সামশেরগঞ্জ, 24 অগাস্ট : বাবার লোকসভা কেন্দ্রের ভাঙন বিধ্বস্ত এলাকা পরিদর্শনে এসেছিলেন ৷ এসে বিক্ষোভের মুখে পড়লেন সুজাপুরের কংগ্রেস বিধায়ক ঈশা খান চৌধুরি। বিধায়ককে ঘিরে ধরে ক্ষোভ উগরে দিলেন ভাঙন কবলিতরা । যদিও কংগ্রেসের পক্ষ থেকে পরে অভিযোগ করা হয়, তৃণমূল নেতৃত্ব ষড়যন্ত্র করে বিক্ষোভ করিয়েছে ৷ সোমবার পুলিশ এসে বিক্ষোভকারীদের সামলায় ও বিধায়ককে নিরাপদে সরিয়ে আনে ।
সামশেরগঞ্জ ব্লকের হিরানন্দপুর, ধানঘরাসহ বিস্তীর্ণ এলাকায় গত কয়েকদিনে ভয়াবহ গঙ্গা-ভাঙন শুরু হয়েছে। দুর্গতদের অভিযোগ, প্রশাসনের সাহায্য মেলেনি। ভাঙন বিধ্বস্ত বহু পরিবার খোলা আকাশের নিচে আমবাগানে আশ্রয় নিয়েছে। এলাকাটি দক্ষিণ মালদহ লোকসভার মধ্যে পড়ে। এখানকার সাংসদ আবু হাসেম খান চৌধুরি। তিনি না এলেও এদিন সাংসদ পুত্র ঈশা খান চৌধুরি ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে আসেন। দুর্যোগের ছ'দিন পর সাংসদ-পুত্র এলাকা পরিদর্শনে আসায় তাঁকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা। বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হন ঈশা খান।
তিনি বলেন, "ভাঙন প্রতিরোধ কমিটির সঙ্গে যোগাযোগ রাখছি। বাবা একযোগে কেন্দ্র ও রাজ্যের সঙ্গে কথা বলেছেন ৷ ত্রাণের ব্যবস্থা করা হচ্ছে।"
যদিও এই প্রতিশ্রুতিতে কাজ হয়নি। চরম বিক্ষোভে নাজেহাল হতে হয় সুজাপুরের বিধায়ককে। পরে পুলিশ এসে বিধায়ককে উত্তপ্ত এলাকা থেকে উদ্ধার করে৷