ETV Bharat / state

টাকার বিনিময়ে সদ্যজাত বদলের অভিযোগ, উত্তাল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ - মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সদ্যজাত বদল

Newborn Allegedly Exchange for Money in Murshidabad Medical College: সদ্যজাতের মৃত্যুর ঘটনা মোড় নিল সদ্যজাত বদলের অভিযোগে ৷ টাকার বিনিময়ে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সদ্যজাত বদলের অভিযোগ উঠল ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 24, 2023, 9:01 PM IST

মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে সদ্যজাত বদলের অভিযোগ

বহরমপুর, 24 ডিসেম্বর: মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সদ্যজাত বদলের অভিযোগ ৷ সদ্যজাতকে বদলে মৃত একটি বাচ্চা পরিবারের হাতে তুলে দেওয়ার অভিযোগ করা হয়েছে ৷ রবিবার সকালে যে ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল হাসপাতাল চত্বর ৷ পরিবারের অভিযোগ টাকার বিনিময়ে হাসপাতালের 'মাতৃ মা' বিভাগের কর্মীরা সদ্যজাতকে বদলে দিয়েছে ৷ বদলে তাঁদের হাতে মৃত সন্তান তুলে দেওয়া হয়েছে ৷ এই ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে দু’জনকে আটক করেছে বহরমপুর থানার পুলিশ ৷

অভিযোগকারী ভগবানিগোলা ব্লকের কালুখালির বাসিন্দা লালটু শেখ জানিয়েছেন, পাঁচদিন আগে তাঁর গর্ভবতী স্ত্রী সাবিনা বিবিকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি করিয়েছিলেন ৷ শনিবার রাতে সাবিনা বিবির সিজার করা হয় ৷ লালটু শেখ জানিয়েছেন, রাতে তাঁর কাছে হাসপাতাল থেকে ফোন আসে ৷ বলা হয়, তাঁর স্ত্রী মৃত সন্তানের জন্ম দিয়েছেন ৷ এ খবর শুনে লালটু শেখ রাতেই হাসপাতালে আসছিলেন ৷ কিন্তু, তাঁকে ফোনের ওপার থেকে বলা হয়, রাতে বাচ্চার দেহ ছাড়া হবে না ৷ অফিসিয়াল কাজকর্মের পর রবিবার সকালেই বাচ্চার দেহ হাতে পাবে পরিবার ৷

লালটু শেখ এবং তাঁর পরিবারের অভিযোগ, সকালে হাসপাতালে অফিসিয়াল কাজকর্ম মেটানোর পর, বাচ্চার দেহ তাঁদের হাতে দেওয়া হয় ৷ সেই সময় বাচ্চার হাতে একটি ট্যাগ ছিল ৷ যেটি হাসপাতালের সদ্যজাতদের চিহ্নিত করতে লাগানো থাকে ৷ কিন্তু, লালটু শেখ এবং তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের অভিযোগ মৃত বাচ্চার ট্যাগের সঙ্গে সাবিনা বিবির ট্যাগের নম্বরের মিল নেই ৷ সাবিনা বিবির হাতের ট্যাগ নম্বর ছিল 295 ৷ কিন্তু, মৃত বাচ্চার হাতের ট্যাগ নম্বরে 200 লেখা ছিল ৷

বিষয়টি সামনে আসতেই হাসপাতালের ভিতরে বিক্ষোভ দেখা শুরু করে পরিবারের সদস্যরা ৷ অভিযোগ তোলা হয়, তাঁদের বাচ্চাকে টাকার বিনিময়ে অন্য কাউকে দিয়ে দেওয়া হয়েছে ৷ আর বদলে তাঁদের মৃত বাচ্চা ধরিয়ে দিয়েছে হাসপাতালের কর্মীরা ৷ পুরো বিষয়টি নিয়ে বহরমপুর থানা এবং মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপারের কাছে অভিযোগ জানিয়েছেন লালটু শেখ ৷ এ নিয়ে হাসপাতালের এমএসভিপি অনাদি রায়চৌধুরীর বক্তব্য, ‘‘তাঁরা আভ্যন্তরীণ একটি তদন্ত করবেন ৷ পাশাপাশি, বাচ্চার পরিবারের তরফে কোনও লিখিত অভিযোগ জমা পড়লে, সেই মতো বিস্তারিত তদন্ত হবে ৷’’ তবে, এই বিষয়টিকে আপাতত 'বিভ্রান্তি' বলেই মনে করছেন তিনি ৷

আরও পড়ুন:

