ১৯ মার্চ : কুপিয়ে খুন করা হল এক তৃণমূল নেতাকে। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের কুচিয়ামোড়া গ্রামে। মৃতের নাম আফতাব শেখ(৪৫)। তিনি ডোমকল পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ। সাবির শেখ নামে আরও এক তৃণমূল কর্মী গুরুতর জখম। তাঁকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভরতি করা হয়েছে।

গতকাল সন্ধ্যায় সাহাদিয়ার স্কুলে লোকসভা নির্বাচন সংক্রান্ত সভা ছিল। সভা সেরে একই মোটরবাইকে বাড়ি ফিরছিলেন আফতাব ও সাবির। গ্রামে ঢোকার আগে মোল্লাপাড়ায় সামনের দিক থেকে একটি মারুতি ভ্যান মোটরবাইকে ধাক্কা মারে। ধাক্কার চোটে মাটিতে পড়ে যান দুজন। অভিযোগ, এরপর হঠাৎই কয়েকজন দুষ্কৃতী আফতাব ও সাবিরের উপরে হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে। বোমাবাজিও চলে। ঘটনাস্থানেই মৃত্যু হয় আবতাব শেখের। জখম অবস্থায় কোনও রকমে পালিয়ে প্রাণে বাঁচে গড়াইমারি ৯ নম্বর পঞ্চায়েতের উপপ্রধান সাবির শেখ। স্থানীয়রা তাঁকে ডোমকল মহকুমা হাসপাতালে নিয়ে যায়। পরে তাঁকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ও হাসপাতলে রেফার করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সাবির শেখ দুষ্কৃতীদের শনাক্ত করতে পেরেছেন বলে জানতে পারা গিয়েছে। এলাকায় চরম উত্তেজনা রয়েছে। কংগ্রেস ও CPI(M)-র দিকে অভিযোগের আঙুল উঠেছে। ডোমকল পৌরসভার চেয়ারম্যান ও জেলা তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি সৌমিক হোসেন বলেন, "কংগ্রেস ও CPI(M) খুনের রাজনীতি শুরু করে তৃণমূলকে দমাতে চাইছে। খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।"


Raipur (Chhattisgarh), Mar 19 (ANI): One Central Reserve Police Force (CRPF) jawan was killed and five others were injured in an Improvised Explosive Device (IED) blast followed by a gun battle with Naxals in Dantewada district of Chhattisgarh on Monday. The CRPF personnel were reportedly out on a road security duty along with the police in Aranpur area of the district when an IED exploded and Naxals opened fire on them. Speaking to ANI on this matter Deputy Inspector General (DIG) Operations of CRPF AK Singh said, "The injured jawans have been airlifted to Raipur and from preliminary reports all of them look out of danger." CRPF jawans were brought to MMI Narayana Multi Speciality Hospital in Raipur.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.