ETV Bharat / state

জয়শ্রীরাম-এ ''না'', মাদ্রাসা পড়ুয়াকে মারধরের অভিযোগ - Murshidabad

জয়শ্রীরাম না বলায় মাদ্রাসার এক পড়ুয়াকে মারধরের অভিযোগ উঠল দুষ্কৃতীর বিরুদ্ধে । ঘটনাটি মুর্শিদাবাদের সাগরদিঘি

আক্রান্ত কিশোর
author img

By

Published : Jul 14, 2019, 7:14 PM IST

Updated : Jul 14, 2019, 11:57 PM IST

সাগরদিঘি, 14 জুলাই : জয়শ্রীরাম নিয়ে রাজ্যে একাধিক হিংসাত্মক ঘটনা ঘটেছে । এবার জয়শ্রীরাম বলতে না চাওয়ায় মাদ্রাসার এক পড়ুয়াকে মারধরের অভিযোগ উঠল দুষ্কৃতীর বিরুদ্ধে । ঘটনাটি সাগরদিঘির থানা এলাকার ।

আরও পড়ুন : জয় শ্রীরাম না বলায় মার, চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ

স্থানীয় সূত্রে জানা গেছে, আক্রান্ত কিশোরের নাম রফিকুল আলম (11) । অভিযোগ, আজ সকালে সাগরদিঘি থানার ফুলশহরি মোড়ে কয়েকজন দুষ্কৃতী তাঁর পথ আটকে 'জয়শ্রীরাম' বলতে বলে । না বলায় তাকে রাস্তায় ফেলে মারধর করা হয় বলে অভিযোগ । ঘটনার পরে স্থানীয় বাসিন্দারা গুরুতর জখম ওই কিশোরকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় ।

আরও পড়ুন : জয়শ্রীরাম বলা নিয়ে উত্তেজনা পিলখানায়

এরপরই, ঘটনার প্রতিবাদে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা । ঘটনাস্থানে পৌঁছায় সাগরদিঘির থানার পুলিশ । দুষ্কৃতীদের উপযুক্ত শাস্তির আশ্বাস দেওয়া হবে বলায় তুলে নেওয়া হয় অবরোধ ।

সাগরদিঘি, 14 জুলাই : জয়শ্রীরাম নিয়ে রাজ্যে একাধিক হিংসাত্মক ঘটনা ঘটেছে । এবার জয়শ্রীরাম বলতে না চাওয়ায় মাদ্রাসার এক পড়ুয়াকে মারধরের অভিযোগ উঠল দুষ্কৃতীর বিরুদ্ধে । ঘটনাটি সাগরদিঘির থানা এলাকার ।

আরও পড়ুন : জয় শ্রীরাম না বলায় মার, চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ

স্থানীয় সূত্রে জানা গেছে, আক্রান্ত কিশোরের নাম রফিকুল আলম (11) । অভিযোগ, আজ সকালে সাগরদিঘি থানার ফুলশহরি মোড়ে কয়েকজন দুষ্কৃতী তাঁর পথ আটকে 'জয়শ্রীরাম' বলতে বলে । না বলায় তাকে রাস্তায় ফেলে মারধর করা হয় বলে অভিযোগ । ঘটনার পরে স্থানীয় বাসিন্দারা গুরুতর জখম ওই কিশোরকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় ।

আরও পড়ুন : জয়শ্রীরাম বলা নিয়ে উত্তেজনা পিলখানায়

এরপরই, ঘটনার প্রতিবাদে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা । ঘটনাস্থানে পৌঁছায় সাগরদিঘির থানার পুলিশ । দুষ্কৃতীদের উপযুক্ত শাস্তির আশ্বাস দেওয়া হবে বলায় তুলে নেওয়া হয় অবরোধ ।

Intro:মাথাভাঙ্গায় তৃনমূল- বিজেপি উত্তেজনা ,তৃনমূল কর্মীর বাইকে আগুন, অভিযুক্ত বিজেপি ৷

কোচবিহার :১৪জুলাই :

তৃনমূল -বিজেপি কর্মীর মধ্যে বচসা ,এর পর খণ্ড সংঘর্ষ ,তৃনমূল নেতা রাহুল হোসেনের বাইকে আগুন ধরিয়ে দেন বিজেপি ৷গতকাল বিকেলে ঐ ঘটনা ঘটে ,এবং রাত পর্যন্ত থাকে উত্তেজনা ৷ এমন অভিযোগ উঠে বিজেপির বিরুদ্ধে ৷ ঘটনাটি কোচ বিহারের মাথাভাঙ্গার বৈরাগিহাট এলাকার৷ সূত্রে জানা গেছে তৃনমূল - বিজেপি মধ্যে দীর্ঘ দিন ধরে উত্তেজনা চলছিল ঐ এলাকায় ৷ এদিন বৈরাগিহাট বাজার সংলগ্ন এলাকায় তৃনমূল নেতা রাহুল হোসেনের বাইকে আগুন ধরিয়ে দেন বিজেপি কর্মীরা ৷ অভিযোগ উঠে ,বিজেপির কিছু কর্মী ওই তৃনমূল নেতার ওপর চরাও হয় ৷এরপর বাইকে আগুন লাগিয়ে দেয় ৷ যদিও ঘটনায় বিজেপি তাঁদের বিরুদ্ধে উঠা অভিযোগ উড়িয়ে দেন ৷ স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি "তৃনমূল নিজেরাই বাইকে আগুন লাগায় ,কোন বিজেপি কর্মী যুক্ত নেই "৷

মাথা ভাঙ্গা থানার পুলিশ খবর পেয়ে ছুটে আসে ,তদন্ত করছে পুলিশ ৷Body:Cob Conclusion:
Last Updated : Jul 14, 2019, 11:57 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.