ETV Bharat / state

শিক্ষাকর্মীকে মারধর , 73 হাজার টাকা ছিনতাই - 73000 snatched in Raghunathganj

কলেজের শিক্ষাকর্মী গোলাম কিবরিয়ার দাবি, কলেজের ছাত্র-ছাত্রীর টাকা কালেকশন করে তিনি মোটর বাইকে বাড়ি ফিরছিলেন । সিদ্ধিকালী গ্রামে একটি শোভাযাত্রার মুখে তিনি আটকে পড়েন । কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর পাশ কাটিয়ে চলে যান । কিছু দূরে চারজন দুষ্কৃতী তাঁর পথ আটক করে তাঁকে ধাক্কা মেরে ফেলে দেন । এরপর মারধর করে ব্যাগ থেকে টাকার বান্ডিল নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা ।

Murshidabad
কলেজের শিক্ষাকর্মীকে মারধর
author img

By

Published : Nov 28, 2020, 12:23 PM IST

রঘুনাথগঞ্জ , 28 নভেম্বর : কলেজের শিক্ষাকর্মীকে মারধর করে 73 হাজার টাকা ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা । বেসরকারি B.ED কলেজের টাকা ছিনিয়ে চম্পট দিল তারা । ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে রঘুনাথগঞ্জ থানার সিদ্ধকালী এলাকায় । অভিযুক্তদের চিনতে পারায় তাদের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই কলেজের কর্মরত ক্লার্ক গোলাম কিবরিয়া । তিনি জানান, আমাকে গাড়ি থেকে ফেলে হেলমেট দিয়ে পিটিয়ে মেরে টাকা ছিনতাই করে নিয়ে পালায় চার দুষ্কৃতী । অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ ।

গোলাম কিবরিয়ার দাবি, কলেজের ছাত্র-ছাত্রীর টাকা কালেকশন করে তিনি মোটর বাইকে বাড়ি ফিরছিলেন । সিদ্ধিকালী গ্রামে একটি শোভাযাত্রার মুখে তিনি আটকে পড়েন । কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর পাশ কাটিয়ে চলে যান । কিছু দূরে চারজন দুষ্কৃতী তাঁর পথ আটক করে তাঁকে ধাক্কা মেরে ফেলে দেন । এরপর মারধর করে ব্যাগ থেকে টাকার বান্ডিল নিয়ে চম্পট দেয় তারা ।

গোলাম কিবরিয়া ওই পথেই বাড়ি ফিরতেন । তাঁর কাছে টাকা থাকে এই বিষয়ে দুষ্কৃতীরা আগেই জানত বলে অনুমান স্থানীয়দের । মোট 73 হাজার টাকা খোয়া গিয়েছে বলে অভিযোগ দায়ের করেছেন তিনি ।

রঘুনাথগঞ্জ , 28 নভেম্বর : কলেজের শিক্ষাকর্মীকে মারধর করে 73 হাজার টাকা ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা । বেসরকারি B.ED কলেজের টাকা ছিনিয়ে চম্পট দিল তারা । ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে রঘুনাথগঞ্জ থানার সিদ্ধকালী এলাকায় । অভিযুক্তদের চিনতে পারায় তাদের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই কলেজের কর্মরত ক্লার্ক গোলাম কিবরিয়া । তিনি জানান, আমাকে গাড়ি থেকে ফেলে হেলমেট দিয়ে পিটিয়ে মেরে টাকা ছিনতাই করে নিয়ে পালায় চার দুষ্কৃতী । অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ ।

গোলাম কিবরিয়ার দাবি, কলেজের ছাত্র-ছাত্রীর টাকা কালেকশন করে তিনি মোটর বাইকে বাড়ি ফিরছিলেন । সিদ্ধিকালী গ্রামে একটি শোভাযাত্রার মুখে তিনি আটকে পড়েন । কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর পাশ কাটিয়ে চলে যান । কিছু দূরে চারজন দুষ্কৃতী তাঁর পথ আটক করে তাঁকে ধাক্কা মেরে ফেলে দেন । এরপর মারধর করে ব্যাগ থেকে টাকার বান্ডিল নিয়ে চম্পট দেয় তারা ।

গোলাম কিবরিয়া ওই পথেই বাড়ি ফিরতেন । তাঁর কাছে টাকা থাকে এই বিষয়ে দুষ্কৃতীরা আগেই জানত বলে অনুমান স্থানীয়দের । মোট 73 হাজার টাকা খোয়া গিয়েছে বলে অভিযোগ দায়ের করেছেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.