ETV Bharat / state

ফরাক্কার নিশিন্দ্রা কাটান এলাকায় স্থায়ী ব্রিজ তৈরির দাবিতে বিক্ষোভ ভূমিরক্ষা কমিটির - Farakka

ঝাড়খণ্ড থেকে পাহাড়ি জল নামায় গত 30 মে জলের স্রোতে ভেঙে গিয়েছিল মুর্শিদাবাদের ফরাক্কার নিশিন্দ্রা কাটান এলাকার বাঁধ । এই এলাকায় স্থায়ী ব্রিজ তৈরির দাবিতে মঙ্গলবার বিক্ষোভ দেখায় ভূমিরক্ষা কমিটি ।

Farakka
ফরাক্কার নিশিন্দ্রা কাটান এলাকায় স্থায়ী ব্রিজ তৈরির দাবিতে বিক্ষোভ ভূমিরক্ষা কমিটির
author img

By

Published : Jun 29, 2021, 6:09 PM IST

মুর্শিদাবাদ, 29 জুন: ঝাড়খণ্ড থেকে পাহাড়ি জল নামায় গত 30 মে জলের স্রোতে ভেঙে গিয়েছিল মুর্শিদাবাদের ফরাক্কার নিশিন্দ্রা কাটানের বাঁধ । ফলে বিচ্ছিন্ন হয়ে পড়ে ফরাক্কা 34 নম্বর জাতীয় সড়ক থেকে ঝাড়খণ্ডের 80 নম্বর জাতীয় সড়কের যোগাযোগের ব্যবস্থা । চরম সমস্যার মধ্যে পড়তে হয় স্থানীয় বাসিন্দা থেকে ট্রাক চালকদের । তারপর প্রায় 1 মাসের মাথায় সোমবার সন্ধ্যা থেকে অস্থায়ীভাবে শুরু হয় মুর্শিদাবাদের ফরাক্কার নিশিন্দ্রা কাটানের বাঁধ সারানোর কাজ । সেখানে স্থায়ী ব্রিজের দাবি জানিয়ে মঙ্গলবার সকালে ফরাক্কা নিশিন্দ্রা কাটান এলাকার বাঁধের সামনে বিক্ষোভ দেখান ফরাক্কা ভূমিরক্ষা কমিটির সদস্যরা ।

ফরাক্কা ভূমিরক্ষা কমিটির বক্তব্য, সময়ের অনেক আগে ঝাড়খণ্ড থেকে পাহাড়ের জল নামায় জলের স্রোতে ভেসে গিয়েছিল ফরাক্কার নিশিন্দ্রা কাটান এলাকার বাঁধ । এখনই যদি এই কাটান সারানো না হয় তাহলে বর্ষার সময় আবার ঝাড়খণ্ড থেকে পাহাড়ি জল নামলে ফরাক্কার ফিটার ক্যানালের পশ্চিমপারে তিলডাঙ্গা, ঘোরাইপাড়া, ধর্মডাঙ্গা, জিতুপুর সহ অন্যান্য এলাকায় বর্ষার জল জমে ফসল নষ্ট হয়ে যাবে । ফলে বড়সড় ক্ষতির মুখে পড়তে হতে পারে কৃষকদের । ফরাক্কা ভূমিরক্ষার কমিটির দাবি, এই নিশিন্দ্রা কাটান এলাকার বাঁধের উপর ব্রিজ নির্মাণ করা হোক অথবা একটা বাইপাস রাস্তা তৈরি করে দেওয়া হোক ।

আরও পড়ুন: ফের আলটপকা মন্তব্যের জেরে বিতর্কে জড়ালেন হুমায়ুন কবীর

ফরাক্কার নিশিন্দ্রা কাটান এলাকায় স্থায়ী ব্রিজ তৈরির দাবিতে বিক্ষোভ ভূমিরক্ষা কমিটির

অন্যদিকে, ফরাক্কা বেওয়া 2 তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি বরুণ ঘোষ জানান, প্রতিবছর বর্ষার সময় ঝাড়খণ্ড থেকে পাহাড়ের জল নামায় জলের স্রোতে ভেসে যায় ফরাক্কার নিশিন্দ্রা কাটান এলাকার বাঁধ । ফলে চরম সমস্যার মধ্যে পড়তে হয় স্থানীয় বাসিন্দাদের । আর এই ফরাক্কার নিশিন্দ্রা কাটান এলাকার বাঁধ জলের স্রোতে বিচ্ছিন্ন হওয়ার ফলে স্থানীয় এলাকার বাসিন্দাদের প্রায় 6-7 কিলোমিটার ঘুরে গন্তব্যে যেতে হয় । নাহলে নৌকায় জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় । তাই স্থানীয় বাসিন্দাদের সুবিধার জন্য এই এলাকায় একটি ব্রিজ তৈরি করে দেওয়া হোক । কারণ আবার বর্ষা শুরু হলে ঝাড়খণ্ড থেকে পাহাড়ি জল নামলে আবার এই ফরাক্কার নিশিন্দ্রা কাটান এলাকার বাঁধ জলের স্রোতে ভেসে যাবে । ফরাক্কার নিশিন্দ্রা কাটানের বাঁধের উপর দিয়ে ব্রিজ নির্মাণ করার জন্য ফরাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম কথাও দিয়েছেন । যত দ্রুত সম্ভব ফরাক্কার নিশিন্দ্রা কাটান এলাকার বাঁধের উপর দিয়ে ব্রিজ নির্মাণের কাজ শুরু করার চেষ্টা করছেন বিধায়ক ।

