বেলডাঙা, 23 অগাস্ট: বেলডাঙা থেকে উদ্ধার বোমা ৷ দুটি প্লাস্টিকের জার ও দুটি নাইলনের ব্যাগ থেকে প্রায় 60টি বোমা উদ্ধার হয় ৷
আজ সকালে বেলডাঙা থানার বেগুনবাড়ি গ্রাম পঞ্চায়েতের আণ্ডিরণ গ্রামে বোমাগুলো উদ্ধার হয় ৷ মাঠে চাষ করতে যাওয়ার সময় এক চাষি জিয়ালা মাঠে পরিত্যক্ত জ্যারিকেন ও ব্যাগ দেখতে পান ৷ বিষয়টি স্থানীয়দের জানাতে তাঁরা পুলিশে খবর দেন ৷ খবর দেওয়া হয় বম স্কয়্যাডে ৷
আরও পড়ুন: বেলডাঙায় উদ্ধার প্রায় 50টি বোমা
বেলডাঙা থানা এলাকার কাপাসডাঙা, বেগুনবাড়ি থেকে গত একমাসে পুলিশ তিনদফায় দেড়শোর বেশি বোমা উদ্ধার করেছে ৷ বোমা উদ্ধারের ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ মাত্র একজনকে গ্রেপ্তার করেছে ৷ স্থানীয়দের একাংশের অভিযোগ, এলাকা দখলকে কেন্দ্র করতে শাসকদলের দুই গোষ্ঠী কোমর বেঁধে নেমেছে ৷ পুলিশের অনুমান, তল্লাশি অভিযানের ভয়েই দুষ্কৃতীরা বোমাগুলো মাঠে ফেলে পালিয়েছে ৷ বম স্কয়্যাড আসার পরই উদ্ধার হওয়া বোমাগুলো নিষ্ক্রিয় করা হবে ৷