ETV Bharat / bharat

গাজিয়াবাদে রাসায়নিক ও তেল কারখানায় ভয়াবহ আগুন, দেখুন ভিডিয়ো - Massive Fire In Ghaziabad - MASSIVE FIRE IN GHAZIABAD

Fire at Oil and Chemical Factory: দিল্লি সংলগ্ন গাজিয়াবাদের রাসায়নিক ও তেল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । সোমবার রাতে এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে । দমকলের কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে ।

Fire in Oil and Chemical Factories
রাতে দুটি কারখানায় আগুন গাজিয়াবাদে (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 1, 2024, 11:30 AM IST

গাজিয়াবাদ, 1 অক্টোবর: রাসায়নিক ও তেল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ৷ একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা ৷ ঘটনাটি ঘটেছে সোমবার রাত সাড়ে 12টার দিকে দিল্লি সংলগ্ন গাজিয়াবাদের মুরাদনগর এলাকায় অবস্থিত দুটি কারখানায় ৷ যদিও দমকলের অনেক ঘণ্টার চেষ্টায় আগুন শেষ পর্যন্ত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে ৷

দমকল সূত্রে খবর, সোমবার রাতে দিল্লি-মেরঠ সড়কের গঙ্গা খাল সেতু সংলগ্ন ইউসুফপুর-মনোটা গ্রামের কাছে আগুন লাগার খবর যায় মোদিনগর ফায়ার স্টেশন । এরপরেই ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন। পবনপুরী শিল্প এলাকার 87-এ নম্বর প্লটে অবস্থিত শিব অয়েল অ্যান্ড কেমিক্যালস এবং বিআর এগ্রো অয়েল-এ আগুন লাগে ।

গাজিয়াবাদে রাসায়নিক ও তেল কারখানায় ভয়াবহ আগুন (ইটিভি)

দুটি কারখানার মালিকের নাম যথাক্রমে রেখা গয়াল ও হরিপ্রকাশ গয়াল । দমকলের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন । তবে পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে পরে আরও দমকলের ইঞ্জিন ডাকা হয় । আগুন নেভাতে বেশ কয়েকটি দমকলের ইঞ্জিন একসঙ্গে কাজ করে । তারপরেই কয়েক ঘণ্টার চেষ্টায় ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে ৷

Fire in Oil and Chemical Factories
কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে (ইটিভি ভারত)

দমকলের তরফে জানা গিয়েছে, কারখানায় তেল এবং রাসায়নিক মজুত ছিল ৷ যার ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে ৷ সে কারণে একের পর এক বিস্ফোরণ ঘটে ঘটনাস্থলে । এতে কারখানাগুলির ছাদ ও সীমানা প্রাচীর ধসে পড়ে । আগুন ছড়িয়ে পড়ে পাশের প্লট নম্বর 87-বি-তে অবস্থিত সিন্ডিকেট প্যাকেজিং প্রাইভেট লিমিটেডের কারখানায়ও ৷

Fire in Oil and Chemical Factories
রাসায়নিক ও তেল কারখানায় ভয়াবহ আগুন (ইটিভি ভারত)

কিন্তু দমকল আধিকারিকরা সময়মতো ওই কারখানায় পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন । কারখানাগুলোতে অগ্নিনির্বাপণের যথাযথ ব্যবস্থা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে দমকলের তরফে । যদিও আগুন লাগার ঘটনার পিছনে কারণ এখনও জানা যায়নি । সেই নিয়ে তদন্ত চলছে ৷ এই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণহানির কোনও খবর নেই ৷ তবে কারখানার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে ৷

গাজিয়াবাদ, 1 অক্টোবর: রাসায়নিক ও তেল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ৷ একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা ৷ ঘটনাটি ঘটেছে সোমবার রাত সাড়ে 12টার দিকে দিল্লি সংলগ্ন গাজিয়াবাদের মুরাদনগর এলাকায় অবস্থিত দুটি কারখানায় ৷ যদিও দমকলের অনেক ঘণ্টার চেষ্টায় আগুন শেষ পর্যন্ত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে ৷

দমকল সূত্রে খবর, সোমবার রাতে দিল্লি-মেরঠ সড়কের গঙ্গা খাল সেতু সংলগ্ন ইউসুফপুর-মনোটা গ্রামের কাছে আগুন লাগার খবর যায় মোদিনগর ফায়ার স্টেশন । এরপরেই ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন। পবনপুরী শিল্প এলাকার 87-এ নম্বর প্লটে অবস্থিত শিব অয়েল অ্যান্ড কেমিক্যালস এবং বিআর এগ্রো অয়েল-এ আগুন লাগে ।

গাজিয়াবাদে রাসায়নিক ও তেল কারখানায় ভয়াবহ আগুন (ইটিভি)

দুটি কারখানার মালিকের নাম যথাক্রমে রেখা গয়াল ও হরিপ্রকাশ গয়াল । দমকলের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন । তবে পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে পরে আরও দমকলের ইঞ্জিন ডাকা হয় । আগুন নেভাতে বেশ কয়েকটি দমকলের ইঞ্জিন একসঙ্গে কাজ করে । তারপরেই কয়েক ঘণ্টার চেষ্টায় ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে ৷

Fire in Oil and Chemical Factories
কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে (ইটিভি ভারত)

দমকলের তরফে জানা গিয়েছে, কারখানায় তেল এবং রাসায়নিক মজুত ছিল ৷ যার ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে ৷ সে কারণে একের পর এক বিস্ফোরণ ঘটে ঘটনাস্থলে । এতে কারখানাগুলির ছাদ ও সীমানা প্রাচীর ধসে পড়ে । আগুন ছড়িয়ে পড়ে পাশের প্লট নম্বর 87-বি-তে অবস্থিত সিন্ডিকেট প্যাকেজিং প্রাইভেট লিমিটেডের কারখানায়ও ৷

Fire in Oil and Chemical Factories
রাসায়নিক ও তেল কারখানায় ভয়াবহ আগুন (ইটিভি ভারত)

কিন্তু দমকল আধিকারিকরা সময়মতো ওই কারখানায় পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন । কারখানাগুলোতে অগ্নিনির্বাপণের যথাযথ ব্যবস্থা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে দমকলের তরফে । যদিও আগুন লাগার ঘটনার পিছনে কারণ এখনও জানা যায়নি । সেই নিয়ে তদন্ত চলছে ৷ এই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণহানির কোনও খবর নেই ৷ তবে কারখানার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.