ETV Bharat / state

Dengue in Murshidabad: মুর্শিদাবাদে ফের ডেঙ্গি আক্রান্ত, হাসপাতালে ভর্তি তিন - তিনজন ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি

মুর্শিদাবাদে ফের ডেঙ্গি হানা ৷ তিনজন ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি (3 People Infected By Dengue in Murshidabad)৷

Dengue in Murshidabad
মুর্শিদাবাদে ফের ডেঙ্গি হানা
author img

By

Published : Jul 7, 2022, 11:03 PM IST

হরিহরপাড়া, 7 জুলাই: মুর্শিদাবাদে আরও তিনজনের ডেঙ্গিতে আক্রান্ত ৷ (3 People Infected By Dengue in Murshidabad)। তিনজনই ভিন রাজ্য থেকে সংক্রামিত হয়ে মুর্শিদাবাদ এসেছেন বলে চিকিৎসক সূত্রে খবর। এরমধ্যে দু'জন পরিযায়ী শ্রমিক ৷ তাঁরা কেরল থেকে এসেছেন। অপরজন বেঙ্গালুরুর নার্সিং ট্রেনিংয়ের ছাত্রী।

দু'জন ভর্তি রয়েছেন হরিহরপাড়া ব্লকের বহড়ান গ্রামীণ হাসপাতালে। নার্সিং ট্রেনিং ছাত্রী ভর্তি রয়েছেন হরিহিরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। জেলাজুড়ে সংক্রমণে স্বাস্থ্য দফতর ও জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকর্তা সন্দীপ সান্যাল। ডেঙ্গি সংক্রমণে ক্রমশই মুর্শিদাবাদ জেলা প্রশাসন ও স্বাস্থ্য দফতরের উদ্বেগ বাড়ছে।

ব্লক স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে

আরও পড়ুন : ভারতে ওমিক্রনের নয়া ভ্যারিয়েন্ট! টেস্টে জোর চিকিৎসকদের

দিন কয়েক আগে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় এক ডেঙ্গি আক্রান্তের। রাজ্যে এবছর প্রথম ডেঙ্গিতে মৃত্যু। তাই আতঙ্কে রয়েছেন জেলাবাসী ৷ বাড়তে চলেছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। ব্লক স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। যে তিনজন ভর্তি রয়েছেন তাঁরা ভিন রাজ্য থেকেই সংক্রমণ নিয়ে এসেছেন বলে জানা গিয়েছে। স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, তিন-চারদিনের জ্বরে ভুগলেই রক্ত পরীক্ষা করান। মশারি টাঙান ৷ বাড়ির আশপাশ পরিষ্কার রাখুন ৷

হরিহরপাড়া, 7 জুলাই: মুর্শিদাবাদে আরও তিনজনের ডেঙ্গিতে আক্রান্ত ৷ (3 People Infected By Dengue in Murshidabad)। তিনজনই ভিন রাজ্য থেকে সংক্রামিত হয়ে মুর্শিদাবাদ এসেছেন বলে চিকিৎসক সূত্রে খবর। এরমধ্যে দু'জন পরিযায়ী শ্রমিক ৷ তাঁরা কেরল থেকে এসেছেন। অপরজন বেঙ্গালুরুর নার্সিং ট্রেনিংয়ের ছাত্রী।

দু'জন ভর্তি রয়েছেন হরিহরপাড়া ব্লকের বহড়ান গ্রামীণ হাসপাতালে। নার্সিং ট্রেনিং ছাত্রী ভর্তি রয়েছেন হরিহিরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। জেলাজুড়ে সংক্রমণে স্বাস্থ্য দফতর ও জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকর্তা সন্দীপ সান্যাল। ডেঙ্গি সংক্রমণে ক্রমশই মুর্শিদাবাদ জেলা প্রশাসন ও স্বাস্থ্য দফতরের উদ্বেগ বাড়ছে।

ব্লক স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে

আরও পড়ুন : ভারতে ওমিক্রনের নয়া ভ্যারিয়েন্ট! টেস্টে জোর চিকিৎসকদের

দিন কয়েক আগে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় এক ডেঙ্গি আক্রান্তের। রাজ্যে এবছর প্রথম ডেঙ্গিতে মৃত্যু। তাই আতঙ্কে রয়েছেন জেলাবাসী ৷ বাড়তে চলেছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। ব্লক স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। যে তিনজন ভর্তি রয়েছেন তাঁরা ভিন রাজ্য থেকেই সংক্রমণ নিয়ে এসেছেন বলে জানা গিয়েছে। স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, তিন-চারদিনের জ্বরে ভুগলেই রক্ত পরীক্ষা করান। মশারি টাঙান ৷ বাড়ির আশপাশ পরিষ্কার রাখুন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.