সাগরদিঘি, 14 জুলাই : জয়শ্রীরাম নিয়ে রাজ্যে একাধিক হিংসাত্মক ঘটনা ঘটেছে । এবার জয়শ্রীরাম বলতে না চাওয়ায় মাদ্রাসার এক পড়ুয়াকে মারধরের অভিযোগ উঠল দুষ্কৃতীর বিরুদ্ধে । ঘটনাটি সাগরদিঘির থানা এলাকার ।
আরও পড়ুন : জয় শ্রীরাম না বলায় মার, চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ
স্থানীয় সূত্রে জানা গেছে, আক্রান্ত কিশোরের নাম রফিকুল আলম (11) । অভিযোগ, আজ সকালে সাগরদিঘি থানার ফুলশহরি মোড়ে কয়েকজন দুষ্কৃতী তাঁর পথ আটকে 'জয়শ্রীরাম' বলতে বলে । না বলায় তাকে রাস্তায় ফেলে মারধর করা হয় বলে অভিযোগ । ঘটনার পরে স্থানীয় বাসিন্দারা গুরুতর জখম ওই কিশোরকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় ।
আরও পড়ুন : জয়শ্রীরাম বলা নিয়ে উত্তেজনা পিলখানায়
এরপরই, ঘটনার প্রতিবাদে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা । ঘটনাস্থানে পৌঁছায় সাগরদিঘির থানার পুলিশ । দুষ্কৃতীদের উপযুক্ত শাস্তির আশ্বাস দেওয়া হবে বলায় তুলে নেওয়া হয় অবরোধ ।