ETV Bharat / state

মত্ত যুবকের হাতে আক্রান্ত মহিলা সিভিক ভলান্টিয়ার - civic volunteer attack at murshidabad

মত্ত যুবকের হাতে আক্রান্ত এক মহিলা সিভিক ভলান্টিয়ার ৷ বেলডাঙা পৌরসভার ঘটনা ৷

আক্রান্ত সিভিক ভলান্টিয়ার
author img

By

Published : Aug 14, 2019, 11:36 PM IST

বেলডাঙা, 14 অগাস্ট: মত্ত যুবকের হাতে আক্রান্ত মহিলা সিভিক ভলান্টিয়ার ৷ বেলডাঙা পৌরসভার ঘটনা ৷ এই ঘটনায় জখম হন দুজনই ৷

আক্রান্ত সিভিক ভলান্টিয়ারের নাম সাবিনা বিবি ৷ আজ দুপুর দুটো নাগাদ বেলডাঙা পৌরসভায় কর্তব্যরত সাবিনার উপর আচমকা হামলা চালায় ওই মত্ত যুবক ৷ রাস্তা দিয়ে যাওয়ার সময় তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে ওই যুবক ৷ এই ঘটনায় সাবিনাও টাল সামলাতে না পেরে পড়ে গিয়ে আঘাত পান ৷ অন্যদিকে, মত্ত ওই যুবককে স্থানীয়রা তাড়া করলে পালাতে গিয়ে ড্রেনে পড়ে যায় ৷ তার পায়ে চোট লাগে ৷

আরও পড়ুন : বেলডাঙায় উদ্ধার প্রায় 50টি বোমা

খবর পেয়ে ঘটনাস্থানে যায় বেলডাঙা থানার পুলিশ । ওই যুবককে উদ্ধার করে ৷ তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ এখনও পর্যন্ত তার নাম-পরিচয় জানতে পারেনি পুলিশ ৷ হঠাৎ সে কেন সিভিক ভলান্টিয়ারের উপর হামলা করল, তা খতিয়ে দেখছে পুলিশ ৷

বেলডাঙা, 14 অগাস্ট: মত্ত যুবকের হাতে আক্রান্ত মহিলা সিভিক ভলান্টিয়ার ৷ বেলডাঙা পৌরসভার ঘটনা ৷ এই ঘটনায় জখম হন দুজনই ৷

আক্রান্ত সিভিক ভলান্টিয়ারের নাম সাবিনা বিবি ৷ আজ দুপুর দুটো নাগাদ বেলডাঙা পৌরসভায় কর্তব্যরত সাবিনার উপর আচমকা হামলা চালায় ওই মত্ত যুবক ৷ রাস্তা দিয়ে যাওয়ার সময় তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে ওই যুবক ৷ এই ঘটনায় সাবিনাও টাল সামলাতে না পেরে পড়ে গিয়ে আঘাত পান ৷ অন্যদিকে, মত্ত ওই যুবককে স্থানীয়রা তাড়া করলে পালাতে গিয়ে ড্রেনে পড়ে যায় ৷ তার পায়ে চোট লাগে ৷

আরও পড়ুন : বেলডাঙায় উদ্ধার প্রায় 50টি বোমা

খবর পেয়ে ঘটনাস্থানে যায় বেলডাঙা থানার পুলিশ । ওই যুবককে উদ্ধার করে ৷ তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ এখনও পর্যন্ত তার নাম-পরিচয় জানতে পারেনি পুলিশ ৷ হঠাৎ সে কেন সিভিক ভলান্টিয়ারের উপর হামলা করল, তা খতিয়ে দেখছে পুলিশ ৷

Intro:আচমকা মহিলা সিভিকের উপর চড়াও মদ্যপ যুবক। ঘটনায় জখম দুজনই। Body:বেলডাঙা - মদ্যপ যুবকের হাতে আক্রান্ত এক মহিলা সিভিক ভলেন্টিয়াররা। বুধবার দুপুরে বেলডাঙা পুরসভায় কর্তব্যরত ওই সিভিক ভলেন্টিয়ারের উপর আচমকা হামলা চালায় ওই মদ্যপ যুবক। স্থানীয় বাসন্দারা হামলাকারীকে তাড়া করলে মদ্যপ যুবক ড্রেনে পড়ে যায়। ঘটনায় তার হাতে পায়ে গুরুতর চোট লাগে বলেই জানা গিয়েছে। মদ্যপ আহত যুবককে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকাহ। আক্রান্ত সিভিক ভলেন্টিয়ারের নাম সাবিনা বিবি। তিনি বেলডাঙা থানার সিভিক হিসাবে কাজ করেন।
সাবিনা বিবিকে এদিন বেলডাঙা পুরসভায় ডিউটি দেওয়া হয়েছিল। সকাল থেকে সেখানেই ডিউটি করছিলেন তিনি। দুটো নাগাফ মদ্যপ এক যুবক ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় আচমিকা সাবিনা বিবির উপর ঝাঁপিয়ে পড়ে। টাল সামলাতে না পেরে পড়ে যান সাবিনা বিবি। জখমও হন। এরপরই স্থানীয় মানুষ মদ্যপ যুবককে তাড়া করে। ছুটে পালিয়ে যাওয়ার সময় সে একটি নিকাশি নালায় পড়ে যান। পা ভেঙেছে বলে জানতে পারা গিয়েছে। বেলডাঙা থানার পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ওই যুবকের নাম পরিচয় জানা যায়নি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কেন হামলা চালালো খফিয়ে দেখছে পুলিশ।Conclusion:ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা। কারন খুঁজতে তদন্তে পুলিশ।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.