ETV Bharat / state

Adhir Chowdhury: হারানো জমি পুনরুদ্ধারে বহরমপুরে অধীরের মেগা সমাবেশ - প্রদেশ কংগ্রেস সভাপতি

3 নভেম্বর বহরমপুরে সমাবেশ করবেন অধীর চৌধুরী (Adhir Ranjan Chowdhury) ৷ মুর্শিদাবাদে হারানো জমি ফিরে পেতে এই সমাবেশকে গুরুত্ব দিচ্ছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব (mega rally of Adhir Chowdhury at Baharampur) ৷

ETV Bharat
Adhir ranjan chowdhury
author img

By

Published : Oct 22, 2022, 4:20 PM IST

কলকাতা,22 অক্টোবর: লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী 2024 লোকসভা নির্বাচনের আগে তাঁর হারানো রাজনৈতিক জমি পুনরুদ্ধারের প্রচেষ্টায় আগামী 3 নভেম্বর বহরমপুরে 'মেগা সমাবেশ' করার পরিকল্পনা করেছেন (mega rally of Adhir Chowdhury at Baharampur) ৷ এই সবাবেশের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস নেতৃত্ব ৷ জেলায় একের পর এক নির্বাচনী বিপর্যয় কাটিয়ে ফের ঘুরে দাঁড়াতে এই সমাবেশকে গুরুত্ব দেওয়া হচ্ছে দলের তরফে ৷ বর্তমানে প্রদেশ কংগ্রেস সভাপতি পদেও আছেন অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) ৷ সেই দিক দিয়ে তাঁর এই সমাবেশ সফল করার বাড়তি তাগিদও রয়েছে দলীয় নেতৃত্বের মধ্যে ৷

আনুষ্ঠানিকভাবে এই সমাবেশ হবে বিজেপি নেতৃত্বাধীন বর্তমান কেন্দ্রীয় সরকারের আমলে বেকারত্ব, মূল্যবৃদ্ধি এবং বাংলায় তৃণমূল আমলে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করে । প্রদেশ কংগ্রেস সূত্রে খবর, এই সমাবেশের মাধ্যমে নিজের গড়ে শক্তি পরীক্ষা করতে চান অধীর ৷ জেলার এক ব্লক কংগ্রেস নেতার কথায়, "আমরা সকলেই জানি অধীরদা মুর্শিদাবাদের সবচেয়ে হেভিওয়েট নেতা । যখন কংগ্রেস রাজ্যের অন্যান্য অংশ থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল, তখন তিনি মুর্শিদাবাদ জেলায় দলকে শক্তিশালী রাখতে সক্ষম হয়েছিলেন । কিন্তু বিগত কয়েকটি ভোটে, এখানে আমাদের সমর্থন কিছুটা হলেও কমতে শুরু করেছে । এই ভাঙ্গন আটকাতে বা সমর্থন ধরে রাখতে 3 নভেম্বরের সমাবেশের পরিকল্পনা ।”

আরও পড়ুন: ভারত জোড়ো যাত্রায় পা মেলাবেন শরদ, জাতীয় রাজনীতিতে কী নতুন সমীকরণ ?

এই সমাবেশ নিয়ে ইতিমধ্যেই জেলাজুড়ে প্রচার শুরু করেছেন কংগ্রেস কর্মীরা । সমাবেশের সমর্থনে দেওয়াল লিখন, পোস্টার এবং প্ল্যাকার্ড ইতিমধ্যেই মুর্শিদাবাদের বেশ কয়েকটি অংশে, বিশেষ করে বহরামপুরে চোখে পড়েছে । কংগ্রেস নেতাদের বক্তব্য, এই সমাবেশে এক লক্ষ মানুষের জমায়েতের টার্গেট করা হয়েছে । এআইসিসি'র তরফে বাংলার পর্যবেক্ষক এ চেল্লাকুমার চৌধুরী-সহ উচ্চ নেতৃত্ব এই সভায় উপস্থিত থাকবেন । উল্লেখ্য, 2021 বিধানসভা নির্বাচনে কংগ্রেস মুর্শিদাবাদ জেলা বা রাজ্যে কোনও আসন পায়নি । এর পরের পৌর নির্বাচনে কংগ্রেস মুর্শিদাবাদ এবং কান্দি দুই পৌরসভাতেই তৃণমূলের কাছে হেরেছে । তাই, জেলায় কংগ্রেসকে পুনরুজ্জীবিত করার লক্ষ্য নেওয়া হয়েছে । যাতে 2024 লোকসভা নির্বাচনে কোনওরকম অঘটন না-ঘটে (West Bengal Congress) ।

