ETV Bharat / state

Youth Ranked 19th in WBCS: টালির চালের ঘর থেকে ডব্লুবিসিএসে 19 র‍্যাংক, স্বপ্নের উড়ান মিজানুরের

author img

By

Published : Feb 5, 2023, 1:25 PM IST

ডব্লুবিসিএসে 19 র‍্যাঙ্ক করলেন (Youth Ranked 19th in WBCS) মুর্শিদাবাদের সাগরদিঘির মিজানুর রহমান ৷ বি গ্রেডের পুলিশ সার্ভিসে 6 র‍্যাংক করেছেন তিনি ৷ হকার বাবার টালির চালের ঘর থেকে এবার ডিএসপি পদমর্যাদার চাকরিতে যোগ দেওয়ার অপেক্ষায় মিজানুর ৷

Youth Ranked 19th in WBCS ETV BHARAT
Youth Ranked 19th in WBCS ETV BHARAT
ডব্লুবিসিএসে 19 র‍্যাঙ্ক সাগরদিঘির মিজানুর রহমানের

সাগরদিঘি (মুর্শিদাবাদ), 5 ফেব্রুয়ারি: বাবা পেশায় হকার ৷ গৃহবধূ মা শিক্ষার আঙিনায় পা দেননি কোনদিন ৷ অভাবের সংসারের এমন একটি টালির চালের নীচে হ্যারিকেনের আলোয় লেখাপড়া করে আজ লাইম লাইটে মুর্শিদাবাদের সাগরদিঘির মিজানুর রহমান ৷ ডব্লুবিসিএস জেনারেল ক্যাটাগরিতে 19 এবং বি গ্রেডের পুলিশ সার্ভিসে 6 র‍্যাংক করে সবার নজর কেড়েছেন মিজানুর রহমান (Mizanur Rahman of Sagardighi Ranked 19th in WBCS) ৷ খুব শীঘ্রই ডিএসপি পদমর্যাদার চাকরিতে যোগ দিতে চলেছেন সাগরদিঘি ব্লকের ফুলশহরী গ্রামের এই কৃতি ৷

আর নিজের এই সাফল্য নিয়ে মিজানুর রহমান বললেন, ‘‘বাবার কাছে লেখাপড়ার জন্য যা চেয়েছি উনি কষ্ট করে হলেও আমাকে দিয়েছেন ৷ ফলে পড়াশোনা চালাতে সেভাবে অভাব বুঝিনি ৷ তবে, কোচিং নেওয়ার মতো সামর্থ ছিল না ৷ ধৈর্য্য রেখে স্বপ্নপূরণের দিকে এগিয়েছি ৷ খুব ভালো লাগছে আজ ৷’’ বাবা তোফজুল ইসলাম বাঁকুড়ায় হকারি করেন ৷ দুই ছেলে তিন মেয়েকে সামলাতেন মা আসিয়া বিবি ৷ মাস অন্তর বাড়ি এসে উপার্জনের টাকা স্ত্রীর হাতে ধরিয়ে দিতেন ৷

আসিয়া বিবি নিজে নিরক্ষর হলেও ছেলে-মেয়েদের লেখাপড়ায় সবসময় নজর রাখতেন ৷ পাঁচ ছেলে-মেয়ের মধ্যে মিজানুর পরিবারের বড় ছেলে ৷ 2010 সালে সাগরদিঘির শেখদিঘি হাইস্কুল থেকে 80.6 শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক পাশ করেন মিজানুর ৷ ভর্তি হন আল আমিন মিশনে ৷ 2012 সালে আল আমিন মিশন থেকে বিজ্ঞান বিভাগে 82 শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হন ৷ ফিজিক্স অনার্সে নিয়ে স্নাতকে ভর্তি হন জিতাগঞ্জ কলেজে ৷ 2016 সালে 66 শতাংশ নম্বর নিয়ে স্নাতক পাশ করেন ৷

আরও পড়ুন: সন্ত্রাসের আঁতুরঘর থেকে উত্থান ডিএসপি'র, খালেদকে নিয়ে মাতোয়ারা কালিয়াচক

ডব্লুবিসিএস হওয়ার স্বপ্ন আঁকড়ে এরপর লড়াই শুরু করেন মিজানুর রহমান ৷ মেধা ও মানসিক দৃঢ়তা আর অধ্যাবসায়ের জোরে স্বপ্নের চৌকাঠ ডিঙিয়েছেন টালির চালের ঘরে বড় হওয়া মিজানুর ৷ গত শুক্রবার রাতে রেজাল্ট পেয়েছেন ৷ ডব্লুবিসিএস জেনারেল ক্যাটাগরিতে 10 নম্বর র‍্যাঙ্ক দেখেই উচ্ছ্বাসে মাকে জড়িয়ে ধরেছিলেন ৷ ঝড়ের বেগে হকার পুত্রের সাফল্যের খবর ছড়িয়ে পড়ে এলাকায় ৷ রাত থেকে বাড়িতে অভিন্দন জানাতে সকলের ভিড় উপচে পড়ে ৷ বাবা তোফজুল ইসলাম বলেন, ‘‘ছোট থেকেই বড় মানুষ হওয়ার স্বপ্ন দেখত ৷ আমি খুব খুশি ৷’’ মিজানুরকে অভিনন্দন উৎসাহী মানুষের ঢল নেমেছে ফুলশহরী গ্রামের টালির চালের বাড়িতে ৷

