জঙ্গিপুর, 13 জানুয়ারি: তাঁর বাড়ি ও কারখানায় আয়কর হানার ঘটনায় আইনের পথেই হাঁটছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন । পাশাপাশি জাকির হোসেনের দাবি, তিনি তৃণমূল করেন বলেই রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হচ্ছে তাঁকে ৷ একইসঙ্গে তাঁর দাবি, সংবাদমাধ্যমে যে অঙ্কের টাকা বাজেয়াপ্ত হয়েছে বলে দেখানো হচ্ছে সঠিক নয় (Income Tax raid in Jakir Hossain House)৷
শুক্রবার নিজের বাড়িতে এক সাংবাদিক বৈঠক করেন এই তৃণমূল বিধায়ক ৷ তাঁর রাইস মিল ও বাড়িতে আয়কর দফতরের হানা ও সেখান থেকে বিপুল টাকা উদ্ধার প্রসঙ্গে এদিন জাকির হোসেন বলেন,"যা বলা হচ্ছে তা সত্যি নয় । আমার কাছ থেকে 1 কোটি 10 লক্ষ টাকা বাজেয়াপ্ত করে নিয়ে গিয়েছে আয়কর দফতর। তার প্রমাণ হিসাবে আমাকে লিখেও দিয়েছে কিন্তু আমি তা এখনই দেখাব না । আমার আইনজীবীরা আছেন তাঁরা আইনের পথেই লড়ছেন । সংবাদ মাধ্যমের কেউ কেউ আমাকে হেনস্থা করার চেষ্টা করছে ।"
জাকির হোসেনের আরও দাবি, তাঁর খাতা-কলম ঠিক আছে ৷ চাটার্ড অ্যাকাউন্টেন্টরা বিষয়টি দেখছে ৷ আইনি পথে তিনি লড়াই করবেন ৷ যে টাকা নিয়ে গিয়েছে তাতে তাঁর কলেজের ও স্ত্রীর টাকা রয়েছে বলেও দাবি এই তৃণমূল নেতার ৷ নিজেকে মুর্শিদাবাদের এক নম্বর করদাতা বলেও দাবি করেছেন তিনি ৷ নির্বাচনে লড়ার সময় তিনি তাঁর স্থাবর ও অস্থাবর সম্পত্তির হিসেব নির্বাচন কমিশনে দিয়েছিলেন বলেও জানিয়েছেন জাকির হোসেন (IT raid on Jakir Hossain house) ৷
আরও পড়ুন: 'জাকির হোসেন এবার ফকির হোসেন হয়ে যাবেন !' কটাক্ষ সুকান্তর
বুধবার আচমকাই আয়কর বিভাগ হানা দেয় জাকির হোসেনের বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিতে । একই সঙ্গে আয়কর দফতরের কর্মীরা বেশ কয়েকটি দলে ভাগ হয়ে 14 জায়গায় তল্লাশি চালায় । তাঁর বাড়ি প্রায় 2 কোটি ও মিল থেকে 9 কোটি টাকা মিলেছে বলে খবর ৷ যদিও এদিন এই টাকার অঙ্ক অস্বীকার করেছেন জাকির হোসেন ৷ পাশাপাশি বেশকিছু নথিও বাজেয়াপ্ত করেছে আয়কর বিভাগ ৷