ETV Bharat / state

Migrant Labour Death : ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু মুর্শিদাবাদের শ্রমিকের - migrant labour death in gujarat

গুজরাতে কাজে গিয়ে মৃত্যু হল পরিযায়ী শ্রমিকের ৷ গুজরাটে জামনগর অডিনার জেটিতে নির্মাণ শ্রমিক হিসেবে কাজে গিয়েছিলেন মোহনলাল মহলদার নামে ওই শ্রমিক (Migrant Labour Death) ৷

Migrant Labour Death
ভিন রাজ্যে কাজে গিয়ে পরিযায়ী শ্রমিকের মৃত্যু
author img

By

Published : Jun 10, 2022, 7:51 AM IST

ভগবানগোলা, 10 জুন : ভিন রাজ্যে কাজে গিয়ে ঘরে ফিরল শ্রমিকের নিথর দেহ ৷ মুর্শিদাবাদের ভগবানগোলা থানার রামগড় পূর্ব হাট পাড়ার বাসিন্দা ছিলেন ওই শ্রমিক ৷ মৃতের নাম মোহনলাল মহলদার (23) ৷ গুজরাতের জামনগরের অডিনার জেটিতে নির্মানের কাজ করতেন তিনি ৷ বৃহস্পতিবার সন্ধ্যায় মোহনলালের মৃত্যুর খবর তাঁর বাড়িতে আসে ( Migrant Labour Death) ৷

পরিবার সূত্রে খবর,সাড়ে তিন বছর ধরে গুজরাতে জেটি নির্মাণের কাজ করতেন মোহনলাল। আসন্ন বকরি ইদে বাড়ি আসার কথা ছিল তাঁর। কিন্তু তার আগেই বাড়িতে এল মৃত্যু সংবাদ। জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার জেটির উপরে কাজ করছিলেন তিনি। অসাবধানতা বশত মাথায় রডের আঘাত লেগে জেটির উপর থেকে সমুদ্রে পড়ে যান মোহনলাল । অন্যান্য শ্রমিকরা মোহনলালকে সমুদ্র থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । মোহনলালের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছতেই পরিবারে ও এলাকায় নেমে আসে শোকের ছায়া ৷

পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন ওই শ্রমিক ৷ রুটি-রুজির টানে প্রায় সাড়ে তিন বছর গুজরাতে এক জেটি নির্মান সংস্থার কাজে যোগ দিয়েছিলেন ৷ মৃত পরিযায়ী শ্রমিকের ভাই ফিরোজ মহলদার বলেন, ‘‘আগামী বকরি ইদে বাড়ি আসার কথা ছিল দাদার ৷ তা আর হল না ৷ জেটিতে কাজ করার সময় হঠাৎ মাথায় রডের আঘাত লাগে ৷ সেখানেই সমুদ্রে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে তাঁর ৷ ’’মৃত শ্রমিকের দেহ বাড়ি আনতে ইতিমধ্যে সরকার ও স্থানীয় প্রশাসনের সাহয্য চেয়েছে শোকার্ত পরিবার ৷

প্রসঙ্গত, এই নিয়ে গত দু’মাসে ভিন রাজ্যে মুর্শিদাবাদের চার পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে দুর্ঘটনায়। স্থানীয়দের দাবি, রাজ্যে কর্ম সংস্থানের সুযোগ থাকলে এভাবে ভিন রাজ্যে গিয়ে প্রাণ যেত না শ্রমিকদের ৷

আরও পড়ুন : মুম্বইয়ে নির্মীয়মাণ বহুতলের লিফট ভেঙে মুর্শিদাবাদের চার শ্রমিকের মৃত্যু

ভগবানগোলা, 10 জুন : ভিন রাজ্যে কাজে গিয়ে ঘরে ফিরল শ্রমিকের নিথর দেহ ৷ মুর্শিদাবাদের ভগবানগোলা থানার রামগড় পূর্ব হাট পাড়ার বাসিন্দা ছিলেন ওই শ্রমিক ৷ মৃতের নাম মোহনলাল মহলদার (23) ৷ গুজরাতের জামনগরের অডিনার জেটিতে নির্মানের কাজ করতেন তিনি ৷ বৃহস্পতিবার সন্ধ্যায় মোহনলালের মৃত্যুর খবর তাঁর বাড়িতে আসে ( Migrant Labour Death) ৷

পরিবার সূত্রে খবর,সাড়ে তিন বছর ধরে গুজরাতে জেটি নির্মাণের কাজ করতেন মোহনলাল। আসন্ন বকরি ইদে বাড়ি আসার কথা ছিল তাঁর। কিন্তু তার আগেই বাড়িতে এল মৃত্যু সংবাদ। জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার জেটির উপরে কাজ করছিলেন তিনি। অসাবধানতা বশত মাথায় রডের আঘাত লেগে জেটির উপর থেকে সমুদ্রে পড়ে যান মোহনলাল । অন্যান্য শ্রমিকরা মোহনলালকে সমুদ্র থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । মোহনলালের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছতেই পরিবারে ও এলাকায় নেমে আসে শোকের ছায়া ৷

পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন ওই শ্রমিক ৷ রুটি-রুজির টানে প্রায় সাড়ে তিন বছর গুজরাতে এক জেটি নির্মান সংস্থার কাজে যোগ দিয়েছিলেন ৷ মৃত পরিযায়ী শ্রমিকের ভাই ফিরোজ মহলদার বলেন, ‘‘আগামী বকরি ইদে বাড়ি আসার কথা ছিল দাদার ৷ তা আর হল না ৷ জেটিতে কাজ করার সময় হঠাৎ মাথায় রডের আঘাত লাগে ৷ সেখানেই সমুদ্রে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে তাঁর ৷ ’’মৃত শ্রমিকের দেহ বাড়ি আনতে ইতিমধ্যে সরকার ও স্থানীয় প্রশাসনের সাহয্য চেয়েছে শোকার্ত পরিবার ৷

প্রসঙ্গত, এই নিয়ে গত দু’মাসে ভিন রাজ্যে মুর্শিদাবাদের চার পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে দুর্ঘটনায়। স্থানীয়দের দাবি, রাজ্যে কর্ম সংস্থানের সুযোগ থাকলে এভাবে ভিন রাজ্যে গিয়ে প্রাণ যেত না শ্রমিকদের ৷

আরও পড়ুন : মুম্বইয়ে নির্মীয়মাণ বহুতলের লিফট ভেঙে মুর্শিদাবাদের চার শ্রমিকের মৃত্যু

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.