ডব্লুবিসিএসে 19 র‍্যাঙ্ক সাগরদিঘির মিজানুর রহমানের

সাগরদিঘি (মুর্শিদাবাদ), 5 ফেব্রুয়ারি: বাবা পেশায় হকার ৷ গৃহবধূ মা শিক্ষার আঙিনায় পা দেননি কোনদিন ৷ অভাবের সংসারের এমন একটি টালির চালের নীচে হ্যারিকেনের আলোয় লেখাপড়া করে আজ লাইম লাইটে মুর্শিদাবাদের সাগরদিঘির মিজানুর রহমান ৷ ডব্লুবিসিএস জেনারেল ক্যাটাগরিতে 19 এবং বি গ্রেডের পুলিশ সার্ভিসে 6 র‍্যাংক করে সবার নজর কেড়েছেন মিজানুর রহমান (Mizanur Rahman of Sagardighi Ranked 19th in WBCS) ৷ খুব শীঘ্রই ডিএসপি পদমর্যাদার চাকরিতে যোগ দিতে চলেছেন সাগরদিঘি ব্লকের ফুলশহরী গ্রামের এই কৃতি ৷

আর নিজের এই সাফল্য নিয়ে মিজানুর রহমান বললেন, ‘‘বাবার কাছে লেখাপড়ার জন্য যা চেয়েছি উনি কষ্ট করে হলেও আমাকে দিয়েছেন ৷ ফলে পড়াশোনা চালাতে সেভাবে অভাব বুঝিনি ৷ তবে, কোচিং নেওয়ার মতো সামর্থ ছিল না ৷ ধৈর্য্য রেখে স্বপ্নপূরণের দিকে এগিয়েছি ৷ খুব ভালো লাগছে আজ ৷’’ বাবা তোফজুল ইসলাম বাঁকুড়ায় হকারি করেন ৷ দুই ছেলে তিন মেয়েকে সামলাতেন মা আসিয়া বিবি ৷ মাস অন্তর বাড়ি এসে উপার্জনের টাকা স্ত্রীর হাতে ধরিয়ে দিতেন ৷

আসিয়া বিবি নিজে নিরক্ষর হলেও ছেলে-মেয়েদের লেখাপড়ায় সবসময় নজর রাখতেন ৷ পাঁচ ছেলে-মেয়ের মধ্যে মিজানুর পরিবারের বড় ছেলে ৷ 2010 সালে সাগরদিঘির শেখদিঘি হাইস্কুল থেকে 80.6 শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক পাশ করেন মিজানুর ৷ ভর্তি হন আল আমিন মিশনে ৷ 2012 সালে আল আমিন মিশন থেকে বিজ্ঞান বিভাগে 82 শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হন ৷ ফিজিক্স অনার্সে নিয়ে স্নাতকে ভর্তি হন জিতাগঞ্জ কলেজে ৷ 2016 সালে 66 শতাংশ নম্বর নিয়ে স্নাতক পাশ করেন ৷

আরও পড়ুন: সন্ত্রাসের আঁতুরঘর থেকে উত্থান ডিএসপি'র, খালেদকে নিয়ে মাতোয়ারা কালিয়াচক

ডব্লুবিসিএস হওয়ার স্বপ্ন আঁকড়ে এরপর লড়াই শুরু করেন মিজানুর রহমান ৷ মেধা ও মানসিক দৃঢ়তা আর অধ্যাবসায়ের জোরে স্বপ্নের চৌকাঠ ডিঙিয়েছেন টালির চালের ঘরে বড় হওয়া মিজানুর ৷ গত শুক্রবার রাতে রেজাল্ট পেয়েছেন ৷ ডব্লুবিসিএস জেনারেল ক্যাটাগরিতে 10 নম্বর র‍্যাঙ্ক দেখেই উচ্ছ্বাসে মাকে জড়িয়ে ধরেছিলেন ৷ ঝড়ের বেগে হকার পুত্রের সাফল্যের খবর ছড়িয়ে পড়ে এলাকায় ৷ রাত থেকে বাড়িতে অভিন্দন জানাতে সকলের ভিড় উপচে পড়ে ৷ বাবা তোফজুল ইসলাম বলেন, ‘‘ছোট থেকেই বড় মানুষ হওয়ার স্বপ্ন দেখত ৷ আমি খুব খুশি ৷’’ মিজানুরকে অভিনন্দন উৎসাহী মানুষের ঢল নেমেছে ফুলশহরী গ্রামের টালির চালের বাড়িতে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.