মুর্শিদাবাদ, 29 জুন: ঝাড়খণ্ড থেকে পাহাড়ি জল নামায় গত 30 মে জলের স্রোতে ভেঙে গিয়েছিল মুর্শিদাবাদের ফরাক্কার নিশিন্দ্রা কাটানের বাঁধ । ফলে বিচ্ছিন্ন হয়ে পড়ে ফরাক্কা 34 নম্বর জাতীয় সড়ক থেকে ঝাড়খণ্ডের 80 নম্বর জাতীয় সড়কের যোগাযোগের ব্যবস্থা । চরম সমস্যার মধ্যে পড়তে হয় স্থানীয় বাসিন্দা থেকে ট্রাক চালকদের । তারপর প্রায় 1 মাসের মাথায় সোমবার সন্ধ্যা থেকে অস্থায়ীভাবে শুরু হয় মুর্শিদাবাদের ফরাক্কার নিশিন্দ্রা কাটানের বাঁধ সারানোর কাজ । সেখানে স্থায়ী ব্রিজের দাবি জানিয়ে মঙ্গলবার সকালে ফরাক্কা নিশিন্দ্রা কাটান এলাকার বাঁধের সামনে বিক্ষোভ দেখান ফরাক্কা ভূমিরক্ষা কমিটির সদস্যরা ।

ফরাক্কা ভূমিরক্ষা কমিটির বক্তব্য, সময়ের অনেক আগে ঝাড়খণ্ড থেকে পাহাড়ের জল নামায় জলের স্রোতে ভেসে গিয়েছিল ফরাক্কার নিশিন্দ্রা কাটান এলাকার বাঁধ । এখনই যদি এই কাটান সারানো না হয় তাহলে বর্ষার সময় আবার ঝাড়খণ্ড থেকে পাহাড়ি জল নামলে ফরাক্কার ফিটার ক্যানালের পশ্চিমপারে তিলডাঙ্গা, ঘোরাইপাড়া, ধর্মডাঙ্গা, জিতুপুর সহ অন্যান্য এলাকায় বর্ষার জল জমে ফসল নষ্ট হয়ে যাবে । ফলে বড়সড় ক্ষতির মুখে পড়তে হতে পারে কৃষকদের । ফরাক্কা ভূমিরক্ষার কমিটির দাবি, এই নিশিন্দ্রা কাটান এলাকার বাঁধের উপর ব্রিজ নির্মাণ করা হোক অথবা একটা বাইপাস রাস্তা তৈরি করে দেওয়া হোক ।

আরও পড়ুন: ফের আলটপকা মন্তব্যের জেরে বিতর্কে জড়ালেন হুমায়ুন কবীর

ফরাক্কার নিশিন্দ্রা কাটান এলাকায় স্থায়ী ব্রিজ তৈরির দাবিতে বিক্ষোভ ভূমিরক্ষা কমিটির

অন্যদিকে, ফরাক্কা বেওয়া 2 তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি বরুণ ঘোষ জানান, প্রতিবছর বর্ষার সময় ঝাড়খণ্ড থেকে পাহাড়ের জল নামায় জলের স্রোতে ভেসে যায় ফরাক্কার নিশিন্দ্রা কাটান এলাকার বাঁধ । ফলে চরম সমস্যার মধ্যে পড়তে হয় স্থানীয় বাসিন্দাদের । আর এই ফরাক্কার নিশিন্দ্রা কাটান এলাকার বাঁধ জলের স্রোতে বিচ্ছিন্ন হওয়ার ফলে স্থানীয় এলাকার বাসিন্দাদের প্রায় 6-7 কিলোমিটার ঘুরে গন্তব্যে যেতে হয় । নাহলে নৌকায় জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় । তাই স্থানীয় বাসিন্দাদের সুবিধার জন্য এই এলাকায় একটি ব্রিজ তৈরি করে দেওয়া হোক । কারণ আবার বর্ষা শুরু হলে ঝাড়খণ্ড থেকে পাহাড়ি জল নামলে আবার এই ফরাক্কার নিশিন্দ্রা কাটান এলাকার বাঁধ জলের স্রোতে ভেসে যাবে । ফরাক্কার নিশিন্দ্রা কাটানের বাঁধের উপর দিয়ে ব্রিজ নির্মাণ করার জন্য ফরাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম কথাও দিয়েছেন । যত দ্রুত সম্ভব ফরাক্কার নিশিন্দ্রা কাটান এলাকার বাঁধের উপর দিয়ে ব্রিজ নির্মাণের কাজ শুরু করার চেষ্টা করছেন বিধায়ক ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.