ETV Bharat / state

বাংলায় BJP আসলে আর ভোটই হবে না : মমতা

"মধ্যপ্রদেশ, রাজস্থানে আমরা নেই । ওখানে ওরা (কংগ্রেস) করুক । কেরলে কংগ্রেস, CPI(M) আধাআধি করে করুক ।" সিট বিভাজন ও রিজিওনাল পার্টির উত্থান প্রসঙ্গে বহরমপুরের সভা থেকে বললেন মমতা ।

ফাইল ফোটো
author img

By

Published : Apr 19, 2019, 11:56 PM IST

বহরমপুর, 19 এপ্রিল : বহরমপুরে অধীর গড়ে দাঁড়িয়ে আজ মমতা ব্যানার্জি কার্যত বুঝিয়ে দিলেন, কেন্দ্রে BJP বিরোধী সরকার গড়তে কংগ্রেস, CPI(M)-এরও প্রয়োজন আছে । আজ বহরমপুরে প্রার্থী অপূর্ব সরকারের হয়ে প্রচারে আসেন মমতা । বহরমপুর স্টেডিয়াম মাঠে সভা করেন । বলেন, "মধ্যপ্রদেশ, রাজস্থানে আমরা নেই । ওখানে ওরা (কংগ্রেস) করুক । কেরলে কংগ্রেস, CPI(M) আধাআধি করে করুক । কে বারণ করতে গেছে । আমাদের অনেকে বিহারে, উত্তরপ্রদেশে লড়তে চেয়েছিল । আমিই বলেছি ভোট ভাগাভাগি করলে BJP-র ঘাঁটি শক্ত হবে । আমাদের ওয়ান পয়েন্ট প্রোগ্রাম । BJP হটাও দেশ বাঁচাও ।"

এর আগে বহরমপুর লোকসভা কেন্দ্রের বেলডাঙা ও কান্দিতে দু'টি জনসভা করেছেন মমতা ব্যানার্জি । বহরমপুরকে পাখির চোখ করে আজ ফের অধীর গড়ে আরও একটি সভা করলেন তিনি । সভা থেকে BJP বিরোধী জোটের বার্তা দিতে কংগ্রেস CPI(M)-এর প্রয়োজনীয়তারও উল্লেখ করেন । তিনি বলেন, এবারে তৃণমূল আসবেই কারণ সালটা বাংলার । মিলিয়ে দেখুন 1426 যোগ করলে 42 ।" তারপরই বলেন, "এটা নয় যে আমাদের কেউ গালিগালাজ করছে আমাকেও গালিগালাজ করতে হবে । এটুকু রাজনৈতিক সৌজন্যতা আমার আছে । যেখানে তৃণমূল কংগ্রেস স্ট্রং সেখানে BJP, কংগ্রেস, CPI(M)-কে একটাও ভোট নয় । উত্তরপ্রদেশে অখিলেশ, মায়াবতীকে ভোট দিন । আমি চাই এখানে ওরা জিতুক । কর্নাটকে দেবেগৌড়াকে দিন । তামিলনাড়ুতে স্টালিনকে গড়তে দিন সরকার । কেরালায় কংগ্রেস CPI(M) আধাআধি করে করুক ।"

তারপরই মমতা ফের বলেন, "আমাদের 42-এ 42 দিন, দিল্লি কীভাবে কাঁপাতে হয় আমরা দেখিয়ে দেব । আমরা জানি দিল্লি কীভাবে দখল করতে হয় । কীভাবে সরকার গড়তে হয় আমরা জানি । আর তৃণমূল কংগ্রেস সবাইকে নিয়ে সরকার গড়বে । ফারুক আবদুল্লা, অখিলেশ, মায়াবতী, স্টালিন, কমল হাসান, দেবেগৌড়ার সঙ্গে আমাদের ভালো সম্পর্ক । অন্ধ্রপ্রদেশ, তেলাঙ্গানার সঙ্গেও আমাদের সম্পর্ক ভালো । আমি বলছি, এবার BJP সরকার গঠন করতে পারবে না । সরকার গঠনে রিজিওনাল পার্টিই বড় ভূমিকা নেবে । BJP এবার সরকার গড়লে আর কোনওদিন ভোট হবে না । BJP নেতারা এখন থেকেই সেকথা বলতে শুরু করেছে ।"

