বড়ঞা, 2 সেপ্টেম্বর : মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার কুরুন্নরুন পঞ্চায়েত সদস্য মুস্তফা সেখের খুনের ঘটনায় 3 অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে 30 অগস্ট পুনে থেকে। গতকাল অভিযুক্তদের এখানে নিয়ে এসে কান্দি মহকুমা আদালতে তোলা হয় ও 14 দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। ধৃতদের নাম সাদ্দাম সেখ, সবুর সেখ, ফুরাই সেখ ৷
প্রসঙ্গত, 13 অগস্ট সুন্দরপুর থেকে বাজার করে বাড়ি ফেরার পথে হস্তিনাপুর গ্রামের কাছে বোমা ও গুলি করে খুন করা হয় শ্রীরামপুর গ্রামের পঞ্চায়েতের সদস্য মুস্তফা সেখকে। সেই ঘটনায় সবুর সেখের নাম মূল অভিযুক্ত বলে পুলিশি তদন্তে উঠে আসে।
আরও পড়ুন : Adhir Ranjan Chowdhury : আফগান নাগরিকদের পাশে দাঁড়াক ভারত সরকার, আর্জি অধীরের
ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছিল অভিযুক্তরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুনে থেকে গ্রেফতার করার পর তাদের পুনে আদালতে তোলা হয় 31 অগস্ট । সেখান থেকে তাদের ট্রানজিড রিমান্ডে বড়ঞা থানার পুলিশ নিয়ে এসে কান্দি আদালতে তোলে। এ.সি.জি.এম ভাস্কর মজুমদারের এজলাসে এই তিন ব্যক্তির বিচার হয়।
এদিন আরও 2 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ তাদের নাম রিপন সেখ ও আব্দুল শামাদ সেখ ৷