ETV Bharat / state

বাংলাদেশে মাদক পাচারের আগেই গ্রেফতার 1, উদ্ধার 5 লাখ টাকার ইয়াবা - drug trafficking news

বাংলাদেশে মাদক পাচারের (Drug Trafficking) চেষ্টা করায় গ্রেফতার করা হল একজনকে ৷ মুর্শিদাবাদের সীমান্ত এলাকা সাগরপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় ৷ তার কাছ থেকে উদ্ধার হয়েছে 5 লাখ টাকার ইয়াবা ট্য়াবলেট (Yaba Tablets) ৷

man arrested for drug trafficking, huge yaba tablets recovered
বাংলাদেশে মাদক পাচারের আগেই গ্রেফতার 1, উদ্ধার 5 লাখ টাকার ইয়াবা
author img

By

Published : Jun 17, 2021, 4:46 PM IST

মুর্শিদাবাদ, 17 জুন : বাংলাদেশে পাচারের (Drug Trafficking) আগে প্রায় 5 লাখ টাকার নিষিদ্ধ মাদক ট্যাবলেট ইয়াবা-সহ (Yaba Tablets) এক পাচারকারীকে গ্রেফতার করল বিএসএফের 141 নম্বর ব্যাটালিয়নের জওয়ান । এ দিন সকাল দশটা নাগাদ ওই পাচারকারীকে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের সাগরপাড়া বিওপি এলাকা থেকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জেরায় জানা গিয়েছে, মাত্র 500 টাকার বিনিময়ে মাদক ট্যাবলেটগুলি বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল ধৃত ব্যক্তি । তার নাম মিঠুন সরকার । বাড়ি জলঙ্গি থানার ঠাকুরনগরে । জেরায় সে আরও জানিয়েছে, ওই গ্রামের মাদক কারবারি আশিস সরকার তাকে 500 টাকা দিয়ে বাহক হিসেবে কাজে লাগিয়েছিল । ধৃতকে সাগরপাড়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ।

আরও পড়ুন: মুকুল রায়ের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার করল স্বরাষ্ট্রমন্ত্রক

জলঙ্গি সীমান্ত ফের পাচারের স্বর্গরাজ্য হয়ে উঠেছে । 141 নম্বর ব্যাটালিয়নের কমান্ডান্ট অফিসার এনএস রাউতেলা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, এ দিন সাগরপাড়া বিওপির পাটের জমি দিয়ে সীমান্তের দিকে যাওয়ার চেষ্টা করছিল মিঠুন সরকার । কর্তব্যরত জওয়ানদের সন্দেহ হওয়ায় তাকে আটক করা হয় । তল্লাশি চালিয়ে তার কাছে থাকা একটি ব্যাগের ভিতর থেকে উদ্ধার করা হয় চারটি থলি । সেগুলির ভেতর থেকে মেলে 992টি ইয়াবা ট্যাবলেট ।

আরও পড়ুন: টানা বৃষ্টি, ভেসে যেতে যেতে অল্পের জন্য রেহাই পেল ম্যাটাডোর

রাউতেলা আরও জানিয়েছেন, মাদক ট্যাবলেটগুলির আন্তর্জাতিক বাজারমূল্য 4 লাখ 96 হাজার টাকা । মাত্র 500 টাকার লোভে সে গুলি সীমান্ত পার করার চেষ্টা করছিল মিঠুন সরকার । সাগরপাড়া থানার পুলিশ মাদক কারবারি আশিস সরকারের খোঁজে অভিযান শুরু করেছে । মাদক ট্যাবলেটগুলি মায়ানমার থেকে এসেছে বলে জানা গিয়েছে ।

মুর্শিদাবাদ, 17 জুন : বাংলাদেশে পাচারের (Drug Trafficking) আগে প্রায় 5 লাখ টাকার নিষিদ্ধ মাদক ট্যাবলেট ইয়াবা-সহ (Yaba Tablets) এক পাচারকারীকে গ্রেফতার করল বিএসএফের 141 নম্বর ব্যাটালিয়নের জওয়ান । এ দিন সকাল দশটা নাগাদ ওই পাচারকারীকে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের সাগরপাড়া বিওপি এলাকা থেকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জেরায় জানা গিয়েছে, মাত্র 500 টাকার বিনিময়ে মাদক ট্যাবলেটগুলি বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল ধৃত ব্যক্তি । তার নাম মিঠুন সরকার । বাড়ি জলঙ্গি থানার ঠাকুরনগরে । জেরায় সে আরও জানিয়েছে, ওই গ্রামের মাদক কারবারি আশিস সরকার তাকে 500 টাকা দিয়ে বাহক হিসেবে কাজে লাগিয়েছিল । ধৃতকে সাগরপাড়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ।

আরও পড়ুন: মুকুল রায়ের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার করল স্বরাষ্ট্রমন্ত্রক

জলঙ্গি সীমান্ত ফের পাচারের স্বর্গরাজ্য হয়ে উঠেছে । 141 নম্বর ব্যাটালিয়নের কমান্ডান্ট অফিসার এনএস রাউতেলা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, এ দিন সাগরপাড়া বিওপির পাটের জমি দিয়ে সীমান্তের দিকে যাওয়ার চেষ্টা করছিল মিঠুন সরকার । কর্তব্যরত জওয়ানদের সন্দেহ হওয়ায় তাকে আটক করা হয় । তল্লাশি চালিয়ে তার কাছে থাকা একটি ব্যাগের ভিতর থেকে উদ্ধার করা হয় চারটি থলি । সেগুলির ভেতর থেকে মেলে 992টি ইয়াবা ট্যাবলেট ।

আরও পড়ুন: টানা বৃষ্টি, ভেসে যেতে যেতে অল্পের জন্য রেহাই পেল ম্যাটাডোর

রাউতেলা আরও জানিয়েছেন, মাদক ট্যাবলেটগুলির আন্তর্জাতিক বাজারমূল্য 4 লাখ 96 হাজার টাকা । মাত্র 500 টাকার লোভে সে গুলি সীমান্ত পার করার চেষ্টা করছিল মিঠুন সরকার । সাগরপাড়া থানার পুলিশ মাদক কারবারি আশিস সরকারের খোঁজে অভিযান শুরু করেছে । মাদক ট্যাবলেটগুলি মায়ানমার থেকে এসেছে বলে জানা গিয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.