বহরমপুর, 19 এপ্রিল : বহরমপুরে অধীর গড়ে দাঁড়িয়ে আজ মমতা ব্যানার্জি কার্যত বুঝিয়ে দিলেন, কেন্দ্রে BJP বিরোধী সরকার গড়তে কংগ্রেস, CPI(M)-এরও প্রয়োজন আছে । আজ বহরমপুরে প্রার্থী অপূর্ব সরকারের হয়ে প্রচারে আসেন মমতা । বহরমপুর স্টেডিয়াম মাঠে সভা করেন । বলেন, "মধ্যপ্রদেশ, রাজস্থানে আমরা নেই । ওখানে ওরা (কংগ্রেস) করুক । কেরলে কংগ্রেস, CPI(M) আধাআধি করে করুক । কে বারণ করতে গেছে । আমাদের অনেকে বিহারে, উত্তরপ্রদেশে লড়তে চেয়েছিল । আমিই বলেছি ভোট ভাগাভাগি করলে BJP-র ঘাঁটি শক্ত হবে । আমাদের ওয়ান পয়েন্ট প্রোগ্রাম । BJP হটাও দেশ বাঁচাও ।"

এর আগে বহরমপুর লোকসভা কেন্দ্রের বেলডাঙা ও কান্দিতে দু'টি জনসভা করেছেন মমতা ব্যানার্জি । বহরমপুরকে পাখির চোখ করে আজ ফের অধীর গড়ে আরও একটি সভা করলেন তিনি । সভা থেকে BJP বিরোধী জোটের বার্তা দিতে কংগ্রেস CPI(M)-এর প্রয়োজনীয়তারও উল্লেখ করেন । তিনি বলেন, এবারে তৃণমূল আসবেই কারণ সালটা বাংলার । মিলিয়ে দেখুন 1426 যোগ করলে 42 ।" তারপরই বলেন, "এটা নয় যে আমাদের কেউ গালিগালাজ করছে আমাকেও গালিগালাজ করতে হবে । এটুকু রাজনৈতিক সৌজন্যতা আমার আছে । যেখানে তৃণমূল কংগ্রেস স্ট্রং সেখানে BJP, কংগ্রেস, CPI(M)-কে একটাও ভোট নয় । উত্তরপ্রদেশে অখিলেশ, মায়াবতীকে ভোট দিন । আমি চাই এখানে ওরা জিতুক । কর্নাটকে দেবেগৌড়াকে দিন । তামিলনাড়ুতে স্টালিনকে গড়তে দিন সরকার । কেরালায় কংগ্রেস CPI(M) আধাআধি করে করুক ।"

তারপরই মমতা ফের বলেন, "আমাদের 42-এ 42 দিন, দিল্লি কীভাবে কাঁপাতে হয় আমরা দেখিয়ে দেব । আমরা জানি দিল্লি কীভাবে দখল করতে হয় । কীভাবে সরকার গড়তে হয় আমরা জানি । আর তৃণমূল কংগ্রেস সবাইকে নিয়ে সরকার গড়বে । ফারুক আবদুল্লা, অখিলেশ, মায়াবতী, স্টালিন, কমল হাসান, দেবেগৌড়ার সঙ্গে আমাদের ভালো সম্পর্ক । অন্ধ্রপ্রদেশ, তেলাঙ্গানার সঙ্গেও আমাদের সম্পর্ক ভালো । আমি বলছি, এবার BJP সরকার গঠন করতে পারবে না । সরকার গঠনে রিজিওনাল পার্টিই বড় ভূমিকা নেবে । BJP এবার সরকার গড়লে আর কোনওদিন ভোট হবে না । BJP নেতারা এখন থেকেই সেকথা বলতে শুরু করেছে ।"

sample description

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.