ETV Bharat / state

Rahul on Manik: মানিক ভট্টাচার্যের অনেক আগেই গ্রেফতার হওয়া উচিত ছিল: রাহুল সিনহা - রাহুল সিনহা

মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) অনেক আগেই গ্রেফতার হওয়া উচিত ছিল (Rahul on Manik)৷ তাঁর দুর্গা পুজো জেলের বাইরে কাটলেও কালী পুজোটা তাঁকে জেলেই কাটাতে হবে ৷ বললেন বিজেপি নেতা রাহুল সিনহা (Rahul Sinha)৷

Manik Bhattacharya should have been arrested long ago, says Rahul Sinha
মানিক ভটাচার্যের অনেক আগেই গ্রেফতার হওয়া উচিত ছিল: রাহুল সিনহা
author img

By

Published : Oct 11, 2022, 5:59 PM IST

বহরমপুর, 11 অক্টোবর: নিয়োগ দুর্নীতি মামলায় স্বস্তি পেতে মানিক ভট্টাচার্যকে (Manik Bhattacharya) ঢাল হিসেবে ব্যবহার করে সুপ্রিম কোর্টে পাঠিয়েছিল তৃণমূল । তবে তাতে লাভ হল না ৷ দুর্গা পুজো জেলের বাইরে কাটাতে পারলেও কালী পুজো মানিক ভট্টাচার্যকে জেলেই কাটাতে হবে । কারণ তিনি প্রত্যক্ষভাবে এই দুর্নীতিতে জড়িত । অনেক তথ্য রয়েছে তাঁর কাছে । বহরমপুরে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এ কথা বললেন বিজেপি নেতা রাহুল সিনহা (Rahul Sinha)।

দীর্ঘ জেরার পর ইডি মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করেছে । আজ বহরমপুরে এ প্রসঙ্গে রাহুল সিনহা বলেন, মানিক ভট্টাচার্যকে অনেক আগেই গ্রেফতার করা উচিত ছিল । কারণ চাকরি কেনাবেচার অন্যতম নায়ক তিনি । তিনি জেলের বাইরে থাকলে অনেক প্রমাণ লোপাট হয়ে যেত । তিনি চাকরি কেনা-বেচায় অনেক তথ্য জানেন ।

রাহুলের আরও অভিযোগ, "মানিক ভট্টাচার্যকে সুপ্রিম কোর্টে পাঠানোর নেপথ্যে তৃণমূলের হাত রয়েছে । এই মামলা থেকে নিস্কৃতি পেতে ঢাল হিসাবে ব্যবহার করে মানিক ভট্টাচার্যকে সুপ্রিম কোর্টে পাঠানো হয়েছিল । কিন্তু যা হওয়ার তাই হয়েছে । দুর্গা পুজো পর্যন্ত স্বস্তি পেলেও কালী পুজো জেলেই কাটাতে হবে তাঁকে ।"

আরও পড়ুন: মানিককে দেখেই আদালতে উঠল 'চোর চোর' রব, দেখানো হল জুতোও

সোমবার রাতে ম্যারাথন জেরার পর নিয়োগ দুর্নীতি-কাণ্ডে মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) ৷ মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) 2 কোটি টাকারও বেশি সম্পত্তির হদিশ পেয়েছে ইডি । গ্রেফতারির পর মঙ্গলবার মানিক ভট্টাচার্যকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হয় ৷ আদালত চত্বরে এ দিন মানিক ভট্টাচার্য প্রবেশ করতেই তাঁকে ঘিরে ওঠে 'চোর চোর' স্লোগান । পাশাপাশি জুতো দেখিয়েও বিক্ষোভ দেখানো হয় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যানকে ঘিরে । নিয়োগ-দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া পার্থ চট্টোপাধ্যায়কেও কয়েকদিন আগে একই পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল । গ্রেফতারির পর তাঁকে লক্ষ্য করে জুতোও ছোড়া হয় ।

বহরমপুর, 11 অক্টোবর: নিয়োগ দুর্নীতি মামলায় স্বস্তি পেতে মানিক ভট্টাচার্যকে (Manik Bhattacharya) ঢাল হিসেবে ব্যবহার করে সুপ্রিম কোর্টে পাঠিয়েছিল তৃণমূল । তবে তাতে লাভ হল না ৷ দুর্গা পুজো জেলের বাইরে কাটাতে পারলেও কালী পুজো মানিক ভট্টাচার্যকে জেলেই কাটাতে হবে । কারণ তিনি প্রত্যক্ষভাবে এই দুর্নীতিতে জড়িত । অনেক তথ্য রয়েছে তাঁর কাছে । বহরমপুরে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এ কথা বললেন বিজেপি নেতা রাহুল সিনহা (Rahul Sinha)।

দীর্ঘ জেরার পর ইডি মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করেছে । আজ বহরমপুরে এ প্রসঙ্গে রাহুল সিনহা বলেন, মানিক ভট্টাচার্যকে অনেক আগেই গ্রেফতার করা উচিত ছিল । কারণ চাকরি কেনাবেচার অন্যতম নায়ক তিনি । তিনি জেলের বাইরে থাকলে অনেক প্রমাণ লোপাট হয়ে যেত । তিনি চাকরি কেনা-বেচায় অনেক তথ্য জানেন ।

রাহুলের আরও অভিযোগ, "মানিক ভট্টাচার্যকে সুপ্রিম কোর্টে পাঠানোর নেপথ্যে তৃণমূলের হাত রয়েছে । এই মামলা থেকে নিস্কৃতি পেতে ঢাল হিসাবে ব্যবহার করে মানিক ভট্টাচার্যকে সুপ্রিম কোর্টে পাঠানো হয়েছিল । কিন্তু যা হওয়ার তাই হয়েছে । দুর্গা পুজো পর্যন্ত স্বস্তি পেলেও কালী পুজো জেলেই কাটাতে হবে তাঁকে ।"

আরও পড়ুন: মানিককে দেখেই আদালতে উঠল 'চোর চোর' রব, দেখানো হল জুতোও

সোমবার রাতে ম্যারাথন জেরার পর নিয়োগ দুর্নীতি-কাণ্ডে মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) ৷ মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) 2 কোটি টাকারও বেশি সম্পত্তির হদিশ পেয়েছে ইডি । গ্রেফতারির পর মঙ্গলবার মানিক ভট্টাচার্যকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হয় ৷ আদালত চত্বরে এ দিন মানিক ভট্টাচার্য প্রবেশ করতেই তাঁকে ঘিরে ওঠে 'চোর চোর' স্লোগান । পাশাপাশি জুতো দেখিয়েও বিক্ষোভ দেখানো হয় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যানকে ঘিরে । নিয়োগ-দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া পার্থ চট্টোপাধ্যায়কেও কয়েকদিন আগে একই পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল । গ্রেফতারির পর তাঁকে লক্ষ্য করে জুতোও ছোড়া হয় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.