কলকাতা,22 অক্টোবর: লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী 2024 লোকসভা নির্বাচনের আগে তাঁর হারানো রাজনৈতিক জমি পুনরুদ্ধারের প্রচেষ্টায় আগামী 3 নভেম্বর বহরমপুরে 'মেগা সমাবেশ' করার পরিকল্পনা করেছেন (mega rally of Adhir Chowdhury at Baharampur) ৷ এই সবাবেশের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস নেতৃত্ব ৷ জেলায় একের পর এক নির্বাচনী বিপর্যয় কাটিয়ে ফের ঘুরে দাঁড়াতে এই সমাবেশকে গুরুত্ব দেওয়া হচ্ছে দলের তরফে ৷ বর্তমানে প্রদেশ কংগ্রেস সভাপতি পদেও আছেন অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) ৷ সেই দিক দিয়ে তাঁর এই সমাবেশ সফল করার বাড়তি তাগিদও রয়েছে দলীয় নেতৃত্বের মধ্যে ৷

আনুষ্ঠানিকভাবে এই সমাবেশ হবে বিজেপি নেতৃত্বাধীন বর্তমান কেন্দ্রীয় সরকারের আমলে বেকারত্ব, মূল্যবৃদ্ধি এবং বাংলায় তৃণমূল আমলে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করে । প্রদেশ কংগ্রেস সূত্রে খবর, এই সমাবেশের মাধ্যমে নিজের গড়ে শক্তি পরীক্ষা করতে চান অধীর ৷ জেলার এক ব্লক কংগ্রেস নেতার কথায়, "আমরা সকলেই জানি অধীরদা মুর্শিদাবাদের সবচেয়ে হেভিওয়েট নেতা । যখন কংগ্রেস রাজ্যের অন্যান্য অংশ থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল, তখন তিনি মুর্শিদাবাদ জেলায় দলকে শক্তিশালী রাখতে সক্ষম হয়েছিলেন । কিন্তু বিগত কয়েকটি ভোটে, এখানে আমাদের সমর্থন কিছুটা হলেও কমতে শুরু করেছে । এই ভাঙ্গন আটকাতে বা সমর্থন ধরে রাখতে 3 নভেম্বরের সমাবেশের পরিকল্পনা ।”

আরও পড়ুন: ভারত জোড়ো যাত্রায় পা মেলাবেন শরদ, জাতীয় রাজনীতিতে কী নতুন সমীকরণ ?

এই সমাবেশ নিয়ে ইতিমধ্যেই জেলাজুড়ে প্রচার শুরু করেছেন কংগ্রেস কর্মীরা । সমাবেশের সমর্থনে দেওয়াল লিখন, পোস্টার এবং প্ল্যাকার্ড ইতিমধ্যেই মুর্শিদাবাদের বেশ কয়েকটি অংশে, বিশেষ করে বহরামপুরে চোখে পড়েছে । কংগ্রেস নেতাদের বক্তব্য, এই সমাবেশে এক লক্ষ মানুষের জমায়েতের টার্গেট করা হয়েছে । এআইসিসি'র তরফে বাংলার পর্যবেক্ষক এ চেল্লাকুমার চৌধুরী-সহ উচ্চ নেতৃত্ব এই সভায় উপস্থিত থাকবেন । উল্লেখ্য, 2021 বিধানসভা নির্বাচনে কংগ্রেস মুর্শিদাবাদ জেলা বা রাজ্যে কোনও আসন পায়নি । এর পরের পৌর নির্বাচনে কংগ্রেস মুর্শিদাবাদ এবং কান্দি দুই পৌরসভাতেই তৃণমূলের কাছে হেরেছে । তাই, জেলায় কংগ্রেসকে পুনরুজ্জীবিত করার লক্ষ্য নেওয়া হয়েছে । যাতে 2024 লোকসভা নির্বাচনে কোনওরকম অঘটন না-ঘটে (West Bengal Congress) ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.