ETV Bharat / state

বেলডাঙায় উদ্ধার 60টি বোমা - বেলডাঙায় উদ্ধার বোমা

আজ সকালে বেলডাঙা থানার বেগুনবাড়ি গ্রাম পঞ্চায়েতের আণ্ডিরণ গ্রামে প্রায় 60টি বোমা উদ্ধার হয় ৷

উদ্ধার হওয়া বোমা
author img

By

Published : Aug 23, 2019, 12:03 PM IST

বেলডাঙা, 23 অগাস্ট: বেলডাঙা থেকে উদ্ধার বোমা ৷ দুটি প্লাস্টিকের জার ও দুটি নাইলনের ব্যাগ থেকে প্রায় 60টি বোমা উদ্ধার হয় ৷

আজ সকালে বেলডাঙা থানার বেগুনবাড়ি গ্রাম পঞ্চায়েতের আণ্ডিরণ গ্রামে বোমাগুলো উদ্ধার হয় ৷ মাঠে চাষ করতে যাওয়ার সময় এক চাষি জিয়ালা মাঠে পরিত্যক্ত জ্যারিকেন ও ব্যাগ দেখতে পান ৷ বিষয়টি স্থানীয়দের জানাতে তাঁরা পুলিশে খবর দেন ৷ খবর দেওয়া হয় বম স্কয়্যাডে ৷

আরও পড়ুন: বেলডাঙায় উদ্ধার প্রায় 50টি বোমা

বেলডাঙা থানা এলাকার কাপাসডাঙা, বেগুনবাড়ি থেকে গত একমাসে পুলিশ তিনদফায় দেড়শোর বেশি বোমা উদ্ধার করেছে ৷ বোমা উদ্ধারের ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ মাত্র একজনকে গ্রেপ্তার করেছে ৷ স্থানীয়দের একাংশের অভিযোগ, এলাকা দখলকে কেন্দ্র করতে শাসকদলের দুই গোষ্ঠী কোমর বেঁধে নেমেছে ৷ পুলিশের অনুমান, তল্লাশি অভিযানের ভয়েই দুষ্কৃতীরা বোমাগুলো মাঠে ফেলে পালিয়েছে ৷ বম স্কয়্যাড আসার পরই উদ্ধার হওয়া বোমাগুলো নিষ্ক্রিয় করা হবে ৷

বেলডাঙা, 23 অগাস্ট: বেলডাঙা থেকে উদ্ধার বোমা ৷ দুটি প্লাস্টিকের জার ও দুটি নাইলনের ব্যাগ থেকে প্রায় 60টি বোমা উদ্ধার হয় ৷

আজ সকালে বেলডাঙা থানার বেগুনবাড়ি গ্রাম পঞ্চায়েতের আণ্ডিরণ গ্রামে বোমাগুলো উদ্ধার হয় ৷ মাঠে চাষ করতে যাওয়ার সময় এক চাষি জিয়ালা মাঠে পরিত্যক্ত জ্যারিকেন ও ব্যাগ দেখতে পান ৷ বিষয়টি স্থানীয়দের জানাতে তাঁরা পুলিশে খবর দেন ৷ খবর দেওয়া হয় বম স্কয়্যাডে ৷

আরও পড়ুন: বেলডাঙায় উদ্ধার প্রায় 50টি বোমা

বেলডাঙা থানা এলাকার কাপাসডাঙা, বেগুনবাড়ি থেকে গত একমাসে পুলিশ তিনদফায় দেড়শোর বেশি বোমা উদ্ধার করেছে ৷ বোমা উদ্ধারের ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ মাত্র একজনকে গ্রেপ্তার করেছে ৷ স্থানীয়দের একাংশের অভিযোগ, এলাকা দখলকে কেন্দ্র করতে শাসকদলের দুই গোষ্ঠী কোমর বেঁধে নেমেছে ৷ পুলিশের অনুমান, তল্লাশি অভিযানের ভয়েই দুষ্কৃতীরা বোমাগুলো মাঠে ফেলে পালিয়েছে ৷ বম স্কয়্যাড আসার পরই উদ্ধার হওয়া বোমাগুলো নিষ্ক্রিয় করা হবে ৷

Intro:ফের বেলডাঙায় উদ্ধার প্রচুর তাজা বোমা। ঘটনায় চাঞ্চল্য। Body:বেলডাঙা - ফের বেলডাঙায় উদ্ধার প্রচুর পরিমানে তাজা বোমা। শুক্রবার সকালে স্থানীয় মানুষ খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করে। দুটি প্লাস্টিকের জ্যারিকেন ও দুটি নাইলনের ব্যাগে আনুমানিল ৬০ টি বোমা রয়েছে বলে অনুমান পুলিশের। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বেলডাঙা থানার বেগুনবাড়ি গ্রাম পঞ্চায়েতের আন্ডিরণ গ্রামে। বোম্ব স্কোয়ার্ডে খবর দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে বেলডাঙা থানা এলালার কাপাসডাঙা, বেগুনবাড়ি এলাকা ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। গত এক মাসে পুলিশ এলাকা তজেকে তিন দফায় দেড়শোর বেশি বোমা উদ্ধার করেছে। এখনও পর্যন্ত মাত্র একজনকে ধরতে পেরেছে পুলিশ। স্থানীয়দের একাংশের অভিযোগ এলাকা দখলকে কেন্দ্র করেই শাসক দলের দুই গোষ্ঠী কোমড় বেঁধে নেমেছে। এদিন মাঠে চাষ করতে যাওয়ার সময় এক চাষি জিয়ালা মাঠে পরিত্যক্ত জ্যারিকেন ও ব্যাগ দেখতে পায়। সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেওয়া হয়। পুলিশের অনুমান তল্লাশি অভিযানের ভয়েয় দুস্কৃতীরা বোমা গুলি মাঠে ফেলে গিয়েছে। বোম্ব স্কোয়ার্ডের লোকজন আসার পরই সেগুলি উদ্ধার করে নিস্ক্রিয় করা হবে বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে।Conclusion:খবর দেওয়া হয়েছে বোম্ব স্কোয়ার্ডে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.