ETV Bharat / state

FANTASY SINGER: অভাবের সংসারে শখ আসলে বিলাসিতা, তাও শখ বাঁচিয়ে রাখেন নবি - sells medicine by singing

অভাবের সংসারের হাল ধরতে ওষুধ ফেরি করেন বাইকে, তবে শখ বজায় রাখতে ফেরি করার সময় প্রিয় শিল্পীদের গান ধরেন। কখনও কখনও পাড়ার ছোট জলসাতেও গান করেন (Murshidabad man sells medicine by singing in Khargram village) নবি শেখ ৷

FANTASY SINGER
অভাবের সংসারে শখ মানে বিলাসিতা
author img

By

Published : Jul 15, 2022, 8:21 PM IST

মুর্শিদাবাদ, 15 জুলাই: একদিকে শখ, অন্যদিকে জীবিকা। শখের কথা ভাবলে চলবে না অভাবের সংসার। আবার শখ পুরোপুরি বিজর্সন দিয়ে বেঁচে থাকাও সম্ভব নয় ৷ তাই দুটোই একসঙ্গে বজায় রেখেছেন নবি শেখ ৷ খুঁজেছেন এক অভিনব উপায় ৷ তাঁর সম্বল বলতে আছে একটি বাইক ৷ আর সেই বাইকেই সাজানো পশরা। পশরা বলতে হজমের ওষুধ থেকে শুরু করে মাথা ব্যথা কমানোর দাওয়াই। আরও আছে মাথার চুল কালো রাখার তেল থেকে শুরু করে মেদ কমানোর ওষুধ। গ্রামে গ্রামে এই সবই ফেরি করেন খড়গ্রামের এই যুবক (Murshidabad man sells medicine by singing in Khargram village) ।

নবি আশা করেন যে তাঁর এই গান প্রশংসিত হবে সবার কাছে । কিন্তু আলাদা করে গান গাওয়ার সময় এবং মঞ্চও কোনটাই তিনি পাননি কখনও । তাই পেশার সঙ্গে মিলিয়ে দিয়েছেন নেশাকে ৷ নবি শেখের গলাতেই গ্রামবাসীরা কখনও শোনেন কিশোর কুমারের গান ৷ কখনও আবার কুমার শানুর জনপ্রিয় গান শুনিয়ে সকলের মন জয় করার চেষ্টা করেন তিনি। নবি জানান, অভাবের তাড়নায় ছোটবেলায় পড়াশোনার পাঠ শেষ হয় ক্লাস সেভেনেই। সংসারের হাল ধরতে রাজমিস্ত্রীর কাজ করেছেন প্রথমদিকে। এখন পাড়ায় পাড়ায় আয়ুর্বেদিক ওষুধ বিক্রি করেই সংসার চালান ।

শখের শিল্পী নবী

আরও পড়ুন: দুর্ঘটনায় বাদ গিয়েছে পা, মেলেনি সরকারি সাহায্য! সংসার চালাতে ছাতাই ভরসা গণেশের

কারও কাছে গান না-শিখলেও সুর, ছন্দে এলাকাবাসীদের মন কেড়েছেন নবি। তাঁর কণ্ঠে 'চিরদিনই তুমি যে আমার' বা 'দিল কা আলম' শুনতে মুখিয়ে থাকে খড়গ্রাম ৷

মুর্শিদাবাদ, 15 জুলাই: একদিকে শখ, অন্যদিকে জীবিকা। শখের কথা ভাবলে চলবে না অভাবের সংসার। আবার শখ পুরোপুরি বিজর্সন দিয়ে বেঁচে থাকাও সম্ভব নয় ৷ তাই দুটোই একসঙ্গে বজায় রেখেছেন নবি শেখ ৷ খুঁজেছেন এক অভিনব উপায় ৷ তাঁর সম্বল বলতে আছে একটি বাইক ৷ আর সেই বাইকেই সাজানো পশরা। পশরা বলতে হজমের ওষুধ থেকে শুরু করে মাথা ব্যথা কমানোর দাওয়াই। আরও আছে মাথার চুল কালো রাখার তেল থেকে শুরু করে মেদ কমানোর ওষুধ। গ্রামে গ্রামে এই সবই ফেরি করেন খড়গ্রামের এই যুবক (Murshidabad man sells medicine by singing in Khargram village) ।

নবি আশা করেন যে তাঁর এই গান প্রশংসিত হবে সবার কাছে । কিন্তু আলাদা করে গান গাওয়ার সময় এবং মঞ্চও কোনটাই তিনি পাননি কখনও । তাই পেশার সঙ্গে মিলিয়ে দিয়েছেন নেশাকে ৷ নবি শেখের গলাতেই গ্রামবাসীরা কখনও শোনেন কিশোর কুমারের গান ৷ কখনও আবার কুমার শানুর জনপ্রিয় গান শুনিয়ে সকলের মন জয় করার চেষ্টা করেন তিনি। নবি জানান, অভাবের তাড়নায় ছোটবেলায় পড়াশোনার পাঠ শেষ হয় ক্লাস সেভেনেই। সংসারের হাল ধরতে রাজমিস্ত্রীর কাজ করেছেন প্রথমদিকে। এখন পাড়ায় পাড়ায় আয়ুর্বেদিক ওষুধ বিক্রি করেই সংসার চালান ।

শখের শিল্পী নবী

আরও পড়ুন: দুর্ঘটনায় বাদ গিয়েছে পা, মেলেনি সরকারি সাহায্য! সংসার চালাতে ছাতাই ভরসা গণেশের

কারও কাছে গান না-শিখলেও সুর, ছন্দে এলাকাবাসীদের মন কেড়েছেন নবি। তাঁর কণ্ঠে 'চিরদিনই তুমি যে আমার' বা 'দিল কা আলম' শুনতে মুখিয়ে থাকে খড়গ্রাম ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.