সালার, 3 মে : সালারে রেশন কেলেঙ্কারিতে অভিযুক্ত ডিলারের লাইসেন্স বাতিল করে দেওয়া হল । গতকাল ওই ডিলারের বিরুদ্ধে কম পরিমাণ সামগ্রী ও নিম্নমানের জিনিস দেওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ দেখান গ্রাহকরা । এরপরই বাতিল করে দেওয়া হয় অভিযুক্ত ডিলারের লাইসেন্স ।
মুর্শিদাবাদ জেলার সালার থানার পুনশ্রী গ্রামে গতকাল সকালে রেশন ডিলার হালিম শেখের বিরুদ্ধে রেশনের সামগ্রী কম দেওয়া ও নিম্নমানের জিনিস দেওয়ার অভিযোগ তোলেন গ্রাহকরা । ঘটনার প্রতিবাদে ওই ডিলারের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয় । বাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয় । এরপর বাড়ির ভিতরে ঢুকে জিনিসপত্র বের করে তাতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা । পরিস্থিতির মোকাবিলা করতে ঘটনাস্থানে আসে কান্দি মহকুমার পুলিশ বাহিনী ।
এর কয়েক ঘণ্টা বাদে হালিম শেখের লাইসেন্স বাতিল করে খাদ্য বিভাগ । পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত কিছুদিনের জন্য উক্ত এলাকায় অন্য এক ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয় । এই বিষয়ে কান্দির বিধায়ক সফিউল আলম খান জানিয়েছেন, সব কাটমানির খেলা । তৃণমূলের নেতারা একদিকে ডিলারদের কাছে কাটমানি নিয়ে কম সামগ্রী দিতে উস্কাচ্ছেন । অন্যদিকে, গ্রাহকদের প্ররোচিত করছেন সঠিক রেশন সামগ্রীর দাবি জানানোর জন্য । এই ঘটনার পর থেকে প্রতিটি জায়গায় রেশন সামগ্রী কম মেলার জন্য বিক্ষোভে শামিল হচ্ছেন গ্রাহকরা । তাই খাদ্যমন্ত্রীর কাছে আবেদন, কাটমানির জন্য যে বিষয়গুলি তৈরি হচ্ছে সেদিকে যেন নজর দেওয়া হয় ।