ETV Bharat / state

Samserganj Landslide: সংস্কারের 6 মাসের মধ্যে ফের ধস সামশেরগঞ্জের 107 নম্বর রাজ্য সড়কে - ধসট

সংস্কার হওয়ার 6 মাসের মধ্যে ফের ধস নামল সামশেরগঞ্জের 107 নম্বর রাজ্য সড়কে (Landslide in Samsherganj 107 State Highway) ৷ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় মানুষজন ৷ এনিয়ে প্রশাসনের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷

landslide-in-samsherganj-107-state-highway-within-6-months-of-renovation
Landslide in Samsherganj 107 State Highway
author img

By

Published : Sep 2, 2022, 10:26 AM IST

সামশেরগঞ্জ (মুর্শিদাবাদ), 2 সেপ্টেম্বর: সামান্য বর্ষার জলে সংস্কারের 6 মাসের মধ্যে আবারও ধস নাম নামল 107 নম্বর রাজ্য সড়কে (Landslide in Samsherganj 107 State Highway) ৷ মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ব্লকের চাঁদপুর ফিডার ক্যানেলের উপর থাকা পুঠিমারী সেতুতে ওঠার আগের রাস্তার একপাশেই ধস নেমেছে ৷ মাত্র কয়েক মাসের ব্যবধানে আবারও একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা ৷

স্থানীয়দের অভিযোগ, ছয় মাস আগে একই জায়গায় ধস নেমেছিল ৷ কয়েকমাস আগে তা ঠিক করা হয় ৷ গত কয়েকদিনের বৃষ্টিতে ফের একবার ধস নামল রাজ্য সড়কে ৷ প্রসঙ্গত, সেতুতে ওঠার রাস্তা হওয়ায় ঢাল রয়েছে সেখানে ৷ ফলে জল জমার কোনও প্রশ্নই ওঠে না ৷ তাহলে কেন বারবার একই রাস্তায় ঝস নামছে ! স্থানীয়রা আশঙ্কা করছেন, আরও কয়েকদিন বৃষ্টি হলে এই রাস্তা পুরোপুরি ধসে যেতে পারে ৷ এ দিন ধসের কারণে, ধীর গতিতে যান চলাচল করছে 107 নম্বর রাজ্য সড়কের ওই অংশে ৷

সামশেরগঞ্জের 107 নম্বর রাজ্য সড়কে ধস

আরও পড়ুন: টানা বৃষ্টি-ধসে বির্পযস্ত পাহাড়, বন্ধ জাতীয় সড়ক

প্রসঙ্গত, সামশেরগঞ্জের 34 নম্বর জাতীয় সড়ক হয়ে ডাকবাংলা থেকে ঝাড়খণ্ডের দিকে চলে গিয়েছে 107 নম্বর রাজ্য সড়ক ৷ সমাশেরগঞ্জ হয়ে ঝাড়খণ্ড ও বাংলার মধ্যে যোগাযোগের একমাত্র রাস্তা এটি ৷ 2018 সালে সেতুর পশ্চিম দিকে বড় ধস নামে ৷ তার পর থেকে দফায় দফায় রাস্তা সংস্কার করা হয় ৷ তবে, সমস্যার স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ ৷ সংস্কার চলাকালীন বেশ কয়েকবার ধস নেমেছিল সেখানে ৷ তবে, এ বছর মার্চ মাসে রাস্তাটি পুরোপুরি ঠিক করে দেওয়া হয় ৷ আর 6 মাস পার হওয়ার আগেই সেই রাস্তায় আবারও ধস নামায় ক্ষুব্ধ স্থানীয়রা ৷

স্বাভাবিকভাবেই রাস্তা সংস্কারে ব্যবহার হওয়া সামগ্রীর গুণগতমান নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার মানুষজন ৷ কিন্তু, এনিয়ে কোনও কথা বলতে চায়নি স্থানীয় প্রশাসন ৷ ফলে ক্রমেই ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে ৷

সামশেরগঞ্জ (মুর্শিদাবাদ), 2 সেপ্টেম্বর: সামান্য বর্ষার জলে সংস্কারের 6 মাসের মধ্যে আবারও ধস নাম নামল 107 নম্বর রাজ্য সড়কে (Landslide in Samsherganj 107 State Highway) ৷ মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ব্লকের চাঁদপুর ফিডার ক্যানেলের উপর থাকা পুঠিমারী সেতুতে ওঠার আগের রাস্তার একপাশেই ধস নেমেছে ৷ মাত্র কয়েক মাসের ব্যবধানে আবারও একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা ৷

স্থানীয়দের অভিযোগ, ছয় মাস আগে একই জায়গায় ধস নেমেছিল ৷ কয়েকমাস আগে তা ঠিক করা হয় ৷ গত কয়েকদিনের বৃষ্টিতে ফের একবার ধস নামল রাজ্য সড়কে ৷ প্রসঙ্গত, সেতুতে ওঠার রাস্তা হওয়ায় ঢাল রয়েছে সেখানে ৷ ফলে জল জমার কোনও প্রশ্নই ওঠে না ৷ তাহলে কেন বারবার একই রাস্তায় ঝস নামছে ! স্থানীয়রা আশঙ্কা করছেন, আরও কয়েকদিন বৃষ্টি হলে এই রাস্তা পুরোপুরি ধসে যেতে পারে ৷ এ দিন ধসের কারণে, ধীর গতিতে যান চলাচল করছে 107 নম্বর রাজ্য সড়কের ওই অংশে ৷

সামশেরগঞ্জের 107 নম্বর রাজ্য সড়কে ধস

আরও পড়ুন: টানা বৃষ্টি-ধসে বির্পযস্ত পাহাড়, বন্ধ জাতীয় সড়ক

প্রসঙ্গত, সামশেরগঞ্জের 34 নম্বর জাতীয় সড়ক হয়ে ডাকবাংলা থেকে ঝাড়খণ্ডের দিকে চলে গিয়েছে 107 নম্বর রাজ্য সড়ক ৷ সমাশেরগঞ্জ হয়ে ঝাড়খণ্ড ও বাংলার মধ্যে যোগাযোগের একমাত্র রাস্তা এটি ৷ 2018 সালে সেতুর পশ্চিম দিকে বড় ধস নামে ৷ তার পর থেকে দফায় দফায় রাস্তা সংস্কার করা হয় ৷ তবে, সমস্যার স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ ৷ সংস্কার চলাকালীন বেশ কয়েকবার ধস নেমেছিল সেখানে ৷ তবে, এ বছর মার্চ মাসে রাস্তাটি পুরোপুরি ঠিক করে দেওয়া হয় ৷ আর 6 মাস পার হওয়ার আগেই সেই রাস্তায় আবারও ধস নামায় ক্ষুব্ধ স্থানীয়রা ৷

স্বাভাবিকভাবেই রাস্তা সংস্কারে ব্যবহার হওয়া সামগ্রীর গুণগতমান নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার মানুষজন ৷ কিন্তু, এনিয়ে কোনও কথা বলতে চায়নি স্থানীয় প্রশাসন ৷ ফলে ক্রমেই ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.