ETV Bharat / state

ডোমকলের তৃণমূল বিধায়কের বাড়িতে নোটের বান্ডিল, এল টাকা গোনার মেশিন; চলছে ম্যারাথন জিজ্ঞাসাবাদ - ডোমকলের তৃণমূল বিধায়ক

ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতে আনা হল টাকা গোনার মেশিন ৷ সেখানে লক্ষ লক্ষ টাকা মিলেছে বলে সিবিআই সূত্রে খবর ৷ বিধায়কের পরিবারের লোকেদের ম্যারাথন জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী আধিকারিকরা ৷

Domkal TMC MLA
ডোমকলের তৃণমূল বিধায়ক
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 30, 2023, 4:06 PM IST

Updated : Nov 30, 2023, 5:17 PM IST

ডোমকলের তৃণমূল বিধায়কের বাড়িতে এল টাকা গোনার মেশিন

ডোমকল, 30 নভেম্বর: ডোমকলের বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতে মিলল লক্ষ লক্ষ টাকা ৷ তার পরিমাণ জানার জন্য ইতিমধ্যেই সেখানে নিয়ে যাওয়া হয়েছে টাকা গোনার মেশিন । বিধায়কের পরিবারের লোকেদের ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ তাঁর ডিএলএড কলেজেও হানা দেন সিবিআই আধিকারিকরা ।

এপ্রিলের পর নভেম্বর । সাত মাস পেরিয়ে ফের মুর্শিদাবাদ জেলায় হানা দিয়েছে সিবিআই । তাও আবার একই দিনে দুই প্রান্তে । বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই আগেই গ্রেফতার করেছে ৷ আর আজ ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতে হানা দেয় সিবিআই ৷

আজ সকাল 10টা নাগাদ ডোমকলের বিধায়কের বাড়িতে গিয়ে পৌঁছন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ৷ তাঁদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও ৷ তাঁরাই বাড়িটিকে ঘিরে রেখেছেন ৷ বিধানসভার অধিবেশন থাকায় বাড়িতে নেই বিধায়ক জাফিকুল ৷ তিনি আছেন কলকাতায় ৷ এই অবস্থায় তাঁর বাড়িতে হানা দিয়ে জাফিকুলের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে সিবিআই ৷ পাশাপাশি প্রতিটি ঘরে চলছে চিরুনি তল্লাশি ৷ এই তল্লাশি অভিযানের সময়ই ওই বাড়ি থেকে বিপুল পরিমাণে টাকা উদ্ধার হয়েছে বলে খবর মিলেছে ৷ তবে সেই অর্থের পরিমাণ এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি ৷ তবে কিছুক্ষণ পরেই ওই বাড়িতে টাকা গোনার মেশিন আনান তদন্তকারী আধিকারিকরা ৷ এর থেকেই মনে করা হচ্ছে যে, আবারও মোটা অঙ্কের টাকা উদ্ধারের ঘটনা ঘটতে চলেছে ৷

এই পরিস্থিতিতে ডোমকলের গোবিন্দপুর এলাকা এখনও থমথমে হয়ে রয়েছে ৷ চলছে নানা জল্পনা ৷ জাফিকুল ইসলামের বাড়ি থেকে কিলোমটার খানেক দূরে এক চায়ের দোকানদার বললেন, “বাড়ি বলবেন না, বলুন বিধায়কের প্রাসাদ দেখতে যাব ।” তাঁর কথা মিথ্যে নয় ৷ এলাকায় উপস্থিত কেন্দ্রীয় জওয়ানরা ঘিরে রেখেছে সেই পেল্লাই বাড়ি । যদিও তা নির্মীয়মাণ । নীচেই আছে বিধায়কের কার্যালয় । তা ঘিরে রেখেছেন বিধায়কের অনুগামীরা ।

এ দিকে, আজ সকালেই বড়ঞা থানার কুলি চৌরাস্তার মোড়ে বিএড কলেজ মালিক সজল আনসারির বাড়িতেও হানা দেয় সিবিআই ৷

আরও পড়ুন:

