ETV Bharat / entertainment

আশা ভোঁসলের 'টিকটক' অ্যাকাউন্ট থেকে সাবধান! ফাঁপরে তুষার কাপুরও - Asha Bhosles TikTok alert - ASHA BHOSLES TIKTOK ALERT

FAKE ACCOUNT ON SOCIAL MEDIA: সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের টিকটিকে ফেক অ্যাকাউন্ট তৈরি হতেই বাড়তে থাকে ফলোয়ারের সংখ্যা ৷ অন্যদিকে, অভিনেতা তুষার কাপুরের সোশাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক হয় বলে অভিযোগ ৷

FAKE ACCOUNT ON SOCIAL MEDIA
সোশাল মিডিয়ায় বিপাকে আশা-তুষার (সোশাল মিডিয়া)
author img

By PTI

Published : Oct 1, 2024, 12:33 PM IST

নয়াদিল্লি, 1 অক্টোবর: স্বনামধন্য গায়িকা আশা ভোঁসলের নামে এবার ফেক অ্যাকাউন্ট সোশাল অ্যাপ টিকটক-এ ৷ এমন ঘটনা সামনে আসার পরেই অনুরাগীদের সাবধান করেছেন পিয়া তু গায়িকা ৷ আশা ভোঁসলের নামে ফেক অ্যাকাউন্ট তৈরি হওয়ায় উদ্বিগ্ন অনুরাগীরাও ৷ পাশাপাশি, অভিনেতা তুষার কাপুরের ফেসবুক অ্যাকাউন্টও হ্যাকড হওয়ার অভিযোগ সামনে এসেছ ৷

সোমবার, আশা ভোঁসলের টিমের তরফ থেকে ইন্সটাগ্রাম স্টোরিতে টিকটিকের ফেক অ্যাকাউন্টের ছবি শেয়ার করে লেখা হয়, "সঙ্গীতশিল্পী আশা ভোঁসলেজির সকল অনুরাগীদের সাবধান ৷ শিল্পীর নামে ফেক অ্যাকাউন্ট তৈরি হয়েছে ৷ টিকটিক অ্যাপে লাইভ ও নানা গেম খেলা হচ্ছে ৷ নজর পড়লেই এই পেজ নিয়ে রিপোর্ট করুন ও শিল্পীর নাম রক্ষা করুন ৷" ফেক প্রোফাইলে দেখা গিয়েছে, বর্তমানে ইন্সটাগ্রামে যেমন ছবি ব্যবহার করেছেন শিল্পী তেমনটাই সেখানে ব্যবহার করা হয়েছে ৷

FAKE ACCOUNT ON SOCIAL MEDIA
আশা ভোঁসলের নকল অ্যাকাউন্ট (শিল্পীর ফেক অ্যাকাউন্ট)

এই প্রোফাইল সামনে আসার পর মুহূর্তে পেজের ফলোয়ার সংখ্যা বাড়তে থাকে ৷ বায়োতে লেখা হয়, "অনলি অফিসিয়াল প্রোফাইল... আপনার আশা, সিঙ্গার সিন্স 1943 ৷" ফেক অ্যাকাউন্টে ফলোয়ার সংখ্যা তখন 1300 ৷ বিষয়টি খুব তাড়াতাড়ি নজরে আসায় দ্রুত সমাধানের চেষ্টা করেছে আশা ভোঁসলের টিম ৷

উল্লেখ্য, আট দশক ধরে গানের জগতে মোহময় মুগ্ধতা ছড়িয়েছেন আশা ভোঁসলে ৷ বাংলা-হিন্দির পাশাপাশি অন্যান্য ভাষাতেও তাঁর গানের সমাহার মোহিত করেছে বিশ্ববাসীকে ৷ 'পিয়া তু থেকে' শুরু করে 'দিল চিজ ক্যায়া হ্যায়', কিংবা 'ছোটি সি কাহানি' থেকে 'লে গয়ি লে গয়ি'.. হাজারো গানের ভিড়ে আজ আপামর দর্শক হারিয়ে যেতে ভালোবাসেন ৷

অন্যদিকে, অভিনেতা তুষার কাপুরের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ সামনে আসে ৷ এদিন, গোলমাল অভিনেতা জানান, তাঁর প্রাইভেট ও পাবলিক অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে ৷ তিনি ইন্সটাগ্রাম পোস্টে লেখেন, "আমার ফেসবুকের প্রাইভেট ও পাবলিক অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে ৷ আমি ও আমার টিম তা পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছি ৷ খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে সোশাল মিডিয়ার মাধ্যমে এনগেজড হতে পারব ৷ ততক্ষণ ধৈর্য্য ধরুন ৷"