  1. মুর্শিদাবাদ মেডিক্যালে সদ্যজাত বদলের অভিযোগ
  2. রামপুরহাট মেডিক্যাল হাসপাতাল থেকে উধাও সদ্যজাত
  3. সদ্যজাত চুরির অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে, সত্যতা যাচাইয়ে তদন্ত কমিটি গঠন

মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে সদ্যজাত বদলের অভিযোগ

বহরমপুর, 24 ডিসেম্বর: মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সদ্যজাত বদলের অভিযোগ ৷ সদ্যজাতকে বদলে মৃত একটি বাচ্চা পরিবারের হাতে তুলে দেওয়ার অভিযোগ করা হয়েছে ৷ রবিবার সকালে যে ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল হাসপাতাল চত্বর ৷ পরিবারের অভিযোগ টাকার বিনিময়ে হাসপাতালের 'মাতৃ মা' বিভাগের কর্মীরা সদ্যজাতকে বদলে দিয়েছে ৷ বদলে তাঁদের হাতে মৃত সন্তান তুলে দেওয়া হয়েছে ৷ এই ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে দু’জনকে আটক করেছে বহরমপুর থানার পুলিশ ৷

অভিযোগকারী ভগবানিগোলা ব্লকের কালুখালির বাসিন্দা লালটু শেখ জানিয়েছেন, পাঁচদিন আগে তাঁর গর্ভবতী স্ত্রী সাবিনা বিবিকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি করিয়েছিলেন ৷ শনিবার রাতে সাবিনা বিবির সিজার করা হয় ৷ লালটু শেখ জানিয়েছেন, রাতে তাঁর কাছে হাসপাতাল থেকে ফোন আসে ৷ বলা হয়, তাঁর স্ত্রী মৃত সন্তানের জন্ম দিয়েছেন ৷ এ খবর শুনে লালটু শেখ রাতেই হাসপাতালে আসছিলেন ৷ কিন্তু, তাঁকে ফোনের ওপার থেকে বলা হয়, রাতে বাচ্চার দেহ ছাড়া হবে না ৷ অফিসিয়াল কাজকর্মের পর রবিবার সকালেই বাচ্চার দেহ হাতে পাবে পরিবার ৷

লালটু শেখ এবং তাঁর পরিবারের অভিযোগ, সকালে হাসপাতালে অফিসিয়াল কাজকর্ম মেটানোর পর, বাচ্চার দেহ তাঁদের হাতে দেওয়া হয় ৷ সেই সময় বাচ্চার হাতে একটি ট্যাগ ছিল ৷ যেটি হাসপাতালের সদ্যজাতদের চিহ্নিত করতে লাগানো থাকে ৷ কিন্তু, লালটু শেখ এবং তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের অভিযোগ মৃত বাচ্চার ট্যাগের সঙ্গে সাবিনা বিবির ট্যাগের নম্বরের মিল নেই ৷ সাবিনা বিবির হাতের ট্যাগ নম্বর ছিল 295 ৷ কিন্তু, মৃত বাচ্চার হাতের ট্যাগ নম্বরে 200 লেখা ছিল ৷

বিষয়টি সামনে আসতেই হাসপাতালের ভিতরে বিক্ষোভ দেখা শুরু করে পরিবারের সদস্যরা ৷ অভিযোগ তোলা হয়, তাঁদের বাচ্চাকে টাকার বিনিময়ে অন্য কাউকে দিয়ে দেওয়া হয়েছে ৷ আর বদলে তাঁদের মৃত বাচ্চা ধরিয়ে দিয়েছে হাসপাতালের কর্মীরা ৷ পুরো বিষয়টি নিয়ে বহরমপুর থানা এবং মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপারের কাছে অভিযোগ জানিয়েছেন লালটু শেখ ৷ এ নিয়ে হাসপাতালের এমএসভিপি অনাদি রায়চৌধুরীর বক্তব্য, ‘‘তাঁরা আভ্যন্তরীণ একটি তদন্ত করবেন ৷ পাশাপাশি, বাচ্চার পরিবারের তরফে কোনও লিখিত অভিযোগ জমা পড়লে, সেই মতো বিস্তারিত তদন্ত হবে ৷’’ তবে, এই বিষয়টিকে আপাতত 'বিভ্রান্তি' বলেই মনে করছেন তিনি ৷

আরও পড়ুন:

  1. মুর্শিদাবাদ মেডিক্যালে সদ্যজাত বদলের অভিযোগ
  2. রামপুরহাট মেডিক্যাল হাসপাতাল থেকে উধাও সদ্যজাত
  3. সদ্যজাত চুরির অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে, সত্যতা যাচাইয়ে তদন্ত কমিটি গঠন
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.