  1. মুর্শিদাবাদেও একাধিক জায়গায় সিবিআই হানা, তল্লাশি বিধায়কের বাড়িতেও
  2. রাজারহাট থেকে দেবরাজকে নিয়ে অন্যত্র তল্লাশিতে গেল সিবিআই
  3. কোচবিহারের একাধিক জায়গায় সিবিআই অভিযান

ডোমকলের তৃণমূল বিধায়কের বাড়িতে এল টাকা গোনার মেশিন

ডোমকল, 30 নভেম্বর: ডোমকলের বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতে মিলল লক্ষ লক্ষ টাকা ৷ তার পরিমাণ জানার জন্য ইতিমধ্যেই সেখানে নিয়ে যাওয়া হয়েছে টাকা গোনার মেশিন । বিধায়কের পরিবারের লোকেদের ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ তাঁর ডিএলএড কলেজেও হানা দেন সিবিআই আধিকারিকরা ।

এপ্রিলের পর নভেম্বর । সাত মাস পেরিয়ে ফের মুর্শিদাবাদ জেলায় হানা দিয়েছে সিবিআই । তাও আবার একই দিনে দুই প্রান্তে । বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই আগেই গ্রেফতার করেছে ৷ আর আজ ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতে হানা দেয় সিবিআই ৷

আজ সকাল 10টা নাগাদ ডোমকলের বিধায়কের বাড়িতে গিয়ে পৌঁছন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ৷ তাঁদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও ৷ তাঁরাই বাড়িটিকে ঘিরে রেখেছেন ৷ বিধানসভার অধিবেশন থাকায় বাড়িতে নেই বিধায়ক জাফিকুল ৷ তিনি আছেন কলকাতায় ৷ এই অবস্থায় তাঁর বাড়িতে হানা দিয়ে জাফিকুলের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে সিবিআই ৷ পাশাপাশি প্রতিটি ঘরে চলছে চিরুনি তল্লাশি ৷ এই তল্লাশি অভিযানের সময়ই ওই বাড়ি থেকে বিপুল পরিমাণে টাকা উদ্ধার হয়েছে বলে খবর মিলেছে ৷ তবে সেই অর্থের পরিমাণ এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি ৷ তবে কিছুক্ষণ পরেই ওই বাড়িতে টাকা গোনার মেশিন আনান তদন্তকারী আধিকারিকরা ৷ এর থেকেই মনে করা হচ্ছে যে, আবারও মোটা অঙ্কের টাকা উদ্ধারের ঘটনা ঘটতে চলেছে ৷

এই পরিস্থিতিতে ডোমকলের গোবিন্দপুর এলাকা এখনও থমথমে হয়ে রয়েছে ৷ চলছে নানা জল্পনা ৷ জাফিকুল ইসলামের বাড়ি থেকে কিলোমটার খানেক দূরে এক চায়ের দোকানদার বললেন, “বাড়ি বলবেন না, বলুন বিধায়কের প্রাসাদ দেখতে যাব ।” তাঁর কথা মিথ্যে নয় ৷ এলাকায় উপস্থিত কেন্দ্রীয় জওয়ানরা ঘিরে রেখেছে সেই পেল্লাই বাড়ি । যদিও তা নির্মীয়মাণ । নীচেই আছে বিধায়কের কার্যালয় । তা ঘিরে রেখেছেন বিধায়কের অনুগামীরা ।

এ দিকে, আজ সকালেই বড়ঞা থানার কুলি চৌরাস্তার মোড়ে বিএড কলেজ মালিক সজল আনসারির বাড়িতেও হানা দেয় সিবিআই ৷

আরও পড়ুন:

  1. মুর্শিদাবাদেও একাধিক জায়গায় সিবিআই হানা, তল্লাশি বিধায়কের বাড়িতেও
  2. রাজারহাট থেকে দেবরাজকে নিয়ে অন্যত্র তল্লাশিতে গেল সিবিআই
  3. কোচবিহারের একাধিক জায়গায় সিবিআই অভিযান
Last Updated : Nov 30, 2023, 5:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.