ETV Bharat / state

Murder Allegation : কিশোরী বধূকে খুনের অভিযোগ, বেপাত্তা স্বামী-সহ অভিযুক্তরা - ডোমকল

মুর্শিদাবাদের ডোমকলে কিশোরী গৃহবধূকে খুনের অভিযোগ ৷ শ্বাসরোধ করে খুনের অভিযোগ স্বামী-সহ শ্বশুরবাড়ির বাকি সদস্যদের বিরুদ্ধে ৷ ঘটনার পর থেকেই গা-ঢাকা দিয়েছে অভিযুক্তরা ৷ তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ ৷

minor house wife unnatural death in Domkal, murder allegation against husband and in laws
Murder Allegation : কিশোরী বধূকে খুনের অভিযোগ, বেপাত্তা স্বামী-সহ বাকি অভিযুক্তরা
author img

By

Published : Aug 13, 2021, 7:37 PM IST

ডোমকল, 13 অগস্ট : কিশোরী গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ ৷ কাঠগড়ায় স্বামী-সহ শ্বশুরবাড়ির সদস্যরা ৷ মৃতার নাম মণিকা খাতুন ৷ ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের ডোমকল থানা এলাকায় ৷ ঘটনার পর থেকেই বেপাত্তা মৃতার স্বামী ও অন্য অভিযুক্তরা ৷

আরও পড়ুন : Murdered : জমি বিবাদের জেরে ভাইকে খুন, আটক অভিযুক্ত

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মণিকার বাপের বাড়ি বাটিকামারি এলাকায় ৷ বছর খানেক আগে তার সঙ্গে বিয়ে হয় ডোমকলের রমনা বসন্তপুরের বাসিন্দা রাকেশ শেখের ৷ মণিকার বাবা মনিরুদ্দিনের দাবি, নাবালিকা মেয়ের বিয়ে দেওয়ার কোনও ইচ্ছাই ছিল না তাঁর ৷ কিন্তু ছেলের বাড়ির লোকজন তাঁদের হুমকি দিয়েছিল ৷ বলা হয়েছিল, মণিকার বিয়ে না দিলে সকলকে খুন করে ফেলা হবে ৷ সেই ভয়েই নাকি মেয়ের বিয়ে দিতে বাধ্য হয়েছিলেন মনিরুদ্দিন ৷

পুলিশকে মনিরুদ্দিন ও তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছেন, বিয়ের পর থেকেই মণিকার উপর মানসিক ও শারীরিক নির্যাতন শুরু করে তার শ্বশুরবাড়ির লোকেরা ৷ তা সহ্য করতে না পেরে সম্প্রতি বাপের বাড়ি ফিরে আসে মণিকা ৷ কিন্তু, কিছু দিন আগেই রাকেশ মণিকাকে জোর করে শ্বশুরবাড়ি ফেরত নিয়ে যায় ৷ আবার শুরু হয় মারধর ৷ এরপর বৃহস্পতিবার রাতে মণিকাকে শ্বাসরোধ করে খুন করা হয় বলে অভিযোগ ৷ রাতেই মণিকাকে ডোমকল হাসপাতালে নিয়ে আসা হয় ৷ চিকিৎসকরা তাকে দেখে মৃত বলে ঘোষণা করেন ৷

আরও পড়ুন : স্বামী ও ছেলেকে খুন করে আত্মহত্যার চেষ্টা মহিলার

এদিকে, মেয়ের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পৌঁছন মণিকার বাপের বাড়ির লোকেরা ৷ কিন্তু, এর মধ্যেই হাসপাতাল থেকে চম্পট দেয় রাকেশ ৷ খোঁজ মিলছে না তার পরিবারের বাকি সদস্যদেরও ৷ খবর পেয়ে হাসপাতালে পৌঁছয় পুলিশ ৷ দেহ ময়নাতদন্তের ব্যবস্থা করে তারা ৷ মৃতার পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে শুরু হয় তদন্ত ৷ অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে ৷

ডোমকল, 13 অগস্ট : কিশোরী গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ ৷ কাঠগড়ায় স্বামী-সহ শ্বশুরবাড়ির সদস্যরা ৷ মৃতার নাম মণিকা খাতুন ৷ ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের ডোমকল থানা এলাকায় ৷ ঘটনার পর থেকেই বেপাত্তা মৃতার স্বামী ও অন্য অভিযুক্তরা ৷

আরও পড়ুন : Murdered : জমি বিবাদের জেরে ভাইকে খুন, আটক অভিযুক্ত

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মণিকার বাপের বাড়ি বাটিকামারি এলাকায় ৷ বছর খানেক আগে তার সঙ্গে বিয়ে হয় ডোমকলের রমনা বসন্তপুরের বাসিন্দা রাকেশ শেখের ৷ মণিকার বাবা মনিরুদ্দিনের দাবি, নাবালিকা মেয়ের বিয়ে দেওয়ার কোনও ইচ্ছাই ছিল না তাঁর ৷ কিন্তু ছেলের বাড়ির লোকজন তাঁদের হুমকি দিয়েছিল ৷ বলা হয়েছিল, মণিকার বিয়ে না দিলে সকলকে খুন করে ফেলা হবে ৷ সেই ভয়েই নাকি মেয়ের বিয়ে দিতে বাধ্য হয়েছিলেন মনিরুদ্দিন ৷

পুলিশকে মনিরুদ্দিন ও তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছেন, বিয়ের পর থেকেই মণিকার উপর মানসিক ও শারীরিক নির্যাতন শুরু করে তার শ্বশুরবাড়ির লোকেরা ৷ তা সহ্য করতে না পেরে সম্প্রতি বাপের বাড়ি ফিরে আসে মণিকা ৷ কিন্তু, কিছু দিন আগেই রাকেশ মণিকাকে জোর করে শ্বশুরবাড়ি ফেরত নিয়ে যায় ৷ আবার শুরু হয় মারধর ৷ এরপর বৃহস্পতিবার রাতে মণিকাকে শ্বাসরোধ করে খুন করা হয় বলে অভিযোগ ৷ রাতেই মণিকাকে ডোমকল হাসপাতালে নিয়ে আসা হয় ৷ চিকিৎসকরা তাকে দেখে মৃত বলে ঘোষণা করেন ৷

আরও পড়ুন : স্বামী ও ছেলেকে খুন করে আত্মহত্যার চেষ্টা মহিলার

এদিকে, মেয়ের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পৌঁছন মণিকার বাপের বাড়ির লোকেরা ৷ কিন্তু, এর মধ্যেই হাসপাতাল থেকে চম্পট দেয় রাকেশ ৷ খোঁজ মিলছে না তার পরিবারের বাকি সদস্যদেরও ৷ খবর পেয়ে হাসপাতালে পৌঁছয় পুলিশ ৷ দেহ ময়নাতদন্তের ব্যবস্থা করে তারা ৷ মৃতার পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে শুরু হয় তদন্ত ৷ অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.