মুর্শিদাবাদ, 19 জুন : মুম্বইয়ে খুন করে এসে ভরতপুরে নিজের বাড়িতে আত্মগোপন করেছিল এক পরিযায়ী শ্রমিক । তদন্তে নেমে খুনের ঘটনার দু'মাস পর মুম্বই পুলিশ (Mumbai Police) ওই যুবককে তার বাড়ি থেকে গ্রেফতর করল । ভরতপুরের বাসিন্দা ধৃত এই যুবকের নাম সাবির শেখ । শনিবার কান্দি আদালতে হাজির করে ধৃতকে ট্রানজিট রিমান্ডে মুম্বই নিয়ে যাওয়া হচ্ছে ৷ আগামী মঙ্গলবার দাদর কোর্টে বিচারের জন্য তোলা হবে ওই যুবককে ।
ধৃত সাবির নির্মাণ শ্রমিক হিসাবে মুম্বইয়ে গিয়েছিল ৷ সেখানেই ঠিকাদার সংস্থার মালিকের সঙ্গে মজুরি নিয়ে বচসা হয় তার । বচসার মাঝে মনিরুদ্দিন শেখ নামে ওই ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় সাবির । একদিন পর মৃত্যু হয় মনিরুদ্দন শেখের । তারপর থেকে মুম্বই থেকে ফিরে গ্রামের বাড়িতে এসে গা ঢাকা দিয়েছিল সাবির শেখ । ঘটনায় দাদর থানায় খুনের মামলা রুজু হয় । তদন্তে নেমে মুম্বই পুলিশের একটি দল গতকাল ভরতপুর থেকে গ্রেফতার করে সাবির শেখকে ।
শনিবার কান্দি মহকুমা আদালতে তাকে হাজির করে ট্রানজিট রিমান্ডে নেওয়া হয়েছে । আজই মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে তদন্তকারী দল । খুনের ঘটনায় সাবিরের নাম জড়ানোয় হতবাক গ্রামের বাসিন্দারা ।
আরও পড়ুন : Malda Murder : চার মাস আগে পরিবারের চারজনকে খুন, বাড়িতে পুঁতে রেখে বাস ছেলের