কানপুর, 1 অক্টোবর: শেষদিন দুরন্ত রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা ৷ দুই স্পিনারের ঘূর্ণিতে দ্বিতীয় ইনিংসে দেড়শোর আগেই গুটিয়ে গেল বাংলাদেশ ৷ 146 রানে শেষ টাইগারদের ইনিংস ৷ ম্যাচ ও সিরিজ জিততে ভারতের দরকার 95 রান ৷ প্রথম ইনিংসের নায়ক তৃতীয় ইনিংসে ডাহা ফেল ৷ খাতাই খুলতে পারলেন না প্রথম ইনিংসের নায়ক মোমিনূল হক ৷
কাল 26/2 উইকেট থেকে খেলতে নেমে এদিন শুরুতেই পরপর উইকেট হারাতে থাকে বাংলাদেশ ৷ ওপেনার শাদমান ইসলাম 101 বলে 50 রানের ইনিংস খেললেও তাঁকে সঙ্গ দেওয়ার মতো কেউ ছিল না ৷ অর্ধ-শতরানে পৌঁছনোর পর তাঁকে তুলে নেন আকাশদীপ ৷ মাঝে অধিনায়ক নাজমূল হোসেন শান্ত (37 বলে 19) ও মুশফিকুর রহিম (63 বলে 37) চেষ্টা করলেও তা কাজে আসেনি ৷
Middle stump out of the ground! 🎯
— BCCI (@BCCI) October 1, 2024
An absolute Jaffa from Jasprit Bumrah to wrap the 2nd innings 🔥
Bangladesh are all out for 146
Scorecard - https://t.co/JBVX2gyyPf#TeamIndia | #INDvBAN | @Jaspritbumrah93 | @IDFCFIRSTBank pic.twitter.com/TwdJOsjR4g
প্রথম ইনিংসে কার্যত বাজবল উপহার দিয়েছে ‘রোহিত অ্যান্ড কোং’ ৷ দ্বিতীয় ইনিংসে অবশ্য বেদম প্রহারের জায়গা দেয়নি বাংলাদেশ ৷ 60 ওভারে মাত্র 95 রান করলেই ম্যাচ পকেটে পুরবে ভারত ৷ সেক্ষেত্রে প্রথম ম্যাচ জেতার পর দ্বিতীয় ম্যাচও জিতে নেবে টিম ইন্ডিয়া ৷ ফলে পাকিস্তানকে পর্যদূস্ত করার পর ভারতে এসে ‘চুনকাম’ হতে হবে টাইগারদের ৷