খড়গ্রাম, 31 মে : আজ সকালে আরও 11জনের শরীরে মিলল কোরোনা ভাইরাসের হদিস । নতুন করে আক্রান্ত 11জনই পরিযায়ী শ্রমিক বলে জানা গিয়েছে । এই নিয়ে মুর্শিদাবাদে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 92 ।
আক্রান্তদের মধ্যে দু'জন নবগ্রাম ব্লকের, দু'জন ভরতপুর 1 ব্লকের, একজন লালগোলা ও ছয়জন খড়গ্রাম ব্লকের বাসিন্দা । বাকিদের বাড়ি কোথায় এখনও জানা যায়নি । আক্রান্তদের প্রত্যেককেই মুর্শিদাবাদ কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে ।
নতুন করে আক্রান্ত 11জনই পরিযায়ী শ্রমিক । তাঁরা সকলেই কয়েক দিন আগে ভিনরাজ্য থেকে এসেছিলেন । আজ তাঁদের সোয়াবের নমুনা পরীক্ষার রিপোর্ট আসে । তাতে এই 11জনের প্রত্যেকেই কোরোনা আক্রান্ত বলে জানা যায় । তারপরই তাঁদের বাড়ি যে যে গ্রামে, সেই গ্রামগুলি সিল করে দেওয়া হয় । আক্রান্তদের পরিবার ও তাঁদের সংস্পর্শে আসা লোকজনকে হোম কোয়ারানটিনে রেখে নজরদারি চালানো হচ্ছে ।