প্রসঙ্গত, 2020 সালে ভারত সরকার টিকটিক-সহ 54টি চাইনিজ অ্যাপ ব্যান করে দেয় ৷ জাতীয় সুরক্ষা ও তথ্য সংরক্ষণের কারণে অ্যাপগুলি ব্যান করা হয় বলে জানা গিয়েছে ৷

নয়াদিল্লি, 1 অক্টোবর: স্বনামধন্য গায়িকা আশা ভোঁসলের নামে এবার ফেক অ্যাকাউন্ট সোশাল অ্যাপ টিকটক-এ ৷ এমন ঘটনা সামনে আসার পরেই অনুরাগীদের সাবধান করেছেন পিয়া তু গায়িকা ৷ আশা ভোঁসলের নামে ফেক অ্যাকাউন্ট তৈরি হওয়ায় উদ্বিগ্ন অনুরাগীরাও ৷ পাশাপাশি, অভিনেতা তুষার কাপুরের ফেসবুক অ্যাকাউন্টও হ্যাকড হওয়ার অভিযোগ সামনে এসেছ ৷

সোমবার, আশা ভোঁসলের টিমের তরফ থেকে ইন্সটাগ্রাম স্টোরিতে টিকটিকের ফেক অ্যাকাউন্টের ছবি শেয়ার করে লেখা হয়, "সঙ্গীতশিল্পী আশা ভোঁসলেজির সকল অনুরাগীদের সাবধান ৷ শিল্পীর নামে ফেক অ্যাকাউন্ট তৈরি হয়েছে ৷ টিকটিক অ্যাপে লাইভ ও নানা গেম খেলা হচ্ছে ৷ নজর পড়লেই এই পেজ নিয়ে রিপোর্ট করুন ও শিল্পীর নাম রক্ষা করুন ৷" ফেক প্রোফাইলে দেখা গিয়েছে, বর্তমানে ইন্সটাগ্রামে যেমন ছবি ব্যবহার করেছেন শিল্পী তেমনটাই সেখানে ব্যবহার করা হয়েছে ৷

FAKE ACCOUNT ON SOCIAL MEDIA
আশা ভোঁসলের নকল অ্যাকাউন্ট (শিল্পীর ফেক অ্যাকাউন্ট)

এই প্রোফাইল সামনে আসার পর মুহূর্তে পেজের ফলোয়ার সংখ্যা বাড়তে থাকে ৷ বায়োতে লেখা হয়, "অনলি অফিসিয়াল প্রোফাইল... আপনার আশা, সিঙ্গার সিন্স 1943 ৷" ফেক অ্যাকাউন্টে ফলোয়ার সংখ্যা তখন 1300 ৷ বিষয়টি খুব তাড়াতাড়ি নজরে আসায় দ্রুত সমাধানের চেষ্টা করেছে আশা ভোঁসলের টিম ৷

উল্লেখ্য, আট দশক ধরে গানের জগতে মোহময় মুগ্ধতা ছড়িয়েছেন আশা ভোঁসলে ৷ বাংলা-হিন্দির পাশাপাশি অন্যান্য ভাষাতেও তাঁর গানের সমাহার মোহিত করেছে বিশ্ববাসীকে ৷ 'পিয়া তু থেকে' শুরু করে 'দিল চিজ ক্যায়া হ্যায়', কিংবা 'ছোটি সি কাহানি' থেকে 'লে গয়ি লে গয়ি'.. হাজারো গানের ভিড়ে আজ আপামর দর্শক হারিয়ে যেতে ভালোবাসেন ৷

অন্যদিকে, অভিনেতা তুষার কাপুরের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ সামনে আসে ৷ এদিন, গোলমাল অভিনেতা জানান, তাঁর প্রাইভেট ও পাবলিক অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে ৷ তিনি ইন্সটাগ্রাম পোস্টে লেখেন, "আমার ফেসবুকের প্রাইভেট ও পাবলিক অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে ৷ আমি ও আমার টিম তা পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছি ৷ খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে সোশাল মিডিয়ার মাধ্যমে এনগেজড হতে পারব ৷ ততক্ষণ ধৈর্য্য ধরুন ৷"

প্রসঙ্গত, 2020 সালে ভারত সরকার টিকটিক-সহ 54টি চাইনিজ অ্যাপ ব্যান করে দেয় ৷ জাতীয় সুরক্ষা ও তথ্য সংরক্ষণের কারণে অ্যাপগুলি ব্যান করা হয় বলে জানা গিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.